৩৫শ বর্ষ, প্রথম সংখ্যt | বিবাহ । বিবাহ । (গল্প) অল্প রবিবারে তাহার আয়ুবুদ্ধান্ন, আগামী রবিবারে বিবাহ। বি এ পরীক্ষার পর গৃহে আসিয়া মাসাবধি কাল হইতে সুকুমার এই শুভদিনের প্রতীক্ষু করিতেছে। পূর্ব রজনী তাহার জাগরণে কাটিয়াছে বলিলেই হয়।” একটা অনির্দিষ্ট আনন্দ উত্তেজনায় তাহার মস্তিষ্কের স্বক্ষতম শিরা বিশিরা—এমন কি প্রত্যেক অ, পরমাণুটি পয্যন্ত যেন আলোড়িত গুচয় উঠিয়াছিল । ভেঃরবেলায় সামান্ত তন্দ্র আঁদিতে না আসিতে উৎসব বঁiশরীর ভৈরবী তানে—একটা দুঃস্বপ্ন লুইয়া সে সহসা জাগিয়া উঠিল । তন্দ্রবেশে মুকুমার স্বপ্ন দেখিতেছিল—যেন তাহার চাবি হারাইয়া গিয়াছে। @ e ছেলেবেলায়-যখন তাহার বয়স সাত আট বৎসর, তখন একবার তুহার একটি চাবি হারাইয়া গিয়াছিল। তাঞ্ছার মুমি বাড়ী, আসিবার সময় কলিকাতা হইতে তাহাঁকে একটি সুন্দ্রর ক্ষুদ্র জাপানী বাক্স স্ট্রনিয়া দিয়াছিলেন। বাঁক্সট পাইয় তাহার ক্ষমদের সীমা ছিল না। বাক্সের চাবিটি দেখিতেছিল ঠিক রূপার মর্তন । সুকুমাব দিনের মধ্যে কতবার যে বুশ্নটি খুলিত, বন্ধ করিত, আবার .সন্তপণে চাবিটি লুকাইয়া রাধিত তুহার ঠিক নাই। এইরূপ • অতুি সাবধানত বশতই রোধ হয়—একদিন তাহার সেই সাত রাজার ধন এক মানিক চাবিটি হারাইয়ু গেল । চাবিশ্ব দুঃখে য়ে একান্ত শোকাকুলইয়া পড়িল। এতদিন সকলে ভাবিত; বাল্পটিই তাহার প্রিয়সমগ্ৰী, এখন বুঝিল চাবির জন্যই বাক্সের আদর। " তখন না বাটিয়াছিলেন, তিনি কলিকাতা হইতে আঁর একটি জাপুনীি বাক্স আনাইল্লা দিলেন, কিন্তু তাহাতে সুকুমারের পূর্ব চাবির বিরহছঃখ ঘুচিল না । তাহার মনে হইল— ইহ ত পুরাতনটির ন্যায়ু সুন্দর নহে। দু-একদিন নাড়াচাড়া করিয়াই সে—তাহারই নামধেয় প্রিয় বয়স্ত আর এক সুকুমারকে সেটি দান • করিয়া ফেলিল। এই বন্ধুস্বকুমার বয়সে কিছু বড় বলিয়া আমাদের মুকুমার ইহাকে মুখ দা বলিয়ু ডাকিত। কুঝাইবার জন্ত, আমরাও সময় সমঙ্গ ইহাকে মুখনামেই অভিহিত করিক। মুখ বন্ধুদত্ত বাক্সটি আনন্দে গ্রহণ করিয়া বিনিময়ে পকেট হহঁতে সেই হারান চাবিটি বাহির করিয়া দেখাইলুণ মুহূৰ্ত্তকাল, স্বকুমারের মুক্ত আনন্দদীপ্ত হইয়া উঠিল । প্লরমুহূর্তে ক্রুদ্ধস্বরে কহিল ; "আমার চাবি ! তুমি নিয়েছ! আর আমাকে দাওনি " মুখ বলিল—“এইনে। আজ তু দিলুম। না দিলে ত তুই আজও পেতিস নে ৷” • বালক . ভাবিল—তাহাত ঠিক সে তুখন কৃতজ্ঞচিত্তে চাঢ়ি গ্রহণ করিল।' ' ' • আজ আনন্দপ্রভাতে• মুকুমার সেই চাবি হারানর স্বল্পই দেখিতেছিল। তফাতের মধ্যে স্বপ্নের চবিট রূপার নহে সোনার, আর বাল্যকালের হারান চাবিটি পরে ံ၊ ফিরিয়৷ পাইয়াছিল—স্বপ্নের • চাবিটা খুজিয়া না মিলিতেই তাহার,খুম ভাঙ্গিয় গেল। জাগিয়া সে যখন বুঝিল ইহা সত্য নহে স্বপ্ন মাত্র,— তখন খুব একটা আরাম বোধ করিল। তথাপি গত রজুনীর কল্পনানন্দ ফুল্ল প্রভাতে
পাতা:ভারতী ১৩১৮.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।