৩৫৭ বর্ষ, একাদশ সংখ্যা । পকেট হইতে নোটের তাড়া বাহির করিয়া নরেন্ত্ৰে হন্তে দিয়া বলিল “আপনাং নোট । গুনে নেন, হাজার টাকাই আছে”। নরেন্দ্র স্তম্ভিত ভাবে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল, বিশ্বেশ্বর ও নীরবে অন্ত দিকে চাহিয়া রহিল । ক্ষণেক পরে নরেন্দ্র বলিল যদি কিছু মনে না করেন, ত একটা কথা জিজ্ঞাসা করি ।”
- করুন" ।
“ আপনি এ নোট কোথায় পেলেন ?” “ধাকে দিয়েছিলেন তিনিই আমায় দিয়েছিলেন–তিনি আমার আত্মীয়স্বরূপ" । “তিনি ? আপনাকে দিয়েছেন ! মশা গুনেছি তিনি নাকি মারা গেছেন ?" "मा द्र पt 8ब्र! ठेि झ न प्र, उिनि श्राद्म९डT! tätछ्न ।"
- ই্য হ্যা সেই রকমই জ ঝ --ত সে আস্থঃ ত্যার কারণ কিছু জানেন ?"
- জানি বই কি ! এই যে আপনার হাতের নোটগুলি ! এই গুলিই তার মৃত্যুর কারণ । এই গুলি ঠাকে নিতে হয়েছিল বলেই মরে আপনার হাত এড়িয়েছেন ।”
"মশায় তবে অনেক কথ! জানেন দেখছি ; হবে আর * লুকোছপ। করছি না । কিন্তু মামার প্রতি আপনি অদ্যায় দোষারোপ কচ্চেন। তিনি নোট না নিলে কি আমার জোব চলত? অমিত-মামি ৩—জোর করিনি, স্বইচ্ছায়— "চুপ, কর চুপ কয় পাপিষ্ঠ ! বলতে তোৰ 'e’ কাপছেন ? কে পুনঃ পুনঃ তাকে প্রলোভত কণ্ডে যেস্ত ? তুমি না ভদ্রলোকের ছেলে ? অন্নপূর্ণাঙ্গ মন্দির । ঘুণ স্ত্রীলোক নিয়ে দিন কাটাও.-এ জন্মে " উদ্ধার হবার ‰ • 8ግ বলে কি মা বোন স্ত্রার মুখও দেখনি ? বোঝান ভদ্রকুলের স্ত্রী কি এ পৈশাচিক কাজে সন্মত হতে পারে ? ষে হয় সে বড় কষ্টেই হয়। সে মাভাইবোনদের রক্ষ করবার জন্যই পাপিষ্ঠ তোমার ও অর্থ গ্রহণ করেছিল, কিন্তু কুলটা হতে তার জন্ম নয়। সে স্বর্গে চলে গিয়েছে । এই লও তোমার সে অর্থ, যে অর্থে লোকে দুঃখীর দুঃখ মোচন করে, আর্তের প্রাণদান দেয়, সেই অর্থ তোমার হাতে পড়ে একটা সাধ্বী দুঃখিনী বালিকার প্রাণ অকালে নষ্ট করে গেল । তোমায় ধষ্ঠ, তোমার প্রবৃত্তিকে ধন্ত ! কিন্তু মনে জেনে রেপ’ কু প্রবৃত্তির বশে একট নারী হত্যার পাপে পাপী হয়েছ ! এ জীবনে আর কথন ও শাস্তি পাবে না। চিরদিন তার নষ্ট আত্মা তোমার পেছনে ফিবে। তোমায় । অধঃপতিত করে নরকের পথে নিয়ে যাবে! তুমি মানুষ খুণ করেছ তোমার পেছনে স্নাত্মহত্যার প্রেতাত্মা ঘুর্ছে।” নরেন্দ্র স্তম্ভিত নিশ্চল হইয়া বসিয়া রছিল। সৰ্ব্বাঙ্গে তাহার ঘর্ঘ ছুটিতেছিল। ভীরু পাপী সভয়ে চারিদিকে চাহিয়া ভীত কণ্ঠে বলিল “ আমার এমন দোষ কি পেলেন ? আমায় কি করতে বলেন ? এ কাও হবে আমি ত’ আগে জানিনি। জানলে কি এমন করি ?” so “ভদ্রলোকের ছেলে হয়ে যদি ভদ্রলোকের মেয়ের স্বভাব না বোঝ তবেত তুমি পশু । ঘে মা ভাইকে মুক্ত করবার জন্ত নিজের প্রাণ এমন ভাবে নষ্ট কলে, মনে কর দেখি পে ক ত উচ্চ প্ৰাণ! নরেন্দ্র ! তোমার কি আশা আছে ?