සෞද්*, বর্ষ, দ্বিতীয় সংখ্যা । আবরগণ নানাভাবে নানা উপারে বন্ধে প্রকাশ করিতে লাগিল—সেই সময় শ্ৰীযুক্ত নীডহাম সাহেব রাজনৈতিক কৰ্ম্মচারী নিযুক্ত হয়েন । তাহাদিগের বাসস্থানের সন্নিকটে ইংরাজরাজের বিচারালয় প্রভৃতি স্থাপন বিষয়ে তাহার। বিশেষ আপত্তি উথাপন করিল—নীডহাম তাহাদিগকে সশস্ব ইংরাজ অধিকারে প্রবেশ করিতে বাধা দেওয়ায় তাহারা অত্যন্ত কুদ্ধ হইল এবং নীলা প্রকার অন্যায় উপদ্রব করিয়া ব্রিটিশ তুশাসনে বtধ জন্মাইতে লাগিল । আসাম চীফ কমিশনারের চেষ্টায় যদি ও তlহার কথঞ্চিৎ শাস্বভাব ধাবণ করিল তবুও শীঘ্রই যে উৎপাষ্ট আরঙ্গ করিবে ভাৰ্ছ কাহারও বুলিতে বাকী বহিল ন! । সাময়িক প্রসঙ্গ । 'సి' প্রথমে তাহীরা অতি সামান্ত দুইএকটি উপলক্ষ্য ধরিয়া ব্রিটিশ অধিকারে প্রবেশ পূর্বক শাস্তিভঙ্গ করিতে • লাগিল, পরে ১৮৯৩ খৃষ্টাব্দে একদল সশস্ত্র পুলিশ সিপাহীকে আক্রমণ করিল। এই ক্ষুদ্র যুদ্ধে অনেক সিপাহী নিহত হইল,—তখন রীতিমত সৈন্তদল প্রেরিত হইল। আবরগণ সাধ্যমত ব্রিটিশ বাহিনীর প্রতিকূলত করিতে লাগিল ; নীডহাম সাহেৰ তাহতে পশ্চাৎপদ না হইয়া ক্রমশঃ অগ্রসর পূর্বক চারিদিকের অবির গ্রামগুলি অধিকার করিতে লাগিলেন- ক্রমে নিবিড় অরণ্যে বাধা প্রাপ্ত হইয়া উহাকে ফিরিয়া আসিতে হইল। আসিয়া দেখিলেন র্তাহার অধিকৃত গ্রাম সকল পুণরায় বিদ্রোহী হইয়াছে। তখন তিনি আলরগণু নিষ্ঠুরভাবে চারিদিকে গ্রাম ধ্বংস করিতে লাগিলেন । কঠিনরূপে শাসিত হইয় একল পর্যান্ত তাহার। আর কোনরূপ উপদৰ অভ্যাচার করে নাই । ডাক্তার গ্রেগারসন এবং. উইলিয়া সনের শোচনীয় পরিণাম অত্যস্থ মর্থবিদারক । উইলিয়ামসন, সহকারী রাজনৈতিক কৰ্ম্মচারী এবং পুলিশের ডিষ্ট্রক্ট সুপারিনটেনডেন্ট ছিলেন। তিনি কি জন্য আবরদিগের দেশে প্রবেশ করিয়াছিলেন তাহার যথার্থ কারণ এখনও জনা যায় নাই। তিনি অত্যন্ত ধগম্বুপ্রিয় ছিলেন, সম্ভবতঃ মুগয়ার জন্তই বন্ধুর ডা: శ్రీ গ্রেগারসনকে সঙ্গে করিয়া অlরর দেশে গিয়াছিলেন । পরন্তু উইলিয়ামসন অনেকগুলি কুলী সঙ্গে করিয়৷ যাত্রা করিয়াছিলেন দেখিয়া কেহ কেহ অনুমান করেন যে তিনি অজ্ঞাতদেশ আবিষ্কার চেষ্টীয় অগ্রসর হইয়াছিলেন। প্রথম প্রথম উাহারা যে সকল গ্রামে যান সেখানে গ্রামবাসিগণ সামদরে উহাদের অভ্যর্থনা করিয়াছিল। ২৮ শে মার্চ তারিখেও তাহার পাসিমিয়ং প্রদেশে ছিলেন, ৩১শে তারিখে সকলে श्रtशब्रॉनेिब्र °झ उत्रांराग्ननिर्शब cङलांग्न नौ viांश इशलन-ननी गौर्भ হইলেও অত্যন্ত গভীর
পাতা:ভারতী ১৩১৮.djvu/২২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।