و ولا يج একবার একটি ভদ্রলোক অতিথি হন। র্তাহাকে যাংদের ঝোল আনিয়া দিলে, তিনি দেখিলেন যে পাত্রেব মধ্যস্থলে ঝোলে পরিবেষ্টি ত হইয় এক খণ্ডমাত্র মাংস রহিয়াছে। দেখিয়াই তিনি ব্যস্তভাবে কোট প্রভৃতি খুলিতে লাগিলেন। ছোটলকা পাশে দাড়াইল্প ছিলেন । তিনি জিজ্ঞাসা করিলেন—“ক মশায় ! ব্যাপার কি ?” ভদ্রলোক বলিলেন—“ঐ মাংসখণ্ড লইতেই হইবে । ঝোলে সত্তোর দিয়া মাঝথানে গিয়া উঃাকে ধরিব।” আমার ও ডাল দেখিয় মনে হইল যে ডুপার ডাকি৷ সেই রত্ন উদ্ধার করিতে হইবে । কিন্তু পরক্ষণেই দেখিলাম স্বৰ্য্যরা ও সের তিনেক জল ফেলিয়া দিতেই কাঞ্চনবর্ণের ভাল স্বমূর্বি প্রকাশ করিল। বেলা চারটার সময় আহারে বসিলাম । সমস্তই পরম উপাদেয় বলিয়া বোধ হইল । স্বৰ্য্যরা ও রন্ধন করিয়াছিলেন ; তাহাকে অন্তরের কৃতজ্ঞতা জ্ঞাপন করিলাম । পণ্ডিত জি তাহাকে সাহায্য করিয়াছিলেন ; র্তাহাকে ও বিশেষ ধষ্ঠ বাদ জানাইলাম । নীতি অতি মুন্দৰ দধি আনিয়াছিল । চিনি ংযোগে অল্প মধুরে সমাপ্ত কর। গেণ । হাত ধুইবার জন্ত আম্বালা সৰোবরে গিয়৷ দেখি ঝাক ঝাক মাছ পাথর বঁাধান ঘাটের কাছে খেলা করিতেছে । বিজয় ছোলাভাজ ফেলিয়া দিল । বড় বড় রোহিত মৎস্ত অtলয়৷ থাইতে লাগিল। মনে হইল, হাত দিয়া ধরা যায় । গুনিলাম এ মাছ কেহ ধরে না ; তান্থার কারণ মারহাট্টার নিরামিষ - ভোজী। পাঞ্জ বাৰু মংস্ত ধরিবার লোভ छfझैठौ ! 暖 মাখ, ১৩১৮ गषब्र१ रूब्रिtङ अभभ ह३s! श्रांमाबगांशसा চাছিলেন । একখানি তোরালে লইয়া দুই জনে দুই কোণ ধরিয়া তুলিতেই একটি মাছ ডাঙ্গায় গিয়া লাফাইতে লাগিল। একটি মারহাট্ট ভদ্রলোক কাতর ভাবে বলিলেন —"श्रश्।ि rकन मा हेicक भl९tपन ? छाल ছেড়ে দিন।” কিন্তু আমাদের দুজনেরই সহসা তখন ভয় হইল পাছে মাছটির গায়ে झाङ लिं८टा काभङ्गाहेब्र शम्न व ७ान झुम्लाङ्गेश्व দেয় । আমরা ভয়ে একেবারে অবশাঙ্গ, অগ্রসর হইতেই পারলাম না । তখন মাবস্থাট্ট মহাশয় স্বয়ং মাছটিকে উদ্ধার করিলেন । ইতিমধ্যে এক কনষ্টেবল আলিয়া আমাদের নাম ধাম লিখিয়া লইয়৷ গেলেন । একটি নিরীহ সাধু আহারে বসিয়াছিলেন। র্তাহাকে ও খাতায় গিয়া নাম লিখাইঃ আসিতে বলিলেন। শুনিলাম गरुण गाथू ऋझहे ७३ निश्चम श्हेब्राप्छ । సె তখন বেলা পড়িয়া আদিতেছে। আমরা পাহাড়ের উপর হইতে স্বৰ্য্যাস্ত দেখিবার আশার তাড়াতাড়ি পশ্চিমে সোপান শ্রেণীর দিকে অগ্রসর হইতে লাগিলাম। আমাদের বামে সেই অত্যুচ্চ পৰ্ব্বতটি দাড়াইয়া আছে। নিবিড় বন ভtহার গাত্র সবুজ বর্ণে মরিং করিয়া রাখিয়াছে। এমন বৃক্ষলতাচ্ছন পৰ্ব্বত সেখানে আর অল্পই দেখিলাম । টেনিসনের Enoch Ardenas সেই লাইনটি মনে পড়িয়া গেল – “The mountain wooded to the peak, * *”
পাতা:ভারতী ১৩১৮.djvu/১০১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।