Զ ծՀ লাগিলেন ; এবং তৎপর দিন যখন বাদসাহী সৈন্ত দ্বিপ্রহরে বিনিদ্রার আরাম উপভোগ করিতেছিল তখন কামগার খাকে আক্রমণ করিলেন। কামগার খ৷ এই আকস্মিক বিপদের জন্ত " প্রস্তুত ছিলেন না। করিলেন। মুদক্ষ নক্স কামগার খার পতাকা কামান ও সঞ্চিত খাদ্যদ্রব্যাদি সহজেই অধিকার করিয়া নগর প্রত্যাগমন করিলেন । এ প্রকার শত্রুর সন্নিকটে থাকা সমীচীন নয় বুঝিয়া কামগার খাঁ পাটন হইতে দূরে যাইয়া শিবির সন্নিবেশ করিলেন এবং সা. আলমওঁ পাটনা অবরোধের আশা পরিত্যাগ করিয়া গল্প মেীনপুরে পশ্চাদগমন করিলেন । , ইতি भक्षा পূর্ণিার শাসনকৰ্ত্ত খাদেম ছোসেন বাদসাহের সহিত যোগদান মানসে অগ্রসর হইতেছিলেন। নক্স এই সংবাদ অবগত হইয়া খাদেম হোসেনকে আক্রমণ করিবেন স্থির করিলেন। রামনাৰায়ণ এ ংবাদে আশ্চৰ্য্যান্বিত হইলেন কিন্তু শ্বেতাভ রায় নক্সের সহিত যোগদান করাতে র্তাহার রাত্রি যোগে খাদেম হোসেনের বিরুদ্ধে যুাত্র করিলেন। পথভ্রষ্ট হইলেও নকু ও শ্বেতাভ স্নায় সামান্ত অষ্টাশত পদাতিক, তিন শত অশ্বtরোহী ও ৫টা কামান সহ দশ সহস্র পদাতিক ছয় সহস্ৰ অশ্বারোহী এবং ৩•ট কামানের অধিকারী খাদেম হোসেনকে আক্রমণ করিতে নিরন্ত হইলেন না। হোসেনী ষ্ঠৈ এই মুষ্টি মেয় সৈন্তগণকে ঘিরিয়া ফেলিল fকন্তু ছয় . ঘণ্টার যুদ্ধেও তাছাদের কিছু ক্ষতি করিতে পারিল না। অবশেষে যুদ্ধক্ষেত্রে ৪০• শত उtझलैौ । তিনি অতি কষ্টে পলায়ন। .কনিলেন। পদচু্যওঁ হইলেন ও মীরকাসেম বাংলর জ্যৈষ্ঠ, ১৩১৮ মৃতপৈঙ্গ, ৩টা হস্তী এবং ৮টা কামান পরিত্যাগ করিয়া পলায়ন করিলেন। ইংরাজ পক্ষে ১৬ জন গোর সৈন্ত ও ঐ সংখ্যক সিপাহী প্রাণত্যাগ করিয়াছিল। ঐতিহাসিকগণ এক বাক্যে স্বীকার করিয়াছেন যে ইংরাজ পক্ষীয় সিপাহীগণ অমিত বিক্রমে যুদ্ধ করিয়া ছিল। এই যুদ্ধে ইংরাজ যথেষ্ট খ্যাতি অর্জন করিয়াছিলেন এবং তাছারা যে অপরাজেয় তাহারই প্রমাণ দিয়াছিলেন । নক্স খাদেম হোসেনের পশ্চাদ্ধাবন করিতে লাগিলেন। ইতি মধ্যে কালিয়দ ও মীরণ আসিয়া পোছিলেন। মীরণের তৎপরতার অভাবে ইংরাজ খাদেম হোসেন বা তাহার অপয্যাপ্ত ধনরাশি আটক করিতে পারিলেন না। যাহা হউক ২রা জুলাই মীরণ বজ্রাঘাতে প্রাণ হারাইলেন। কয়েক দিন এ সংবাদ গোপন করিয়া রাখা হইল কিন্তু এরূপ অবস্থায় শক্রর পশ্চাদ্ধাবন সমীচীন নহে বলিয়। মেজর কালিয়দ সসৈন্তে পাটনা প্রত্যাগমন কিছুদিন পরেই মীরজাফর মসনদে আসীন হইলেন। সী আলম ইতি মধ্যে বিহারে নিজ আধিপত্য বিস্তার করিতেছিলেন । দাউদনগর ও গয়ায় সৈন্তনিবাস স্থাপনা করিয়া রাজস্ব সংগ্ৰহ পুৰ্ব্বক তিনি নিজ বলবৃদ্ধি করিতেছিলেন । কামগার খাঁ, রাজ্য'ভূনিয়াদ সিং এবং অন্তান্ত কয়েক জন জমিদার তাহার সহিত যোগদান করিয়াছিলেন । ১৭৬১ সনের ১৫ই জানুয়ারী তারিকে নবাবী সৈন্ত ইংরাজ সৈন্তের. সহিত মিলিত হইয়া মহানী নদীর শাখা বানোর নদীর তীরস্থ স্থান গ্রামে পৌছিল। নদীর অপর
পাতা:ভারতী ১৩১৮.djvu/১৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।