৩৫শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । হরিণ অষ্ট্রীয় নন্দিনীর অযথা বিলাসপরিচর্য্যা ফরাসি চিত্তে অপরিসীম ঘৃণা উৎপাদন করিল। প্রকৃতিপুঞ্জের অভাব অভিযোগ মুখ দুঃখ শক্তি অশাস্তির প্রতি সমভাবে ঔদাসিন্ত প্রদর্শন পূর্বক অস্তমুনেং অনন্ত বেশভূষায় অহরহ বরবপুর শোভা সম্পাদন করিতেছেন। ভাসেলিস ও ত্রিযানন ভবনে অহনিশি নৃত্যগীত, সান্ধ্য সন্মিলন, বন্ধু সন্মিলন প্রভৃতি আমোদ উৎসব চলিতেছে । মহামহোপাধ্যায় বংশসস্তুত নরবৃষগণ রাজত্ববনের সেই সম্মিলনে সেই আমোদ উৎসবে যোগদান করিতেছেন। কাউণ্ট ডি আৰ্ত্তয় প্রভৃতি সুহৃদ্বর্গ সহ রাজ্ঞী রাজার অবিদ্যমানে গভীর নিশীথে প্রাসাদ শিখরে নিদাঘ সমীর সেবনে চিত্তের প্রফুল্লতা সম্পাদন করিতেছেন । প্যারিসবাসীগণ সেই সমস্ত আমোদ উৎসবের তাৎপৰ্য্য উপলব্ধি করিতে অসমর্থ হইয়া রাজপরিবারবর্গের অশেষবিধ কুৎসা রটন এবং পথে ঘাটে প্রতিপৃহে প্রতি স্থানে সহস্ৰ বদনে সহস্র প্রকারে সেই সমস্ত ক্রিয়াকলাপের তীব্র সমালোচনা করিতে লাগিল । ইতি মধ্যে বিধির বিড়ম্বনায় রাজ্ঞীর দুর্ভাগ্য বশত ঘটনাক্রমে একটি হীরক হার প্রসঙ্গীয় অদ্ভূত রহস্তে সমগ্র প্যারিস্ নগরী আলোড়িত হইয়া উঠিল। যদিও পরিশেষে পালিয়ামেণ্টে বিচার সমিতি হীরকহীর বিষয়ক ঘটনাবলীতে রাজ্ঞীর নির্দোধিতা শবধারণ করিলেন, তথাপি উন্মত্ত • ফরাসী জাতি তাহাতে পরিতৃপ্ত হইল না। তাহদের *१ विषीम् खन्नििश cष शैब्ररुइििन वेगश्च ব্যাপারটি , লীলাময়ী অন্তয়নেতের অনন্তगीगाब ७क छूटेखि इन। शठेना? બુરેઃ ফরাসী বিপ্লবের ইতিহtল। , রাজ্ঞী হার ক্রয় করিতে অনিচ্ছা సి బి বোহেমীর নামক প্যারিস নগরের স্ব প্রসিদ্ধ অলঙ্কার বিক্রেত রাজপরিবারবর্গের যাবতীয় • অলঙ্কার নিৰ্ম্মাণ করিতেন। তিনি বহু পরিশ্রমে • ও অশেষ যত্নে একটি অপুৰ্ব্ব হীরকহার নিৰ্ম্মাণ পূৰ্ব্বক ধিক্রয়ার্থে রাঙ্গীর সমীপে আনয়ন করিলেন। রাজ্ঞী মূল্য জিজ্ঞাসা করিলে তিনি বললেন “৬৪০০ পাউণ্ড”। মূল্য গুনিয়া । প্রকাশ করিলেন। অনন্তর বোহুেমার হার বিক্রয়ের নিমিত্ত দেশদেশাস্তরে গমন করিলেন কিন্তু কোনক্রমে কৃতকাৰ্য্য হইলেন না। কিয়দিবস পরে মথি নামী সন্ত্রাস্তবংশীয় কোন মহিলা বোহেমীর সন্নিকটে আগমন করিয়া বলিলেন “রাজ্ঞী অনেক চিন্তার . পর আপনার সেই হীরক হারটি ক্রয় করিতে সন্মত হইয়াছেন ; একথা আপনি কাহারও নিকট প্রকাশ করিবেন না।” এই বলিয়া মথি রাজ্ঞীর নামাঙ্কিত একখানি লিপি বোহেমীরের হস্তে অর্পণ করিলেন। পত্ৰখানি প্রকৃতপক্ষে রাষ্ট্ৰী, কর্তৃক স্বাক্ষরিত অথবা প্রবঞ্চনাময়ী মথির দুরভিসন্ধি প্রস্থত তৎসম্বন্ধে সন্ধিহান হইয়া বোহেমার কিংকৰ্ত্তব্য বিমুঢ় হইয়া রহিলেন। মথি বললেন “আপনার সন্দেহ ভঞ্জনার্থে আমি রাজভবনস্থ জনৈক উচ্চ পদস্থ কৰ্ম্মচারীকে সত্বরই আপমার নিকট প্রেরণ করিব । তিনিই ক্রয় কাৰ্য্য সম্পন্ন করিবেন।” কিয়ৎকাল পরেই কার্ডিনাল রোহান্ নামক রাজ্ঞীর দাতব্য বিভাগের সৰ্ব্বপ্রধান কৰ্ম্মচারী মথি সমভিধ্যাহারে বোহেমীর সমীপে আগমন পূর্বক ৫৬০০০ পাউণ্ড মূল্য অবধারণে রাজ্ঞীর নামে সেই হার ক্রয় করিলেন। কৰ্ম্মচারী প্রবরের নির্দেশ
পাতা:ভারতী ১৩১৮.djvu/২১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।