১৫শ বর্ষ, দশম সংখ্যা । এর সর্বত্র সম্পূর্ণরূপে বজায় রাধিতে তিনি ব্যস্ত। কোনু কারণে কুত্ৰাপি তাহাকে সঙ্কুচিত কনিতে চাহেন না। হিন্দুর আদর্শে ও হিন্দুর ভ্যতার বিপুল বিশ্বাস । বিপক্ষের আক্রমণ ংটতে ইহাদের রক্ষা করিতে তর্কচ্ছলে প্রায়ই উগ্ৰমূৰ্ত্তি ধারণ করেন। স্বভাবতঃ অমায়িক ও বন্ধুবৎসল । বেশ বাঙ্গালা বলিতে পারেন । তাহার সঙ্গে আসিয়াছিলেন পাই বাবু । ঠাইরেই ছাচে গঠিত বাঙ্গালী ব্রাহ্মণযুবা । সুন্দর সুগঠিত দেহ মাথায় ঈষৎ শিখা ৷ ইহাদের অপর সঙ্গী স্থৰ্য্য রাও। দেশ কাশীধাম ; নাগপুরে থাকেন। তাহার গায়ে কোর্তা, গলায় রুদ্রাক্ষের মালা ; পায়ে খড়ম | পণ্ডিতজির আহ্নিকের উপাদানে পূর্ণ নাতিকৃষ্টং ঝোলা তাহার স্বন্ধে ঝুলিতেছে । অতি সজ্জনু ও হাস্তরসিক ব্রাহ্মণ। হিন্দীতে কথা বলতেছিলেন । হিন্দুস্থানী টকেট কলেক্টৰ মহাশয়ের সঙ্গে তাহার দেখা হইল । তাহাকে বলিলেন—“আমরা যখন রাত্রে ফিরিব, তখনও তুমি থাকি ও ও আমাদের টিকেট লইও ।” তিনি উত্তর করিলেন —“আপনার উত্তরে যাইতেছেন । রাত্রে হয়ত দক্ষিণ হইতে যে সকল গাড়ী আদিবে, তহঁতে আমার কাজ পড়িবে ।” সুৰ্য্যরাও তৎক্ষণাৎ উত্তর করিলেন --"আমরাও না হয় দক্ষিণ দিকের গাড়ীতেই আসিব ।* o আর দুইজন যাহারা, সঙ্গে ছিলেন, তাঙ্গাদের বয়স অল্প। বিজয়কুমার কলেজের ছাএ। উদ্ভিদবিদ্যা শিখিতেছেন । তিনি বেশ কষ্টসহিষ্ণু। নীতিরঞ্জন দ্বাদশবর্ষীয় বুদ্ধিমান १[ क् । রামটেক। ሯ.¢ፃ R আলাপ পরিচয়ে অনেকক্ষণ কাটিয়া গেল; কিন্তু এখনও ট্রেণ ছাড়িবার নামটি নাই। আমরা আসিবার প্রায় দেড়ঘণ্ট। পরে, সাড়ে ছয়টার সময়ে ট্রেণের বৃহৎ কলেবর ঈষৎ আন্দোলিত হইল । ট্রেণ চলিতে আরম্ভ করিল। আমরা যে ট্রেনের আরোহী ছিলাম, রামটেকই তাহার শেষ গন্তব্যস্থান । কারণ একটি শাখালাইন রামটেক "পর্যন্ত গিয়া শেষ হইয়াছে। প্রত্যেক গাড়ীর প্রাস্তস্থিত দেওয়ালে খোলা জানাল আছে ৷ এক গাড়ীর আরোহীগণ পশ্চাতের গাড়ীর আরোহীদিগকে বেশ দেখিতে পায় । ট্রেণে উঠিয়াই পণ্ডিতজি ধীরে ধীরে তর্কের অবতারণা করিয়াছিলেন । আমাদের তর্কনিনাদ ক্রমে ট্রেণের গম্ভীর নিৰ্ঘোষকে বোধ হয় পরাস্ত করিল। আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করিলাম । ষ্ট্রেশনে আসিয়া গাড়ী থামিতেছিল ; কিন্তু আমাদের মস্তিষ্ক এঞ্জিন তখনও সতেজে চলিতেছে ; কণ্ঠযন্ত্রেরও বিরাম নাই। পাশের গাড়ীর লোকে সকৌতুকে আমাদের দেখিতেছিল । বঙ্গদেশে তামা কটা যেমন সাধারণ নেশা, এখানে দেখিলাম সেইরূপ গঞ্জিকাদেবী হাতে হাতে মুখে মুখে ফিরিতেছেন । নাগপুর হইতে উঠিয়া মেল লাইনে আমর কম্পিটি পর্য্যন্ত আসিলাম । কাম্পট ছাড়িয়া মেল লাইনে আরও প্রায় তিম মাইল আসিয়া শাখা লাইনে ট্রেন রামটেক আসে। কাম্পটির নিকটে স্বপ্রশস্ত কান্হা নদীর উপরে মুন্দর পুল আছে। রেলওয়ে পুলের পার্ষেই পাবলিক
পাতা:ভারতী ১৩১৮.djvu/১০০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।