পাতা:ভারতী ১৩১৮.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯২ হইল । নেফার অনন্তোপায় হইয়া মিতব্যয়িত অবলম্বন করিলেন। সুতরাং মহামহোপাধ্যায় বংশসস্তৃত বৃত্তিভোগী মহোদয়গণের অন্তদাহ উপস্থিত হইল। ধৰ্ম্মযাজকবৃন্দ ও ভূস্বামীগণ নেফারের ধ্বংসসাধন কল্পে সম্মিলিত হইলেন । মন্ত্রীবর স্বার্থবিশিষ্ট ব্যক্তিগণের কোপানলে পতিত হইয়া পদত্যাগপূর্বক অব্যাহতি লাভ করিলেন (১৭৮৭ খৃঃ) । নেফার পদত্যাগ করিলে শাসন সংক্রাস্ত সৰ্ব্ব বিষয়ে রাজ্ঞী অবাধে হস্তক্ষেপ করিতে লাগিলেন। র্তাহার মন্ত্রণাক্রমে পৰ্য্যায়ক্রমে ফুরি, অরমেছন,কলন প্রভৃতি নগণ্য ব্যক্তিগণ রাজস্ব সচিবপদে নিযুক্ত হইয়া রাজস্ব বিভাগে ঘোরতর বিশৃঙ্খল উৎপাদন করিলেন। অরমেছন রাজকাৰ্য্যের ব্যয় নিৰ্ব্বাহের নিমিত্ত পাউণ্ড ঋণ গ্রহণ করিয়াও কাৰ্য্য পরিচালনে অসমর্থ হইয়া পদত্যাগ করিলেন। অরমেছনের পদত্যাগকালে দৃষ্ট হইল যে রাজকোষে মোট ১৪৪০০ পাউণ্ড মাত্র বিরাজ করিতেছে। কলন রাজস্ব বিভাগে নিযুক্ত হইয়া অর্থসমাগম অথবা ব্যয় নিৰ্ব্বাহ সংক্রাস্ত সৰ্ব্বচিস্তা পরিহার পূৰ্ব্বক বিলাসপরায়ণ রাজ্ঞীর মুনস্তুষ্টি সম্পাদনে মনোনিবেশ করিলেন । সুতরাং রাজকাৰ্য্যসংক্রান্ত আবশুকীয় ব্যয় নিৰ্ব্বাহের নিমিত্ত অর্থাভাব হইলেও, রাজ্ঞীর বিলাস পরিচর্য্যার নিমিত্ত অর্থাভাব হইল না । এইরূপে আয় অপেক্ষা ব্যয় দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। সুতরাং অত্যন্ত্র কালের মধ্যেই রাজকোষ এককালে নিঃশেষিত হইবার উপক্রম হইল । তখন শুনন্তোপায় У 8. o o o o o o ভারতী । জ্যৈষ্ঠ, ১৩১৮ হইয়া মন্ত্রীবর রাজকরের সাহায্য গ্রহণ করিতে কৃতসঙ্কল্প হইলেন । কিন্তু রাজকরের সাহায্য গ্রহণও সহজ ব্যাপার নহে । ভূস্বামীগণ ও ধৰ্ম্মযাজকবৃন্দ সৰ্ব্বপ্রকার দায় হইতে মুক্ত কিন্তু রাজকরের গুরুভারে প্রপীড়িত জনসাধারণের শিরে অতিরিক্ত ভারাপণ সম্ভবপর নহে ! আবার পক্ষান্তরে ধৰ্ম্মযাজকগণের ও ভূস্বামীবৃনের শিরে করডায় অৰ্পণ আদৌ অসম্ভব। উপায়ান্তর দৃষ্টি না করির মন্ত্রীবর উচ্চবংশীয়, ব্যক্তিগণকে আহবান করিয়া এক বিরাট সভার অধিবেশন নিমিত্ত রাজাকে অকুরোধ করিলেন ( ১৭৮৭ ) । সৰ্ব্বসম্প্রদায়ের শিরে সমভাবে করভার অপণের নিমিত্ত এবং রাজস্ব সংক্রান্ত কয়েকটি কুপ্রথা নিবারণ কল্পে এই সভা অfস্থত হইল । কিন্তু অভিজাতগণ রাজার কোন প্রস্তাবেই সম্মতি প্রদান করিলেন না। উপায়ান্তর দৃষ্টি না করিয়া কলন পদত্যাগ করিলেন । (৪) কলন পদত্যাগ করিলে, ব্রাইন রাজস্ব সচিব পদে প্রতিষ্ঠিত হইলেন । ইহার কিয়দিবস অগ্রে প্রধান মন্ত্রীবর পরলোকগত হইলে ভার্জিনিছ প্রধান মন্ত্রীত্বে অভিষিক্ত ত ইয়াছেন । সুতরাং সৰ্ব্ব বিভাগের অভিনব ব্যক্তিগণের সমাগমে, রাজকাৰ্য্য অভিনব প্রকারে পরিচালিত হইতে লাগিল । দুর্ভাগ্যক্রমে এই সময়ে ফরাসি রাজ্যের মহারাণী মেরি অস্তয়নেতের বিচিত্র লীলা জনসাধারণের চিত্ত আকর্ষণ করিল। একদিকে অন্নাভাবে ক্ষুৎপীড়িত মানৰগণের মৰ্ম্মাস্তিক আৰ্ত্তনাদ, অপরদিকে সেই সুন্দরীকুল দর্প (4) Encyclopedia Britannica 9th Edition.