পাতা:ভারতী ১৩১৮.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫৭ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । পারে বাদশাহী সৈন্য যুদ্ধার্থ প্রস্তুত ছিল। ইংরাজ ও নবাবী সৈন্যের অধ্যক্ষ মেজর কাৰ্ণাক বাদলাহী সৈন্য আক্রমণ করিলে, কিছুক্ষণ যুদ্ধের পর বাদশাহের হস্তী আহত হইয়া পলায়ন করিতে লাগিল । মাছতও এই সময়ে হত হয় ; সুতরাং হস্তীকে দমন কবিবার কোনই উপায় রহিল না। দলপতির এই দশায় বাদসাহী সৈন্ত ভীত হইয়. পলায়নপর হইল। কেবলমাত্র মেজর ল ও তাহার অধীনস্থ ১৩১৪ জন, সেনানী এবং পঞ্চাশ জন সিপাহী যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করি লেন না । ইহার প্রাণ পৰ্য্যস্ত পণ করিয়া যুদ্ধ করিবেন স্থির করিলেন । মেজর কাণাক, কাপ্তেন নক্স ও অপরাপর ইংরাজ কৰ্ম্মচারী তাইদের সাহসে মুগ্ধ ইহয় তাহাদিগকে আত্ম সমর্পণ করিতে অনুরোধ করিলেন। ল প্রত্যুত্তরে জানাইলেন যে প্রাণ থাকিতে র্তাহারা তরবারী পরিত্যাগ করিবেন না । মেজর কার্ণাক এই সকল বীরপুরুষের জীবন রক্ষণে ಟ್ಗ# হইয়া সশস্ত্র অবস্থায় ইহাদিগকে বন্দী . করিয়া সসন্ত্রমে ছাউনিতে আনয়নপুৰ্ব্বক বন্ধু ভাবে তাহদের পরিচর্য্যা করিলেন। বাদশাহ এই যুদ্ধে পরাজিত হইয়া পুনরায় পাটনাভিমুখে যাত্রার উদ্যোগ করিতে লাগিগেন। স্থানের যুদ্ধের পর কার্ণীক খেতাভ সীমকে বাদসাহের শিবিরে সন্ধির জন্ত প্রেরণ করিয়াছিলেন কিন্তু কামগার খার চক্রান্তে ধেতাভ রায় কৃতকাৰ্য হইতে পারেন নাই। তোত রায় প্রস্থানের স্মর সাআলমকে পরিষ্কারই বলিয়া আসিলেন যে ব"সাহের কোম্পানীর দেওয়ানী। రీ পক্ষে এইক্ষণ সন্ধিকরই সমীচীন ছিল ; পরে এরূপ সুবিধা মত সর্ব তিনি পাইবেন না । ২৯ শে জানুয়ারী সম্রাট নিজ বক্সী" ফয়জুল্লা খাকে মেজারের নিকট সন্ধির জন্ত প্রেরণ করিলেন। কুচক্রী কামগার খাকে পদচ্যুত না করিলে মেজর কিছুই করিতে পারবেন না এইরূপ বলিয়া পাঠাইলে সম্রাট ইতস্ততঃ করিতে লাগিলেন। ইংরাজ সৈন্ত ইতি মধ্যে অগ্রসর হইতে লাগিল এবং সম্রাটের নিষেধ সত্ত্বেও তাহারা বাদশাহী সৈন্তকে আক্রমণ করিলে বাধসাহী সৈন্ত, পলায়ন করিল । • গত্যন্তর না দেখিয়া সম্মালম কুমিগার থাকে পদচ্যুত করিয় ৬ই ফেব্রুয়ারা কাণাকের সহিত সাক্ষাৎ করিলেনু এই তিনি ইংরাজ শিবিরে আসিয়া অভ্যর্থত হয় যথেষ্ট প্রীতিলাভ করিলেন এবং নিরাপদ হইবার জন্ত ইংরাজ শিবিরের নিকট ছাউনি ফেলিলেন। কলিকতা হইতে সংবাদ যতদিন না পৌছে ততদিন প্রবলপ্রতাপান্বিত মোগল সম্রাটের বংশধর পৃথিবীপতি বলিয়া আখ্যাত বাদসাহ দৈনিক এক সহস্ৰ করিয়া মুদ্রা পাইবেন স্থিরীকৃত হইল। এই প্রকার বন্দোবস্ত করিয়া কাণাক ও বায়াছ ১৪ই ফেব্রুয়ারী পাটনায় পৌছিলেন। o পাটনায় পৌছিবার পর বাদশাহ তাহার নামে মুদ্র ও খোৎবা প্রচারের জন্য অনুরোধ করিলেন এবং বিনীতভাবে দৈনিক কিছু বেশী করিয়া টাক্ষা প্রার্থনা করিলেন । কাৰ্ণাক কলিকাতা হইতে না জানিয়া সম্রাটের সকল প্রশ্নের উত্তর দিতে পরিবেন না বলিলেন ; কিন্তু সম্রাটের কাতর নিবেদনে দৈনিক