পাতা:ভারতী ১৩১৮.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 & 8 তাহার চিত্রসম্বন্ধে হাভেল সাহেব *joiá forts Indian Sculpture and ভারতী । مواد والا وخروج নামক পুস্তকে ডাক্তার কুমারস্বামীও রাজা রবিবৰ্ম্মীর তুলনায় অবনীন্দ্রনাথকে Painting নামক পুস্তকে অবনীন্দ্রনাথের সম্বন্ধে , শিল্পজগতে অনেক উচ্চে স্থান দিয়াছেন। যাহা বলিয়াছেন,তাহার মৰ্ম্মার্থ এই,—“আধুনিক ভারত গভমেণ্ট কর্তৃক নিযুক্ত ইংরাজ ভারতের কলালক্ষ্মী অবনীন্দ্রনাথ ঠাকুরকে তাহার একজন উপযুক্ত মানসপুত্ররূপে পাইয়াছেন। তিনি বাস্তবিকই ভারতের লুপ্তপ্রায় শিল্পগরিমার উদ্বোধনকল্পে স্থিরđlßsĩ ! stfã đề Indlan Sculpturc and Painting osco $f; foo #so প্রতিলিপি দিতে অসমর্থ কিন্তু স্থূলতঃ বুঝাইবার জন্ত আমাদের এই পুস্তকে প্রকাশিত এই. সামান্ত কয়েকটা প্রতিলিপির দ্বার সম্পূর্ণ প্রমূর্ণিত হইতে পারে যে, একজন প্রকৃত শিল্পী ভারতের লুপ্তপ্রায় প্রাচীন শিল্পের পথপ্রদশকের ভার গ্রহণ করিয়াছেন । তিনি সংস্কৃত ও পারস্ত ভাষায় সুপণ্ডিত ও ভগবদত্ত এক অসাধারণ সুহ্ম অনুভবশক্তির প্রভাবে কালিদাস ওমারখৈয়াম প্রভৃতি ভারতের প্রাচীন কবিদের কাব্যরসে অনুপ্রাণিত ; সেইজন্ত তিনি স্বভাবতই তাহার পূৰ্ব্বশিল্পী রবিবৰ্ম্মার মত মহাভারত প্রভৃতির আখ্যায়িকায় বর্ণিত নায়ক নায়িকাদের ছবি আঁকিতে গিরথিত্‌মত্র্গার” ভঙ্গীতে, ঐরাধিক কিম্বা অলোকসামান্ত সাধী সীতা দেবীকে ‘জায়া', আর রাক্ষসী চেড়ীবৃন্দেধ পরিবর্তে কতকগুলি যৎকুৎসিত কুলী-কন্যার ছবি আঁকেন নাই ;–অধিকন্তু অমূল্য সামগ্ৰী সেই • আধ্যাত্মিক ভাব ও প্রাচ্যের চিরপ্রসিদ্ধ গভীর ভাবপূর্ণ কবিত্বরসেরই সমাবেশ করিয়াছেন।” Essays in National 寝 豪 濠 Idealisin“ ভাস্কর মিঃ লিওনার্ড জেনিংস কথা প্রসঙ্গে বলিয়াছিলেন “আমরা বিলাত হইতে তোমাদের এই সুৰ্য্যকিরণোদ্ভাসিত ভারতবর্যে যখন পদার্পণ করি তখন এই ভারতের স্বামল গিরিপ্রাস্তর, কলবাহিনী স্রোতস্বিনী, স্বচ্ছ সুনীল গগন, নিৰ্ম্মল চন্ত্রিম, উজ্জল নক্ষত্র জ্যোতি প্রভৃতি আমাদের দেশের কচিং উপভোগ্য প্রাকৃতিক সৌন্দয্য দেখিয়া যে এক বর্ণবৈচিত্র্য, ভাববৈচিত্র্য লক্ষ্য করি, তোমাদের আধুনিক শিল্পীদের মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রে ব্যতীত আর কাহারও চিত্রে ঠিক সেই ভাব মাধুর্য্য বজায় থাকিতে দেখি না । তোমাদের আধুনিক শিল্পীরা যে সব পাশ্চাত্য ধরণের চিত্র আঁকিয়া নিজেদের কৃতকৃতাৰ্থ জ্ঞান করেন, আমাদের দেশে ( অর্থাৎ ইউরোপে ) ছোট ছোট বালিকার সাধারণত: তদপেক্ষ উৎকৃষ্টতর চিত্র আঁকিয় থাকে। আমার মনে হয়, অপর দেশের শিল্পীর চণ্ড নিজের দেশের শিল্প দেখার চেয়ে আর মুখত কি আছে!” তিনি বোধ হয় যামিনী প্রকাশ গঙ্গোপাধ্যায়েব চিত্রাবলী দেখেন নাই । বিলাত ও ভারতের বহু পত্রিকাদিতে শিল্পগুরু , অবনীন্দ্রনাথ ঠাকুর প্রবৰ্ত্তিত চিত্রশিল্পের বহু প্রশংসা প্রকাশিত হইয়াছে, এস্থলে আমরা"সেই সকলের উল্লেথে প্রবন্ধ ভারগ্রস্ত করিতে চাহি না । গত ফেব্রুয়ারী মাসে **ोंझेefअब्रांप्र' "κό এলাহাবাদ শিল্পপ্রদর্শনীতে