১৭৬ জ্যাক কহিল, “তুমি কি এখানে শোবে ? শুধু কম্বলের উপর ? চাদর নেই ?” কাফরি বালক উত্তর দিল, “না—আমি, কালো মানুষ, চাদরের দরকার কি ?” কথাটা বলিয়া কাফরি ঘালক মৃত্যু হাসিল । পরে বুকের মধ্য হইতে হস্তিদন্ত নিৰ্ম্মিত একটি ছোট কেীট বাছির করিয়া সসন্ত্রমে সেটিতে চুম্বন করিয়া গুইয়া, পড়িল । জ্যাক কহিল, “বt:-মেডেলটা ত ভারি মজার দেখতে !” কাফরি বালক কহিল, "এ ত মেডেল নয় —আমার গ্রিগ্রি ।” “গ্রিগ্রি’র অর্থ জ্যাকের ঠিক বোধগম্য হইল না। সে তাবিল, ভাগ্য স্বপ্রসন্ন করিবার জন্ত এটি বুঝি কোন মন্ত্রঃপূত মাজুলি ! মান্থলিটি স্বদেশত্যাগ করিবার সময় পিঙ্গা কারিক বালকের কণ্ঠে পরাইয়া • দিয়াছে ! পিলী কারিকা—যাহাকে ছাড়িয়া একদও সে থাকিতে পারিত না—যে কারিক মাতৃহীন কাফরি বালককে একান্ত স্নেহে বুকের মধ্যে পুরিয়া রাখিয়াছিল—এবং আবার একদিন বিদ্যা শিথিয় যে কারিকার কাছে সে ফিরিয়া यांहळुन ! জ্যাক কহিল, "আমিও মার কাছে যাব ।” মুহূর্বের জন্ত উভয়ে নিস্তব্ধ হইল-- উভয়েই কারিকার কথা ভাধিতেছিল ! কি স্নেহশীলা এই নারীটি—তিনি এখন কোথায়, কি করিতেছেন ? প্রবাসী বালকের কুশল মাগিতেছেন । ভারতী । জ্যৈষ্ঠ, ১৩১ ৮ জ্যাক বলিল, “তোমার বাড়ী বুঝি বেশ ভাল দেশে ? সে কতদুর এখান থেকে ! সে দেশের নাম কি ?” কাফরি বালক উত্তর দিল, “দাহমি !" জ্যাক বিছানার উপর উঠিয়া বধিল, সাগ্রহে কহিল, “ও-তাহলে—তাহলে তুমি নিশ্চয় তাকে জান ! তা’র সঙ্গেই ফ্রান্সে তুমি বুঝি এসেছ ?” “কার সঙ্গে ?” "রাজ-দহমির রাজপুত্রের সঙ্গে " “আমিই ত সে" বলিয়া কাফরি বালক আবার হাসিল । জ্যাক বিস্ময়ে অভিভূত হইয়া পড়িল । রাজা ! রাজপুত্র । যাহাঁকে সে সারাদিন নান৷ ফরমাস থাটিতে দেখিয়াছে, ঝাটা লইয়া যে চারিধায় পরিষ্কার করিয়াছে, টেবিলে আহাৰ্য্য পরিবেষন করিয়াছে, প্লেট গ্ল্যাস সাফ, করিয়াছে, সেই ভৃত্য—এই কাল কাফরি বালক—দtহমির রাজপুত্ৰ ! আশ্চৰ্য্য ! কিন্তু কথাটার তামাসাও ত নাই ! বালকের চোখে মুখে কেমন কোমল একটা ভাব ফুটিয়া উঠিয়াছিল! সে বুঝি কোন মুদুর দেশের সুন্দর অতীতের মুথের দিনগুলির কথা ভাবিতেছিল ! জ্যাক বিস্ময়ের সহিত কহিল, “লে কি ब्ररुम ?” কাফরি বালক বলিল, “এই রকম !" ৰলিয়াই সে ধড়মড়িয়া উঠিা আলোটা নিভাইয়া দিল—কহিল, “সারারাত অাগে জললৈ কাল মার খেতে হবে আবার ।" তারপর নিজের বিছানা জ্যাকের বিছানার নিকটু টানিয়া বলিল, “তুমি ঘুমোবে
পাতা:ভারতী ১৩১৮.djvu/১৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।