స o বাজাও সেতারাবীণ, ঝিনিকি ঝিনিকি ঝিন, ধীরে থমকি, দ্রুত চমকি, তারে তারে ধীরে ঝঙ্কারে অধীরা— রুমুঝুমু নাচি আমরা । বাজা ও শারঙ্গ, নীরতরঙ্গ, তালে তালে তালে, মঞ্ছল বোলে মন্দির . f রুমুঝুমু নাচি আমরা । সঙ্গীত গানে, ঐক্যবাদনে, বিধুবt – মহুচবণ, কমুকন ঝন-নুপুর গুঞ্জন মুখরা । ম্পর্শে হর্ষে শিহরে মেদিনী বিমানে বিহুরে-পুলকরাগিণী শ্লথ কম্পিত বিহবল বাদিনী— “ স্তব্ধ মুগ্ধ অপ্তাব ! 釣 মনোসাধে নাচি আমবা। if ( একবাব নৃত্য গীতের পর ) বেশ, ঠিক হয়েছে । কেবল বাজনারণীদের বসার ভঙ্গীট একটু বদলাতে হবে । ওগো— সেতারণি সেঁতারের দিকে মাথাটা আর একটু হেলিয়ে রাখ, – আর তুমি মৃদঙ্গিনি, একটুখানি আবে সরে বস দেখি-বীণা ও সেতাবার ঠিক পিছনে— বুঝলে ? & লাঙ্গাবা। আর্ট। আচ্ছা—অধিকাৰী মশায় - হোলত ? & ( চাস্ত করিতে করিতে তথাকরণ ) মন্দির- ওয়ালী –( উঠিয় দাড়াই ) আমার জাংগ ত মৃন্তঙ্গিনী দখল করলে— আমি তবে যাই কোথা 2 g তুমি শিক্ষ। মন্দিরা–তুমি শারঙ্গের কাছে, দাড়াও—বসলে হবে না " . t অত কাছে না, এই রকম একটু তফাতে, ভারতী । বৈশাখ, ১৩১৮ গাছের কাছে, একটু আড়ালে ; ঠিক হয়েছে, বাঃ যেন ছবির মত দেখাচ্ছে ! তাহারা । বাচা গেল, আর ত ভঙ্গী বদলাতে হবে না ? ( কাহারে ঘাড়টা বাকাইয়া, কাহাবে হাতটা হেলাইয়া, কাঠারো মুগ ঈষৎ তুলিয়, কাহাকে ও একটু পাশে সরাইয়া— পুন:পুন: সকলকে অবলোকন করিতে করিতে ) শি । না আর বদলান্তে হবে না,–এবর ঠিক হয়েছে,— চমৎকার । কিন্তু দেখে; সময় কালে ভুলে যেন গোলমাল কবে ব’স না । তাঙ্গার । তা করব না, তা করব না, এখন হয়েছে ত ? অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ত ? শি । বাঃ এখনি যে সেতারণীর ঘাড়ট সোজা হয়ে গেল । বীণার ছাতটা নীচু হয়ে পড়লে ! আঃ পাবি না আর তোদের সঙ্গে । ( সচকিতে ভঙ্গা ঠিক করিয়া লইয়। ) , উ ভয়ে । আর হবে না, আব হবে না - নিশ্চয় বলছি, প্রতিজ্ঞ । নৃত্যকারিণীগণ। আমাদের চাব ভাব কিছু বদল করতে হবে না ত অধিকাৰী ঠাকরুণ ? শি । না তোদের কাযদা ঠিক আছে, - এবার আরম্ভ কর। ( পুনরায় নৃত্যগীত বাদন । ) কিবা রজনী রজত মধুর। 9 গে৷ বঙ্গে বাজাও সঙ্গে, রুমুঝুমু নাচি আমরা । ইত্যাদি – গাল সমাপনে প্রথম। —সম্ভার গানঃ
পাতা:ভারতী ১৩১৮.djvu/১০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।