3 (te সুন্দর ছোট গল্প ! হীরকের মত উজ্জল ! লেখার ভঙ্গ সঙ্কোচবিহীন—পুণ্য সন্ত্রমময় ! বিস্মিত মণীন্দ্রনাথের চোখের কাছে লেখাগুলি সারি বাধিয়া নড়িয়া চড়িয়া ' ফিরিতে লাগিল ! उठांब्रऊँौ । জ্যৈষ্ঠ, ১৩১৮ মণি মুরেশের চিঠির খাম ছিড়িয়া ফেলিয়৷ পড়িল—শুধু এক লাইল, দ্রুতহস্তে মোটামোট অক্ষরে নীল পেন্সিলের লেথা— “দেথলি বাঙ্গাল!' ঐযতীন্দ্রমোহন সেনগুপ্ত। অবনীন্দ্রনাথ ঠাকুর ও ভারতীয় চিত্রাঙ্কণপদ্ধতি। শ্ৰীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয় সে ভারতীয় চিত্রাঙ্কণ পদ্ধতির পুনঃ প্রবর্তন করিয়াছেন তাহ কে না অবগত আছে । দুঃখের বিষয় তাহার এই অসাধারণ প্রতিভা বিলাতের মনীষিদের দ্বারা তদিন সমাদৃত না হইয়াছে— ততদিন ੋ। उांशन भरींॉम दू३ि नाझे । मदनौऊन:८क ऊँशिंद्र ७हे थाहौन उांब्रङশিল্পের পুনঃ প্রবর্তনের জন্ত অনেক সহ করিতে হইয়াছে। র্যাহারা শিল্পের কোন ধারই পারেন না এই অবকাশে তাহারও অযথা ব্যঙ্গোক্তি করিতে ক্রট করেন নাই । কিন্তু যেমন স্বৰ্য্যের কিরণ মেঘাবরণে অধিকক্ষণ: ঢাকা থাকে না, তেমনি তঁtহার এই প্রতিভাজ্যোতি শত সহস্র তীব্র সমালোচনার তিমিরপুঞ্জ ভেদ - করির অপ্রতিহতভাবে আপনার মহিমা স্বত: প্রকাশ করিয়াছে। এথন তীtহtয় নিন্মণবাদ করিলে তাহার শিল্পগৌরবের কিছুমাত্র লাঘব হয় না,— র্যাহারা নিন্দ করেন র্তাহাদেরই অজ্ঞতা প্রকাশ পায় মাত্র।" র্তাহার মত একজন প্রতিভাশালী শিল্পী যে আমাদের দেশে জন্মগ্রহণ করিয়াছেন তাহাতে এখন আমরা আপনাদিগকে ধন্ত মনে করি। পরন্তু তিনি যে কেবল আমাদের বদদেশেরই গোল স্বরূপ তাঙ্গ নহে সমগ্র শিল্পজগতে তিনি স্থবিখ্যাত। কেবল বাক্য দ্বারা নহে—প্রতিভাবান ব্যক্তি র্তাহার মহৎ কৰ্ম্মেয় অনুষ্ঠান দ্বারাই আপনাকে স্ন প্রতিষ্ঠিত করেন। অবনীন্দ্রনাথের চিত্রের নিপুণত জাপান, আমেরিকা ইউরোপ প্রভূতি জগতের কোন বিজ্ঞ সমাজে অবিদিত নাই ! — যে কোন দেশের শিল্প-প্রিয় বিদেশী মহাজন ভারত ভ্রমণে আসেন, কলিকাতায় আসিলে তিনি অবনীন্দ্রনাথকে এবং তাছার চিত্রাবলী না দেখিয় ফিরেন না। —ইহা কি তাহার অপরিসীম প্রতিভার প্রতি সম্যকৃ সমাদর নছে ? ধ্বংস ও স্বজন ধাতার নিয়ম ৷ এক এক মহাপ্রলয়ের পর এক এক প্রতিভাবান ব্যক্তি ধরায় জন্মগ্রহণ করিয়া ধ্বংসের মুখ হইতে ফিরাষ্টয়া আমাদিগের মধ্যে আবার নবীন জীবনী সঞ্চারিত করেন।—চিত্র-শিল্প বিষয়েও অবনীন্দ্রনাথের দ্বারা আমরা ऍक् সেই একই মহৎ উদ্দেশু সাধিত হইতে দেখিতেছি । মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুপুত্র প্রযুক্ত গুণেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কনিষ্ঠপুত্র অবনীন্দ্রনাথ ঠাকুঢ়র অধিক পরিচয় আর কি দিব!
পাতা:ভারতী ১৩১৮.djvu/১৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।