७:• ,ि श् िऔन श्,११्रI! । टिप्न दाजुँौ । リー ● বিয়ে বাড়ী। সেই ভগ্ন ইষ্টক স্তপের সম্মুখে গাড়ী থামিতেই একটু নুতন দৃপ্ত চক্ষুকে আকৃষ্ট করিল। গেট ও দ্বারবানের গৃহের চিহ্নস্বরূপ সেই যথেচ্ছ পতিত ইটগুলা যথাসাধ্য সরাইয়া গুছাইয়। সেস্থানে হুট কলাগাছ রোপিত হইয়াছে। বহিরঙ্গণটি যথাসাধ্য পরিস্কৃত ; কাটানটে আগেওড়া প্রভৃতির জঙ্গলগুলা কাটিয়া ফেলা হইয়াছে। ধূলাচ্ছন্ন অৰ্দ্ধ ভগ্ন পূজামণ্ডপটিতেও বা টি দিয়া দুই খান বড় বড় সতবঞ্চি পাত হইয়াছে । অৰ্দ্ধ ভগ্ন অট্টালিকামধ্যস্থ অঙ্গন হইতে ভগ্ন গৃহের ইষ্টক স্তপের পাশ্বে সামিয়ান বঁাশ ও কাপড় দেখা যাইতেছে। বিস্তৃত মাঠের বুকে ঘন বনের মধ্যে বংশপুঞ্জে বেষ্টিত ক্ষুদ্র গ্রাম খানি । গ্রামের এক প্রান্তে ততোধিক বিজন জঙ্গলে ভরা নষ্ট প্রায় ভগ্ন আটালিক। ফুষ্ট তিনটি বিধবা প্রিয় বাংমাস কেহই সেখানে বাস করেন না। মঠ আমাদের এক জ্ঞাতি খুড়শ্বশুর পূত্রের বিবাহ দিতে দেশে আসিয়াছেন, তাই তাহার কয়দেহে রঙিন বস্ত্রের এ সাজ । গাড়ী হইতে নামিতেই খুড় শাশুড়ী ঠাকুবাণী আসিয়৷ *আগ বাড়াইয়া” লইলেন এবং মেহাদর পূর্ণ কণ্ঠে বলিলেন, “এমন কুটুম্বের মই কি আসতে হয় মা ! তোমাদের ভরসাতেই রুমার দেশে বিয়ে দিতে আসা। দিদির স্বর্গে গিয়েছেন, তারাই বিয়ে থী ওয়া সব দিয়েছেন, আমি ত কিছুই জানিন তোমাদের দেওরের বিয়ে, তোমরা আজ কুটুম্বের, মত এলে ?” কোন রকমে শাশুড়ী ঠাকুরাণীর এ মহাম যোগ কাটাইয়া লইলাম। বাড়ীর ভিতরে তখন উলু পড়িতেছে, খুড়িম বলিলেন “গীয়ে হলুদ হচ্চে, আশীৰ্ব্বাদ করূবে চল বtছ ।” বর অতি নিরীহ লোকটির মত পীড়ির উপর বসিয়া আছে, পরণে নুতন লালপেড়ে ধুতী, কঁধে রঙিন গামছ। সধবা বধূ ও কস্তাগণ তাহার চারিদিক ঘিরিয়া দাড়াইয় আছে । জনৈক গৃহিণী বলিলেন যেন জোড়া, হয় না, সাত কিম্ব নজনে হলুদ দিও।” “তাই হয়েছে, হরির বেীকে বাদ দেওয়া গেল।” , “কেন হরির বেী বা কেন :" একজন চোখ টিপিয়া বলিল “ওযে দ্বিতীয়ুপক্ষে।” "ईशाश्न भूक्लिभ, क'रां★ इलून cधुंब्रिाउ श्इ ?” “ আমার কেন জিজ্ঞাসা করছ বাছা, তোমরা ত সব জান ? সাতবার বুঝি, ন বড় বীমা ?” “বাজন্দেরে মিন্সের করছে কি ? বাজাতে বলুন ! নলিনী শাখ বাজ । সাতজন “এয়ে৷” হুলুদ হাতে নিয়ে বরের কপালে ছুইয়ে দাও । উলু দাওনা সবাই ! দেথিস্ লে কাপড়ের বাতাসে প্রদীপ ,যেন খবরদার নেবে না।” “মেজ বোমা ! তুর্মি সব কর বাছ, ওদেরও বলে বলে দাও আমি রান্ন বাড়ী চললাম, সেদিকের কতদূর গোছগাছ হল দেখি !" "বারবেল পড়বে বারবেল পড়বে ।” বাহির হইতে চীৎকার করিতে করিতে পরমাণিক ভিতরে প্রবেশ করিল। রক্ষনচেীকী 'डाशब •cै। ধরিল,” বাঙলা বান্তি মহা সোরগোল বাধাইয়া তুলিল। বালক বালি
পাতা:ভারতী ১৩১৮.djvu/১৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।