So 8 নাই, তাহার অন্তরে বাহিরে দীপ্তি মধুরত শত ধারায় আজি উচ্ছসিত। এই আনন্দ পূর্ণিমায় শুভক্ষণে শুভলগ্নে বর সভায় আসিব বসিল ৷ এও মুকুমার—কেবল সে দুভাগ্য মুকুমার নহে। হায়! ক্ষণ কাহারও জন্ত অপেক্ষা করে না-যে তাছাকে ধরিতে পারে . সেই সৌভাগ্যবান, যে পারে না--সে হতভাগা সকলেরই অবজ্ঞাভাজন, তাহার দুঃখ অধিকক্ষণ কাহারও মনে স্থান • পায় না ! পরিবর্ত মুকুমার যখন বর বেশে ভট্টাচাৰ্য্য মহাশয়ের গৃহে প্রবেশ করিল, তখন সমানই আনন্দে হলুধ্বনি উখিত হইল, শূঙ্খ বাজিয়া উঠিল, পুরবালাগণ সমানই আনন্দপূর্ণ হৃদয়ে জামাইকে সমাদর করিয়া লইলেন। ,জামাতাঁবুরণ,স্ত্রী আচার, অঙ্গুরিবিনিময়, মাল্য রদল-শুভদৃষ্টি, সকলের মধ্যেই আনন্দ । ভারতী । برادو د , sij: প্রবাহ বহিতে লাগিল, প্রশান্ত লঘুচিত্ত হইয়া প্রফুল্ল ভাবে ভটচায মহাশয় কস্তাসম্প্রদান করিলেন। বিবাহ মন্ত্র শেষ হইয়া গেলে বরকল্প অন্তঃপুরে যাইবেন বলিয়া যখন উঠিয়া দাড়াই, য়াছেন সেই সময় সভাতলে একটা অস্ফুট কানাকানি পড়িয়া গেল। “একি ? এই যে মুকুমার! এখন—এত বিলম্বে ?” মুকুমার মলিন বিবর্ণ মুখে ছায়াখানির স্তায় স্তম্ভিত দাড়াইয়া বর কস্তার প্রতি দৃষ্টিপাত করিল ;–র্তাহারা গ্রন্থিবন্ধনে এক হইয়াধীরে ধীরে চলিয়া গেলেন,— সুকুমারের সেই স্বপ্ন মনে জাগিয়া উঠিল। সে দীর্ঘ নিশ্বাস ফেলিয়া অফুট স্বরে কহিল : —“স্বপ্ন না সত্য ? সত্যই কি আমার চাবি হারাইয়া গেল !” সমাপ্ত । কোম্পানীর দেওয়ানী মুতক্ষরীণকার বলিয়া গিয়াছেন যে একটা গর্দভ বিক্রয়ে যে সময় অতিবাহিত হয়, তদপেক্ষ অল্প সময়েও কোম্পানী বঙ্গ বিহার উড়িষ্যার দেওয়ানী লাভে সক্ষম হইয়াছিলেন। সত্যই ভাগ্যলক্ষী অগ্রগন্না হইলে এইরূপই ঘটিয়া থাকে। প্রবল প্রতাপাম্বিত সাহানসা দিল্লীর বাদসাহগণের উত্তরাধিকারী— হতভাগ্য স আলম আজি গৃহশত্রুর অত্যাচারে জর্জরিত হইয়া মুষ্টিমেয় ইংরাজ বণিকের ভূত্ত্য লর্ড ক্লাইবের শরণাপন্ন হইতে বাধ্য হইলেন। সেই জন্তই ১৭৬৫ সনের ১২ই আগষ্ট তারিখে । ক্লাইবের ছাউনিতে ইংkাজ সৈন্তগণের আহাৰ্য্যগ্রহণের টেবিলের উপরে সিংহাসনের পরিবর্তে আরাম কেদার স্থাপন করিয়া দিল্লীর Nাদসাহ নামধারী সা আলম বা পৃথিবী পতি ইংরাজ কোম্পানীকে দেওয়ানী সনন্দ দিয়া নিজেকে নিরাপদ ও কৃতাৰ্থ বিবেচন। করিলেন । জীবন সংগ্রামে যে যোগ্যতমের জয় এই ঘটনা তাহারই অন্যতম প্রমাণ । কাংস্ত পাত্রের সহিত মৃৎপাত্রের সংঘর্ষণ হইলে মৃৎপাত্রেরই চূর্ণ হইবার কথা। তাই ভারতের ভাবীরাজ ইংরাজের সহিৎ স আলমের সংঘর্ষণে যোগ্যতমেরই জয় হইল । দিল্লীর বাদসাহের অবস্থা তখন একান্ত, শোচনীয় । গৃহবিবাদ, সিংহাসনের জন্ত অনবরত যুদ্ধ, সীমান্তপ্রদেশ অধিকার
পাতা:ভারতী ১৩১৮.djvu/১২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।