3 *Ե Ե, হে ধৰ্ম্মরাজ, নিজের যতটুকু সাধ্য তাহার দ্বারা সৰ্ব্বমানবের ধৰ্ম্মকে উজ্জল করিতে হইবে, বন্ধনকে মোচন করিতে হইবে, সংশয়কে দূর করিতে হইবে, মানবের অন্তরাত্মার। অন্তগূঢ় এই চিরসঙ্কল্পটিকে তুমি বীৰ্য্যের দ্বার প্রবল কর, পুণ্যের দ্বারা নিৰ্ম্মল কর, তাহার চারিদিক হইতে সমস্ত ভয়সঙ্কোচের জাল ছিন্ন করিয়া দাও, ভtহার সম্মুখ হইতে সমস্ত স্বার্থের বিঘ্ন ভগ্ন করিয়া দাও । এ যুগ, সমস্ত মামুষে মানুষে কী ধ कॅi८५ भिजाहेब्र श्ttउ शं८ङ ५द्रिघ्नl, यांज করিবার যুগ। তোমার হুকুম আসিয়াছে চলিতে হইবে। আর একটুও বিলম্ব না ! অনেক দিন মানুষের ধৰ্ম্মবোধ নানা বন্ধনে বদ্ধ হইয়া নিশ্চল হইয়া পড়িয়াছিল । সেই ঘোর নিশ্চলভার রাত্রি আজ প্রভাত হষ্টয়াছে । তাই আজ দশদিকে তোমার আহবানভেী বাজিয়া উঠিল। অনেক দিন বাতাস এমনি স্তন্ধ হইয়া ছিল যে মনে হইয়াছিল সমস্ত আকাশ যেন মুস্থিত ; গাছের পাতাটি পর্য্যস্ত নড়ে নাই, ঘাসের আগাটি পর্য্যস্ত কঁপে নাই ;–আজ ঝড় আসিয়া পড়িল ; মাজ শুষ্ক পাতা উড়িবে, আজ সঞ্চিত ধুলি দুর হইয়া যাইবে । আজ অনেকদিনের অনেক প্রিয়বন্ধনপাশ ছিন্ন হইবে সেজন্ত মন কুষ্ঠিত না হউকৃ। ঘরের, সমাজের, দেশের যে সমস্ত বেড়-আড়ালগুলাকেই মুক্তির মেয়ে বেশি আপন বলিয়া তাহাদিগকে লইয়। অহঙ্কার করিয়া আসিয়াছি সে সমস্তকে दtड़ब्र भूtथङ्ग ९फ़् कूप्लेब्रि मड श्रृंछ दिनॐन रिउ हद्देश्त cनछछ मन ७यञ्चङ हप्लक ! সত্যের ছদ্মবেশপর প্রবল অসত্যের সঙ্গে, एछांब्रडौ । g ফাঙ্কন, ১৩১৮ ধর্মের উপাধিধারী প্রাচীন জমজলের সঙ্গে, অfজ লড়াই করিতে হইবে সেজন্ত মনের সমস্ত ধক্তি ' পূর্ণবেগে জাগ্রত হউক আজ বেদনার দিন আসিল, কেননা, আজ চেতনার দিন,—সেজন্ত আজ কাপুরুষের মত নিরাননা হইলে চলিবে না ; আজ ত্যাগের দিন আসিল কেননা আজ চলিবার দিন, আঞ্জ কেবলি পিছনের দিকে তাকাইয়া বসিয়া থাকিলে দিন লহিয়া যাইবে—আজি কৃপণের মত রুদ্ধ সঞ্চয়ের উপর বুক দিয়া পড়িয়া থাকিলে ঐশ্বৰ্য্যের অধিকার হারাইতে থাকিব। ভীরু, আজ লোকভয়কেই ধৰ্ম্মভয়ের স্থানে যদি বরণ কর তবে এমন মহাদিন ব্যর্থ হইবে ;– আজ নিন্দাকেই ভূষণ, আজ অপ্রিয়কেই প্রিয় করিয়া তুলিতে হইবে ! আজ অনেক থসিবে, ঝরিবে, ভাঙিবে, ক্ষয় চষ্টয়া যাইবে ;– নিশ্চয় মনে করিয়াছিলাম যেদিকে পদ, সেদিকে হঠাৎ আলোক প্রকাশ চইলে ; নিশ্চয় মনে করিয়াছিলাম যেদিকে প্রাচীর, সেদিকে হঠাৎ পণ বাহির হইয়া পড়িবে। হে যুগান্তবিধাতা, আজ তোমার প্ৰলয়লীলায় ক্ষণে ক্ষণে দিগন্তপট বিদীর্ণ করিয়া কতষ্ট, অভাবনীয় প্রকাশ হষ্টতে থাকিবে, বীৰ্য্যবান আনন্দের সহিত আমরা তাহার প্রতীক্ষা করিল ;–মানুষের চিত্তসাগরের অভলম্পর্শ রহস্ত আজ উন্মথিত হইয়া জ্ঞানে কৰ্ম্মে ত্যাগে ধৰ্ম্মে কত স্থত অত্যাশ্চর্য্য অজেয় শক্তি প্রকাশমান হইয়া উঠিবে टाइt८क छब्ब५ब्धक्ष्दनिब्र नtत्र बडjर्षनां कब्रिब्र गहेबांब छछ श्रांभांtप्रब्र गझछ बाब्रवाडांब्रन অসঙ্কোচে উদলটিভ করিঃ দিব। হে অনস্ত भूद्धि, श्राबाएमब्र हिमाब ८ठांभांब्र हिगाव नc*,
পাতা:ভারতী ১৩১৮.djvu/১১৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।