》ab" ধিতরিত হইতে লাগিল। মুচী আদি নীচ জাতির অধিবাসের দিন নিজের দলে দলে আসিয়া ভৈল সনেশ মুড়ীমুড় কী বস্ত্রাঞ্চল পূরিয়া লইয়৷ ঘাইতে লাগিল। সন্দেশ এক একটা চিনির ঢিবি মাত্র, লুট কচুরী ক্ষীর আদির ছড়াছড়ি ; তথাপি দুটা মুড়ী মুড়কী লইতে তাহদের কি আগ্রহ ! পরামাণিকের ব্যস্ততার সীমা নাই । সে সপুত্র গোট কয়েক কলা গাছ আনিয়া ডাক হাক জুড়িয়া দিল “ন’কড় কড়ি দাও, গিটে হলুদ সুপুরী দাও, ছান্লাটা বেঁধে দিয়ে যাই—আমার কি এক কাজ ! মালী মাগী শুধু টাকা আর সিধে নিতে জানে! ছাল্লার টাঙ্গাতে কদমফুল্ল পাতিমধুর দ্যায়নি ? আপনারা ত কিছু বলবেন না, দেশে না থেকে থেকে সবই স্কুলে গিয়েছেন। হ’ত আমাদের বাড়ী ত টের পেত !” ইত্যাদি বকিতে বকিতে নরমুন্দর ছাল্লা বাধিয়া দিয়া চলিয়া গেল । খুড়িমা বলিলেন “একজন এরোস্ত্রী” ছান্নাতলা নিকোও, সেজবোমা তুমি পিটুলি বাট, আজই পিড়েয় আলপন দিতে হবে । কালকে ভোরে জলসাধা নানীমুখের হাঙ্গাম আবার বরযাত্র সকালেই থেয়ে রওনা হবে,— কাল আর কখন " কি হবুে ? নাপিত বেী, পাড়ার বেঝিদের ডেকে আন্, নান্দীমুখের চাল কাড়তে হবে । রাঙ্গ দিদির বাড়ী “ছিরি” গড়তে দেওয়া হয়েছে আনতে হবে ।” জনৈক বধু বলিলেন “হ্যা গা কুলে ডাল সাজান হয়েছে ত ? "অধিবাসের ডালায় বাইশ রকম জিনিষ লাগে ! কুলোয় চাটি ধান দিয়ে তার ওপরে ছোব চাটে রাখতে হয়, "ছোবা’র ভেতরে হলুদ মেখে डॉनलैौ । জ্যৈষ্ঠ, ১৩১৮ চাল কলাই কড়ি গিটে হলুদ দিয়ে একখানা চেলির কাপড়ে কুলে ঢাকৃতে হয় । কুলো যে মাথায় করবে সে এক বচ্ছর কাসন করবে না, বড়ী দেবে না, ছাতু থাবে না, মাকেই কুলো মাথায় করতে হয়!” "বড় বেীমা তার বেীকে দিয়ে কুলো ডাল সব গুছিয়ে দিইয়েছে ! ২ পাড়ার সধবা কুমারী সকলেই বসন ভূষণে সজ্জিত হইয়া আসিয়া হাজির হইল । তাহাদের নিজ গৃহকৰ্ম্ম আজ বিয়ে বাড়ীর মাঙ্গলিক কাৰ্য্যের নিকটে তুচ্ছ হইরা গিয়াছে। “ওরে কেউ রমাকে ডাক্ ! আমি চালের ধামা নিই, হরির বেী পান সুপুরীর থালা নিকৃ, নলিনী শাক বাজা, রাণীকে জলের ঘটা দে। মেজবেীমা রমাকে কোলে নাও, ওরা তো তোমাদের দেওর নয় বাছা, পেটের ছেলের চেয়েও ছোট ।” মেজদিদি হাসিতে হাসিতে বরকে কোলে তুলিয়া লইয়া বলিলেন “শোন ভাই ! আমরা আজ .দের বলে তোমার মান্ত করব মনে করছি কিন্তু খুড়িমা তা করতে দিচ্চেন না!" পান দিয়া বরের চোখ, ধরিয়া মেজদিদি অগ্রসর হইলেন। “রাণী, নলিনী আগে চল, গোটা দুই বাজনৃদরকে সঙ্গে ডেকে নে ; আমার ত টেকি নেই, কৈবৰ্ত্ত বাড়ী যেতে হবে । বড় ৰেীম, ছোট বেীমা কুটুনো ফেলে একবার উঠে চল বাছ, দেওরের বিয়ের সব কাজ দেখতে হয়!” বড় দিদি আপত্তি করিলেন “ওরাই ধাকৃ,—আম্র উঠলে . এখনি কুটনে ফেলে এরাও দৌড় দেবে, আর ধতে পারব না।” খুড়শ্বাশুড়ী না শুনিয়া হাড় ধরায় অগত্য আমাদের
পাতা:ভারতী ১৩১৮.djvu/১৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।