৩৫শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । क्लाउ ३७ब्र, 4द९ নাদির, সাছ আহম্মদ সাহ মহারাষ্ট্র আক্রমণে সাম্রাজ্য বিকম্পিত হইয়া উঠিয়াছিল। আমরা যে সময়ের কথা, বলিতেছি সে সময়ে দ্বিতীয় আলমগীর তাহার মন্ত্রী বা উজীর গাজী উদ্দীন খার ক্রীড়া পুত্তলিকা মাত্র। বাদসাহের জ্যেষ্ঠ পুত্র আলি গোহর ( যিনি ভবিষ্যতে সা আলম নামে খ্যাত হইয়াছিলেন ) উজারের কবল, ইষ্টতে কোন প্রকারে নিষ্ক্রান্ত হইয়া বুন্দেল খনে পলায়ন করিয়া সৈন্য সংগ্ৰহ করিতে লাগিলেন। মোগল প্রতাপ শূন্ত হইলেও মোগল নামে তখন কিছু মাহাত্ম্য ছিল । বিশেষতঃ সাজাদ। বঙ্গাধিকার করিলে সাহায্যকারীগণ যে পর্য্যাপ্ত পরিমাণে পরিশ্রমের মূল্য অদtয় করিতে পরিবেন সে বিষয়ে কোন সন্দেহই ছিল না । এই কারণে আলাহাবাদের নবাব মহম্মদ কুলী খাঁ, কাশীরাজ বলবন্ত সিংহ, বিহারের জমিদার সুন্দর সিংহ এবং পালোয়ান সিংহ ও ত্রিহুতের নবাব কামগার র্থ প্রভৃতি সকলেই স্বার্থ প্রণোদিত হইয়া সাজাদার পক্ষাবলম্বন কবিলেন । অযোধ্যার Aள் . সুজাউদ্দৌলাও এই অভিযানে যোগদান কবিলেন। পিতা কর্তৃক বিস্থার উড়িষ্যার শাসনকর্তা পদে নিযুক্ত হইয়াছেন এই সংবাদ ধোনণা করিয়া আলিগেtহার শীঘ্রই আটহাজার গৈষ্ঠ সংগ্রহ পূর্বক ১৭৫৯ সনের প্রারম্ভেই কাশীধাম পৌছিলেন। , সাজাদার আগমন সংবাদে মুর্শিদাবাদ দরবার অত্যন্ত ব্যতিব্যস্ত হইয়া পড়িল । দ্বিতীয় আলমগীর নামে মাত্র বাদলাহ হইলেও ७िनेि cष उँtरुॉब्र পুত্রকুে বঙ্গবিহার উড়িষ্যার শাসন কর্তার পদে নিযুক্ত করিতে কোম্পানীর দেওয়ানী । > ed পারেন তদ্বিধয়ে কাহারও কোন সন্দেহের কারণ ছিল না। কিন্তু তাছা হইলে মিরজাফর কি করিবেন ? বাঙ্গালার মসনদে থাকিতে, হইলে ভারত সামাজ্যের ভাবী উত্তরাধিকারীর সহিত যুদ্ধ নতুবা বাঙ্গলার মসনদ পরিত্যাগ করিয়া তাহাকে মসনদে বসাইয় কুর্ণিশ করিয়া নজর দিতে হয় । যুদ্ধের জন্ত মিরজাফর আদেী প্রস্তুত ছিলেন না। পাটনার নবাব রাজা রামনারায়ণ কোন পক্ষে যোগদান করিবেন তাহার কিছুই নিশ্চয়তা ছিল না। কোষাগার অর্থশূন্ত বলিলেও অত্যুক্তি হয় না। সৈন্তগণ রীতুিমত বেতন না পাইয়া'ক্ৰোধান্ধ হইয়া ক্লাইবের আদেশ না পাইলে কুচ করিবে ন। এইরূপ স্থির করিয়াছিল। এই অবস্থায় মিরজাফর সাজাদাকে নগদ কয়েক লক্ষ মুদ্র দিয়া বিদায় করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। মিরজাফরের দুর্ভাগ্যবশতঃ শেটভ্রাতৃদ্বয় এই সময় পরেশনাথ দর্শনে যাত্রা করিয়াছিলেন। পাছে তুংহার সাহাজাদার সহিত যোগদান করেন এই আশঙ্কায় নবাব কিংকৰ্ত্তব্য বিমুঢ় হইয়া মহারাট্রাগণের সাহায্য গ্রহণ, সাহাজাদাকে অর্থদানে পরিতুষ্ট ও অবশেষে ইংরাজের আশ্রয় গ্রহণ করিবেন ইহাই স্থির করিলেন । অর্থদানে সাজাদাকে পরিতুষ্ট কর হইবে এই সংবাদ পাইয়া ক্লাইব নুধাবকে নিষেধ করিয়া পাঠাইলেন যে, কোন প্রকারেই যেন তিনি তাহ না করেন। নবাব যদি একবার এই পথাবলম্বন করেন, তবে স্বজ উদ্দৌলা, মহারাট্রার এবং অন্তান্ত অনেকেই এই প্রকার সহজ লভ্য রজতখণ্ডের লোভে ইচ্ছানুসারে এবং স্ব স্ব সুবিধানুযায়ী মিজাফরের রাজ্য আক্রমণ করিবে। আর
পাতা:ভারতী ১৩১৮.djvu/১২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।