পাতা:ভারতী ১৩১৮.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫৯ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । হইতে পারে। স্থলতঃ তাড়িংকোষ তিনটি উপাদানে গঠিত হয়। একটি কাচপাত্রে fog off ato (Sulphuric acid dilute ) জলের সহিত মিশ্রিত করিয়া রাখা • হয় এবং একটি দস্তীর পাত ও একটা তাম্রের পাত ঐ দ্রাবকে পৃথক ভাবে ডুবাইয়া রাখা হয় । দস্তা ও দ্রাবকে রাসায়নিক ক্রিয়ার অধিষ্ঠান হয় এবং ঐ রাসায়নিক ক্রিয়াই তাড়িতের উৎপত্তির কারণ বলিয়া নির্দিষ্ট, চয় । ফলতঃ দেখা যায় যে দস্তার অগ্রভাগে ও তামের অগ্রভাগে তাড়িৎ উৎপন্ন হইয়াছে । প্রায়ই দস্তার গাত্রে পাবদ লাগান থাকে, তাহাতে দস্তা অনর্থক ক্ষয় ক্ষাপ্ত হয় না এবং তড়িৎ সমধিক পরিমাণে পাওয়া যায় ] প্রত্যেক পাতের সহিত একটু কুণ্ডলীকৃত তামার তার সংযুক্ত থাকে ; সুতরাং ঐ ৩ারের অগ্রভ,গে তাড়ি৩ের সমাবেশ হয় । ১ম চিত্র ; তাড়িৎ কোষ । দ বস্তার পাত । ৩। তাহের পাত ॥ ৯ ও সঞ্জণ গন্ধকায় দ্রাবক। ধ ধনপ্রাস্ত ; ঋ ঋণ প্রাপ্ত । ७{मोंट्स পাতে যে তাড়িৎ থাকে তাহাকে & Wifts (positive "clectricity) ধাতব পদার্থের তাড়িত বিশ্লেষণ । তাড়িতের সহিত মিলিত হইবে, •বিনষ্ট হওয়া বলা যায়। কিন্তু సె ও দস্তার পাতে যে তড়িৎ থtকে তাহাকে * 5ţfşs ( negative electricity ) rei যাইতে পারে । কারণ এই দুই প্রকার তাড়িতের ধৰ্ম্ম সম্পূর্ণ বিভিন্ন। আকর্ষণ ও" বিকর্ষণই তাড়িতের প্রধান গুণ । সমতাড়িৎ পরস্পর বিকর্ষণশীল ; বিষম ভাড়িৎ পরস্পর আকর্ষণশীল । “ধনে ঋণে অাকর্ষণ, সমানেতে বিকর্ষণ", তাই উহাদের, বিপরীত গুণবাচক নামকরণ হইয়াছে। তাম্রের সহিত যে তার সংলগ্ন আছে তাহার প্রাস্তকে ধন প্রান্ত এবং দস্তার তারের প্রান্তকে ঋণ প্রান্ত বলা যায়। ঐ ঐ প্রান্তে” প্রায়ই এক এক খণ্ড ziyffGafaU «fğa (platinum) পাত সংযুক্ত থাকে ; কারণ এই ধাতু সহজে বিকৃত হয় না । কদাচিৎ গ্র্যাফাইট্র নামক অঙ্গারের প্রান্তও ব্যবহৃত হয়। যতক্ষণ প্রাস্তদ্বয় পরস্পর সংযুক্ত না হয়, ততক্ষণ উহার তাড়িৎযুক্ত থাকে । কিন্তু কোন ধাতুর ( তীরের ) দ্বারা যদি ঐ প্রাস্তদ্বন্ধ যুক্ত কর। যায় তাই হইলে আকর্ষণের বশে ধন তাড়িৎ ঐ তারের মধ্য দিয়া তামের পাতে ঋণ এবং ক্ষণেকের জন্ত উভয় পাতই তড়িৎশূন্ত হইয় পড়িবে। কারণ ধন ও ঋণ সমপরিমাণে উৎপন্ন হইয়া'যদি একত্রিত হয় তাহা হইলে উহাদের যোগফল শূন্ত হইবে। বস্তুতঃ তড়িৎ বিনষ্ট হয় না,—উভয় তড়িৎ যে অবস্থায় পূৰ্ব্বে ছিল, সেই অবস্থা পুনঃপ্রাপ্ত হওয়ায় বাহফগ উহাদের বিলুপ্ত হইল মাএ ! তাড়িতের বাহফল বিনষ্ট হওয়াকে তড়িৎ কোষের মধ্যে ক্রমাগত রাসায়নিক ক্রিয়া হওয়ায়