পাতা:ভারতী ১২৮৫.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

= । ভারতী জ্যৈ বচন ; – } পাটপি করিয়া হাসিতে লাগিল, কহিল, } “মিন্স এক দণ্ড আর কাত্যায়নীল্পিদিকে : ছাড়িয়া থাকিতে পারে না, কোথায় গিয়াছে বুঝি, তাই খুজিতে বাহির হইয়াছেন ; 1 কিন্তু পুরুষমানুষের অতটা ভাল দেখায় না ।” তাহার মানে, তাহীদের স্বামীরা অতটা করেন না, কিন্তু যদি করিতেন, তবে বড় স্বখের হইত। যেখুন কাত্যায়নীর যাইবার সম্ভাবন ছিল, সেখানে ত | পণ্ডিত মহাশয় খুজিয়া পাইলেন না, যেখানে সস্তাবনা ছিলনা, সেখানেও খুজিতে গেলেন, সেখানেও পাইলেন না । এই ত পণ্ডিত মহাশয় ব্যাকুল হইয়া মুহুমুহু নস্য লইতে লাগিলেন । উৰ্দ্ধশ্বাসে নিধিদের বাড়ি গিয়া পড়িলেন । নিধি জিজ্ঞাসা করিল, ঘোষেদের বাড়ি দেখিয়াছেন, মিত্রদের বাড়ি দেখিয়াছেন, দত্তদের বাড়ি খোজ লইয়াছেন ? এই রূপে মুখুয্যে চাটুযে, বড় যে, ইত্যাদি যত বাড়ি জানিত, প্রায় সকল গুলিরই উল্লেখ করিল, কিন্তু সকল তাতেই অমঙ্গল উত্তর পাইয়া কিয়ৎক্ষণের জন্য ভাবিতে লাগিল । অবশেষে নিধি নিজে নরেঞ্জের বাড়ি গিয়া উপস্থিত হইল। শূন্য গৃহ যেন ই ই করিতেছে। বিষয় বাড়ির চারি দিক যেন কেমন অন্ধকার | হুইয়া আছে, একটা কথা কহিলে দশটা } প্রতিধ্বনি যেন ধমক দিয়া উঠিতেছে। একটা চাকর রুদ্ধ স্বারের সম্মুখে সোপানের | উপর পড়িয়া পড়িয়া ঘুমাইতেছিল, নিধি তাহাকে জাগাইয়া জিজ্ঞাসা করিল, “গদাধর বাবু কোথায় ?” veళRu^*l=*'శాr** করুণা | রাত্রে কোথায় চলিয়া গিয়াছেন, আজে আ| সেন নাই, বোধ হয় কলিকাতায় গিয়া থাকি । বেন "নিধি ফিরি মালিয়া পণ্ডিত | মহাশয়কে কহিল, “যদি খুজিতে श, ७, কলিকাতায় গিয়া খোজগে।” পণ্ডিত মহা | শয় ত একথারু ভাবই বুঝিতে: পরিলেন . না। নিধি কছিল, “গদাধর নামে একটি | বাবু আসিয়াছেন, দেখিয়াছ ?” পণ্ডিত মহা- . শয় শূন্যগর্ভ একটি হুঁ দিয়া গেলেন | নিধি কছিল “সেই ভদ্রলোকটির সঙ্গে | কাত্যায়নীপিসি কলিকাতা ভ্রমণ করিতে | গিয়াছেন।” পণ্ডিত মহাশয়ের মুখ শুকী- { ইয়াগেল ; কিন্তু তিনি একথা কোন ক্রমেই বিশ্বাস করিতে চাহিলেন না। তিনি কহি, লেন, তিনি নন্দীদের বাড়ি ভাল করিয়া .. দেখেন নাই, সেখানেই নিশ্চয় আছেন । । এই বলিয়া নন্দী আদি করিয়া আর একরার সমস্ত বাড়ি অন্বেষণ করিয়া আসিলেন, | কোথাও সন্ধান পাইলেন না। মান বদনে বাড়িতে ফিরিয়া আসিলেন। নিধি কছিল “আমি ত পূর্বেই বলিয়ছিলাম যে, এরূপ | ঘটবে।" কিন্তু তিনি পূৰ্ব্বে কোন দিন | এ সম্বন্ধে কোন কথা বলে নাই। সিন্দুক | খুলিতে গিয়া পণ্ডিত মহাশয় দেখিলেন, | s | | | -" |

কাত্যায়নী ঠাকুরাণী শুদ্ধ যে নিজে গিয়া, cश्न, 4भन नरश"बउ किडू शश्मां★ज, { টাকাকড়ি ছিল, তাহার সমস্ত লইয়া গিয়া | ছেণ । দ্বার রুদ্ধ করিয়া পণ্ডিত মহাশয় । সমস্ত দিন কাদিলেন। নিধি কছিল এসপ্তই মরেন্ত্রের ষড়যন্ত্রে ঘটয়াছে, তাছার নামে উক, আমি লক্ষী তৈয়ার ।