৩৫ধ দ্বিতীয় সংখ্যা । fরশিল্প শিখিতে আসেন। পরে স্বৰ্গীয় বরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে তিনি শিষ্যরূপে গ্রহণ করেন। এখন তাহার নিকট নানা স্থানের ছাত্র ভারতীয় রীতিতে চিত্রাঙ্কণ শিখিতেছেন। মহীশূৰ্বাধিপতি র্তাহার সভা৮িএকরের পুত্র ভেঙ্কাটেপ্লাকে মাসিক ৪০ টাকা বৃত্তি দিয়া অবনীন্দ্রনাথের নিকট দেশার চিত্রবিদ্যা শিক্ষার নিমিত্ত পঠাইয়াছেন। শিল্প গুরু অবনীন্দ্রনাথের শিক্ষার ফলে বিলাতে ভারতীয় চিত্রশিল্পপ্রদর্শনীতে বিখ্যাত শিল্পীদের নিকট ভেঙ্কটাপ্প। বহু প্রশংসা লাভ করিয়াছেন । হাভেল #123 &tki; fost& Indian sculpture and Painting নামক পুস্তকে,—ডাক্তার **Rol oft; Sclected Examples of Indian art নামক পুস্তকে এবং বিলাতের The Studio নামক প্রসিদ্ধ শিল্পবিষয়ক মাসিক পত্রিকায় অবনীন্দ্রনাথের উদীয়মান ছ। এগণের— তাছাদের অঙ্কিত চিত্রের প্রতিলিপিসহ যথেষ্ট মুখ্যাতি প্রকাশিত ইয়াছে। অবনীন্দ্রনাথ যে কেবল শিষ্যদের রেখাপাত বর্ণাঙ্কণের গুরু তাহী নহে, —তিনি তাদের সৰ্ব্ব বিষয়ের মঙ্গলা$1জী। মরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের আর্থিক অবস্থা স্বচ্ছল না থাকায় তিনি তাহাকে যথেষ্ট অর্থ সাহায্যও করিতেন। তাছারি প্রযত্নে olo Indian Society of Oriental ut নামক একটী সমিতি হাইকোর্টের গণনীয় জর্জ উড় রফ, হোমউড, প্রভৃতি শিল্পোৎসাহী মহাজনদের দ্বারা শিল্প শিক্ষার্থী ইত্রিণের উৎসাহবৰ্দ্ধন ও সাহায্যার্থে গঠিত *Its fonics India society also অবনীন্দ্রনাথ ও চিত্রাঙ্কণপদ্ধতি । dరీ উক্ত সমিতির একটা শাখা সেখানকার হাভেল প্রমুখ বিখ্যাত শিল্পীগণ কর্তৃক ঐ একই উদ্দেণ্ডে স্থাপিত। অবনীন্দ্রনাথ যেমন স্বকুমারকলার অনুশীলন কৰেন,—তার মনও তেমনি মুকুমার! তাহার সহিত যে কেহ কয়েক মুহূৰ্ত্তমাত্র আলাপ করিয়াছেন, তিনিই মুগ্ধ হইয়াছেন । তাহার চিত্রশিল্প ভারতের উচ্চ আধ্যাত্মিক ভাবের আধার । তিনি একবার আমাদের একটা নৰ্ত্তকীর পরিকল্পিত চিত্র দেখান। সেই চিত্রটাতে একটা নৰ্ত্ত কী দেবমন্দিরের দ্বারে দেবতার সম্মুখে কোন একটা ভারতীয় নৃত্যকলার বিশেষ ভঙ্গীতে দাড়াইয়া আছে। যাহার প্রাচীন ভারতের নৃত্যভঙ্গীর নিগূঢ় তত্ত্ব অবগত আছেন, তাহারা সহজেই সেই চিত্রলিখিত নৰ্ত্তীর নৃত্যভঙ্গীট দেখিয়া চিত্রের ভাবগ্রহণে সমর্থ হইবেন । অবনীন্দ্রনাথ সহজে দশকের মনে সেই চিত্রলিথিত ভঙ্গীটীর তাৎপৰ্য্য বিশদভাবে ফুটাইয়া তুলিবার জন্ত নর্তক্ষীর সম্মুখে তাছার পথনিম্নে একটী অৰ্দ্ধ-শুষ্ক দলভ্ৰষ্ট পদ্মের দ্বারা জগৎ অনিত্য,—আর নর্তকীর উদ্ধে হস্তোত্তোলিত ভঙ্গীতে জগৎ পাতার কাছে মুক্তির জন্ত অস্তরের সভক্তি নিবেদন জানাইয়া দিয়াছেন। তিনি একট সামান্ত নর্তকীর চিত্র আঁকিতে গিয়াও তাহান্ন মহৎভাবকে পরিত্যাগ করিতে পারেন নাই । তাহার অঙ্কিত সকল চিত্রই নিগূঢ় ভাবরাজ্যের প্রতিচ্ছবি !—সেইজন্ত 'অনেক সময় ইহা সাধারণের দুৰ্ব্বোধ্য श्ब्र! श्रृं८क्ल ।
পাতা:ভারতী ১৩১৮.djvu/১৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।