و& 6 < রাজাও নিশ্চিন্ত । ঋষি যেমনটি লিখিয়া গেলেন রামও ঠিক তেমনটি করিয়া জীবনটি অতিবাহিত করিলেন। আর তোমার আমার মত লোক 'তো জীবনীর ধার দিয়াই যাইত না । সুতরাং তাহার বেশ মুখে সচ্ছদে দান ধ্যান, পুষ্করিণী খনন, মন্দির প্রতিষ্ঠাদি করিয়া ইহকাল পরকালের ক্ষব্যবস্থা করিয়া যাইতেঁ •পারিত । এই দেখনা সে কালে ‘মনসুর’ ‘বয়জীয়া’ প্রভৃতি কত বড় বড় পেন্টার ছিলেন কিন্তু ছবির উপরে নামটি পর্য্যস্ত র্তাহাদের সই করিতে হইত না,-আর এখন আমাদের নাম ধাম গাই গোত্র,—কবে কি দিয়া ভাত খাইলাম, কবে কপাট থেলিতে খেলিতে দাত ভাঙ্গিলাম ইত্যাদি ইত্যাদি না লিখিয়া গেলে নিস্তার নাই ; সুতরাং লেখাই যখন ধাৰ্য্য তখন সেটা যত শীঘ্র পারা যায় শেষ করিয়া দেওয়াই ভাল । দিন কতক নিষ্কৰ্ম্ম দিন কাটাইব বলিয়া সমুদ্র তীরে আসিয়াছি, জন্মপত্রিকা সরে আনা হয় নাই—বয়স তারিখ ইত্যাদির প্রত্যাশা করি ও না । ভাল রং তুলিও আনা হয় নাই সুতরাং একটা কালীর আঁচড়ে নিজের ছবিটা যন্তটা সম্ভব লিখিয়া পাঠাইলাম । সেদিন মাথা, গুণ তির সময় বয়স লিথিয়াছি ৩৯ মুতরাং সেইটাই ঠিক বলিয়া ধর। অন্তপ্রকার লিখিলে সরকারি হিসাবে গেtলযোগ বাধাইয়া দেওয়ার জন্ত বিপদে পড়া আশ্চৰ্য্য নয় । তা ছাড়া আর এক কারণে বয়স ও জন্ম তারিখাদির হিসাব দিতে আমি প্রস্তুত নই, অঙ্কশাস্ত্রটাকে আমি চিরদিন বাঘ দেখি দিকও মাড়াইতে এখনও সাহস হয় না ; डांब्रउँौ । সেইজন্স অঙ্কবিদ্যার : জ্যৈষ্ঠ, ১৩১৮ কাযেই জীবনে আমার অঙ্কটা বাদ পড়িঃ গেল এবং বলিলে বিশ্বাস করিবে না অঙ্কনট কিছু কিছু বোধগম্য হইল । * qề CH&at #ts cs Entrance পড়িয়াছি ( পাশ কাটাইয়াছি ) তাহার সঠিক হিসাব আমার নাই তবে একটা সুস্পষ্ট ছবি মনে আছে—সে বৎসর দুরন্ত গরম, morning class &&E,--Headmaster x&to * দাড়ি নড়িতেছে কি নড়িতেছে না,-আর আমি বেঞ্চে ৰসিয়া গোলদিঘির স্থির জলে চাহিয়া আছ, বইখানার দিকে নয় ! স্কুলের চতুর্থ শ্রেণীতে কবে পড়িলাম মনে নাই কিন্তু সে সময় একটা জুবিলি না কি হইয়াছিল আর সে উপলক্ষে যে একটা মেডেল কিনিয়া পরিয়াছিলাম তাহাতে কুইন ভিকৃটোরিয়ার মুখটি আঁক ছিল তাহ! এখনও আমার বেশ মনে আছে। এই মেডেল কিনিয়া পরার কথায় আর একটা কথা মনে পড়িল । অঙ্কনপটুতার জন্ত আমি মাষ্টারদিগের নিকট হইতে কোনদিন পুরস্কার পাই নাই অথচ পুরস্কারের দিন নিয়মিত স্কুলে হাজির হইতাম । তখন কি জানিতাম যে আমার সঙ্গে অঙ্কশাস্ত্রের যে সম্বন্ধ স্কুল মাষ্টারদিগের সহিত অঙ্কন শাস্ত্রের ঠিক সেই একই রকম সম্বন্ধ ! আমি বলিয়৷ এই একটিমাত্র মৃত্ত্ব বাণ মাষ্টার মহাশয়দের উপরে নিক্ষেপ করিয়াই ক্ষান্ত হইলাম, অষ্ট লোক হইলে শরণ্য রচনা করিয়া ফেলিত। স্কুলে পুরস্কার নাস্তি বাটতে তিরস্থার যথেষ্ট ; এই একটা বাল্যজীবনের চুম্বক ছবি দেওয়া গেল।f •
পাতা:ভারতী ১৩১৮.djvu/১৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।