পাতা:ভারতী ১৩১৮.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'; cy সৈন্য মধ্যে মনোমালিন্ত ও বিবাদ ঘটিয়া উঠিয়াছিল। মহম্মমকুলি ধার অনুপস্থিতিতে সুজাউদ্দৌলা, এলাহাবাদ অধিকার করিয়াছিলেন এবং মহম্মদ কুলী খাঁ এই সংবাদে আলাহাবাদ পুনরধিকারের জন্ত এখানে প্রত্যাগমনার্থ উৎসুক ছিলেন। কেহই সাজাদার পক্ষ অবলম্বন করিলেন না। কামগার খী ও পালোয়ান সিং স্বস্ব জমিদারীতে প্রস্থান করিলেন ; মহম্মদ কুলি খাঁ এলাহাবাদ অধিকারে বিফল মনোরথ হইয়া বন্দী হইয়া অবশেষে প্রাণ হারাইলেন । সাজাদা এরূপ ক্ষেত্রে কিং কৰ্ত্তব্য বিমূঢ় হইয়া বিনীত তাবে ক্লাইবের নিকট অর্থ সাহায্য প্রার্থনা করিলেন। , আমর ইতিপূৰ্ব্বেই উল্লেখ করিয়াছি যে , দ্বিতীয় আলুমগীর ‘অবাধ্য পুত্রকে বন্দী করিবার জন্ত মিরজাফরের নিকট পত্র প্রেবণ করিয়াছিলেন । ক্লাইব ইচ্ছা করিলেই এইক্ষণে আলি গোহারকে বন্দী করিতে পারিতেন কিন্তু তিনি উহা সমীচীন বোধ করিলেন না । সত্য বটে, দিল্লীর বাদসাহের প্রতাপ বলিতে কিছুই নাই কিন্তু তত্ৰাপি মোগল নামের মহিমা তখনও বিলুপ্ত হয় নাই। সেই জন্ত ক্লাইব কয়েক সহস্র মুদ্র সাজাদাকে প্রেরণ করিলেন। সাজাদাও ছত্রপুর অভিমুখে প্রস্থান করিলেন । এই প্রকারে সাজদার প্রথম অভিযান ব্যাপার শেষ হইল । , সম্পূর্ণরূপে বিফল মনোরথ হইলেও সাজাদার পক্ষে নিশ্চেষ্ট হইয়া থাকা সম্ভব ছিল না। পরামর্শদাতারও অভাব ছিল না । কামগার র্থ সাজাদাকে অমবরতই "উৎসাহ দিতেছিলেন। এই সময় সাজাদা অপ্রত্যাশিত ভারত। । ইত্যাদি কারণে জ্যৈষ্ঠ, ১৩১৮ সাহায্যও প্রাপ্ত হইলেন। ছোট নবাব মীরণ কয়েকজন আফগান সেনাপতিকে পদচুত করিয়াছিলেন । ইহাদের মধ্যে আসালৎ খt ও দিলীর র্থ প্রতিহিংস সাধন মানসে সাজাদার সহিত যোগদান করিলেন। সৈন্ত সামন্ত সংগ্ৰহ করিয়া সাজাদা কৰ্ম্মনাশ পার হইলেন এবং এই সময়ে অন্ত আর এক ঘটনায় তাহার অভিযানের পথ অীর ও প্রশস্ত হইয়া গেল । আমরা প্রসঙ্গ ক্রমে দিল্লির তৎকালীন অবস্থার অtভাস দিয়াছি । দ্বিতীয় আলমগীর তাহার উজীরের হস্তে বন্দী ও ক্রীড়াপুত্তলি হইয়া কালাতিপাত করিতে ছিলেন। উজীর অযোধ্যার নবাবকে ও রোহিলাগণকে শাসন করিবার জন্ত মহারাষ্ট্রসাহায্য গ্রহণ করিয়tছলেন কিন্তু উজারের अङिलाब शूर्ण झग्न नाझे । भशबाड़ेऽ१ পরাজিত হইয়া পলায়ন করিতে বাধ্য হইয়tছিল। ইতিমধ্যে দিল্লিতে সংবাদ পৌছিল যে দুরন্ত আবদালী পুনরায় ভারত আক্রমণের উদ্যোগ করিতেছেন । এই সকল ঘটনায় ও সংবাদে নৃশংস উজীর হতভাগ্য আলমগীরকে হত্যা করিয়া তাহার যন্ত্রণার শেষ করিয়া দিল । কৰ্ম্মনাশা নদীতীরে সাজদার নিকট এই সংবাদ পৌছিল । ংবাদ পৌছিবামাত্র সাজাদার পাত্রমিত্রগণ তাহাকে দিল্লির বাদসহ বলিয়া অভিবাদন করিল। আলি গোছার স আলম বা পৃথিবীপতি নাম ধারণ করিয়া অযোধ্যার • নবাব সুজাউদ্দৌলাকে উদীরত্ব প্রধান করি লেন। সুজাউদ্দৌলা সসম্মানে এই অভিনব পদবী গ্রহণ করিয়া নবীন সমাটের নামে মুদ্র