Ꮌ☾ খুলিবার সময় শিল্পশিক্ষার্থী নিৰ্ব্বোধ বালকের ভাবিয়াছিল,ভারতীয় ছাত্রদের বিলাতী চারুশিল্প ( fine art ) শিক্ষা না দিবার ইহা এক অভিনব দুরভিসন্ধি। এই ভাবিয়া অবিলম্বে একটমাত্র ছাত্র ভিন্ন বিদ্যালয়ের স্বমস্ত ছাত্র ধৰ্ম্মঘট করিয়া এককালে শিল্পবিদ্যালয় ত্যাগ করিয়া গেল । যাহা হউক, হাভেল সাহেব অবনীন্দ্রনাথের ভারতশিল্পচর্চার কথা জানিতে পারিয়া র্তাহাকে উক্ত বিভাগের শিল্পগুরুর পদে প্রতিষ্ঠিত করিলেন। একজন বিদেশীর পক্ষে ভারতী জ্যৈষ্ঠ, ১৩১৮ আমাদের প্রতি এতদূর সহানুভূতি কম সৌভাগ্যের বিষয় নহে। হাভেল সাহেব একজন যোগ্য ব্যক্তিকে উপযুক্ত স্থান দান করিয়া দ্বিগুণ উৎসাহে ভারতশিল্পের সৰ্ব্বাঙ্গীণ উন্নতিকল্পে যথাসাধ্য ষত্ব করিতে লাগিলেন। তিনি ভারতীয় চিত্রশালার পক্ষে পাশ্চাত্য চিত্রাঙ্কণ রুচিবিকারক ভাবিয়া কলিকাত গভমেণ্ট চিত্রশালায় যে সমস্ত পাশ্চাত্য চিত্র ছিল গভৰ্মেন্টের অনুমতিক্রমে সে সমস্ত বিক্রয় করিয়া দিয়া ভারতীয় চিত্রকরের আঁকা মোগল আমলের মুন্ধর মুন্দর চারু চিত্রশিল্প সংগ্ৰহ অবনীন্দ্রনাথ ও উtহার শিষ্যগণ । করিয়া রাখিতে লাগিলেন। তাঁহাতে শিল্লিশ্রেষ্ঠ অবনীন্দ্রনাথের প্রতিভা ভারতীয় চিত্র রীতিতে সম্যক মার্জিত হইতে লাগিল। বিচক্ষণ হাভেল অবনীন্দ্রনাথের হাতে চিত্রের, দোষগুণ । বিচার করিয়া চিত্রশালার জন্ত চিত্র ক্রয় করিবার ভার অর্পণ করিলেন। এইরূপে ভারত শিল্পবিদ্যালয়ের অন্ধুরোদগম হইল । কিছুকাল পরে নন্দলাল বম অবনীন্দ্রনাথ *tकूनि অঙ্কিত, চিত্রাবলী দর্শনে মুগ্ধ হইয়া তাহার কাছে গন্তর্মেণ্ট শিল্পবিদ্যালয়ে ভারতীয়
পাতা:ভারতী ১৩১৮.djvu/১৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।