৯e ৬৬ সামরিক নৌ-বিদ্যা শিক্ষার জন্ত অনেক স্কুল কলেজ রহিয়াছে ; তন্মধ্যে নিম্নলিখিত তিনটি প্রধান। (১) ১৮৮৮ খৃষ্টাব্দে তোকিও দ্যাভাল ষ্টাফ কলেজ স্থাপিত হয়। এই কলেজে উপযুক্ত এবং দক্ষ অফিসার যুবকদিগকে এবং ইঞ্জিনিয়ারদিগকে শিক্ষা দেওয়া হয়। (২) হিরোশিমার অন্তর্গত এদাজি নামক স্থানের দ্যাভাল একাডেমিও বিখ্যাত । এখানে ভাবী নৌবিভাগীয় কৰ্ম্মপ্রার্থী যুবকগণ চারি বৎসর কাল অধ্যয়ন করিয়া থাকে। (৩) দি দ্যাভাল ইঞ্জিনিয়ারিং স্কুল ; এখানে চারি বৎসরকাল নেী বিভাগীয় ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া হয় । এতদ্ব্যতীত দ্যাভাল সার্জারি স্কুল, পে মাষ্টার ট্রেনিং স্কুল, ইঞ্জিনিয়ারিং প্রাকটিস ট্রেনিং স্কুল, গানারি ট্রেনিং স্কুল, টপেতে প্রাকটিস্ টেনিং স্কুল প্রভৃতিতে নেীবিভাগীয় বিশেষ বিশেষ বিষয়ের শিক্ষা দেওয়া হয় । ইয়োকুছুকা, কুরে, ছাছেবো, মাইজুরু, পোর্ট আর্থার, তাকেশিকি, মেকং এবং ওমিমাতে এই আটটি দ্যাভাল ষ্টেশন বিখ্যাত । যুদ্ধ জাহাজের স্তায় বাণিজ্য জtহাজের ও অতি দ্রুত প্রসারণ দেখিতে পাওয়া যায়। ১৮৭৭ খ্ৰীষ্টাব্দে মিৎসুবিশি মেল ষ্টিমশিপ কোম্পানি খোলা হয়। ১৮৮২ খ্ৰীষ্টাব্দে ইউনিয়ম শিপিং কোম্পানী এবং ১৮৮৪ খ্ৰীষ্টাব্যে ওসাকা মার্চণ্ট ষ্টিমশিপ কোম্পানী খোলা প্রথমোক্ত দুই কোম্পানীর মধ্যে ঘোরতর প্রতিযোগিতা চলিতে থাকে, অবশেষে ১৮৮৫ খ্ৰীষ্টাব্দে উভয় কোম্পানী মিলিত হওয়ার নিপ্পন ইউছেন কাইসা নামক • ভারতী । ফাল্গুন, والاولا অতি বিশাল কোম্পানী গঠিত হয়। উছাই বর্তমান জাপান মেল ষ্টির্মশিপ কোপুনী। ১৮৯৬ খ্ৰীষ্টাব্দে বড় বড় জাহাজ নিৰ্ম্মাণেঃ এবং নেভিগেশনের প্রসারণ জন্ত সাধারণবে উৎসাহিত করিতে জাপান গবর্ণমেণ্ট কতক, গুলি আইন প্রণয়ন করেন এবং সেই আইন অমুসারে গবর্ণমেণ্ট কোম্পানীসমূহকে অথ দ্বার সাহায্য করিতে আরম্ভ করেন । দেখিতে দেখিতে এখন কত ষ্টিমশিপ কোম্পানী, কত ডক, আর কত সারি সারি জাহাজ জাপানিদের কৃতিত্ব শুধু জাপানে নহে সমগ্ৰ ভূখণ্ডে কীৰ্ত্তন করিতেছে। ১৯০৬ খ্ৰীষ্টাব্দে এপ্রিল भाcन ०8२४ ५fन ठिभाइ, ७१८ २ ५tन সেলিং ভেসেল রেজেষ্টারী করা হইয়াছিল। জাঙ্কের সংথ্যা নির্ণয় করা দুরুহ । ১৮৯৬ খ্ৰীষ্টাব্দে গবর্ণমেণ্টের উৎসাহ পূর্ণ আইনে ভিন্ন ভিন্ন ডকে ডাক, আরোহী এবং ব্যবসাবাণিজ্যের জন্ত বড় বড় জাহাজ প্রস্তুত হইতে থাকে । জাপানে ১৯০৪ খ্রীষ্টাব্দে ২০৫টি শিপ ইয়ার্ড ছিল এবং ঐ বৎসর দেশে ২০০ খান ষ্টিমার প্রস্তুত হয় এবং বিদেশ হইতে ৭২ থানা ক্রীত হয় । ১৯০৫ খ্ৰীষ্টাব্দে জাপানিগণ যুদ্ধে ব্যতিব্যস্ত থাকায় ঐ বৎসর দেশে মাত্র २००थान चाशछ ७#s इव *এবং বিদেশ হইতে ৯৫ ধান ক্রয় করা হয়। জাহাজ প্রস্তুতের ডকের সংখ্যা কিঞ্চিদধিক একশত । নগাসাকি সহ্রস্থ মিংছুবিশির" তিনটি, কোরে সহরস্থ কাওয়াছাকিয় তিনটি এবং ইয়োকেfহামার দুইটি ডকই বিশেষ উল্লেখযোগ্য। ওসাকা আহরণ ওয়ার্কসের ডকে ইদানী" ठाएनक छाङ्छ 2द्धङ इई८ङ८छ् । প্রায় ২৫ • থান জাপানী জাহাজ রেগুলf"
পাতা:ভারতী ১৩১৮.djvu/১১১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।