১৫৭ বর্ষ, তৃতীয় সংখ্যা । (খোলা বোতলে বা বাটিতে ) রাখিলে ংক্ষণাৎ সেই পত্রি হইতে বাহির হইয়া ঘরময় ছড়াইল্প পড়ে না ; ক্রমশঃ বাষ্পাকারে পরিণত হইলে, অর্থাৎ তরল হইতে অনিল অবস্থা প্রাপ্ত হইলে পর তবে গৃহস্থিত বায়ুমগুলের সহিত মিশিয়া যায়, অনিলকে কোন পাত্রে কিছুকাল রাখিতে হইলে সেই পাত্রে বিন্দুম এ ছিদ্র থাকিলে চলিবে না ; সম্পূর্ণরূপে অবরুদ্ধ পাত্রেষ্ঠ অনিল বিশুদ্ধ অবস্থায় রাখিতে পারা যায় । অনিল পদার্থের আৰও এক বিশেষত্ব আছে । উচ্চ প্রায়ই বায়ুং স্থার বর্ণহীন এবং অত্যন্ত লঘু। জড় পদার্থের সাধারণ ধৰ্ম্ম উহার গুরুত্ব? অনিল জড় পদার্থ—এবং উহার গুরুত্ব আছে । কিন্তু কঠিন ও তরল বস্তুর তুলনায় অনিল এত লঘু যে উহার ৪জন সহজে করা যায় না । বায়ু-নিষ্কাসন যন্ত্রের দ্বারা একটা বোড়লের সমস্ত বায়ু বাহির করিয়া ফেলিলে ঐ বোতলের ওজন কমিয়া যায় । সাধারণ খালি বোতল বাযুপূর্ণ থাকে। উছাকে বায়ুখন করিয়া ওজন করিলে ভার কম বোধ হয় । ভার যতটা কম হয়, সেইটুকু এক বোতল ৭ায়ুর ওজন । মনে কর, একটি বোতল জল শুদ্ধ ওজনে পাচ পোয় হুইল । জল ফেলিয়া দিয়া “খালি” বোতলের ওজন, ধর আধ সের। ভাগ হইলে যে জলটুকু ফেলিয় দেওয়া হইল, উপর ওজন কত ? সাধারণতঃ বলিব, তিন পোয় কিন্তু একটু ভাল করিয়া দেখিলেই ভুল "ধ পড়িবে। যে বোতলট। আমরা "খালি” "শাম ও হার ওজন আধসের হইল, বস্তুত তাপ ৪ উত্তাপ । ミo● সে বোতল খালি নছে । উহার মধ্যে এক বোতল বায়ু আছে । সুতরাং, বোতল+ জল= প{চ পোপ্পা । (১) বোতল, বায়ু= আধ সের। (২) এই দুইয়ের এর অন্তর মুদ্ধ জলের ওজন হুইবে না । জলের ওজন তিনপোয় অপেক্ষা বেশি–ঐ বায়ুর ওজন যত ততটুকু বেশি । যদি . দ্বিতীয় ওজনে কেবল বোতলের ওজন অধি সের হইত, তাহা হইলে জলের ওজন তিন পোয়া হইত। কিন্তু এ স্থলে শুদ্ধ বোতলের ওজন আধ সেরের অপেক্ষা কম, কারণ লোভলের সহিত বায়ু লইলে তবে আধ সের হয় । সুতরাং বোতল ও জল পাচ পোয় এবং লোতল অধিসেরের কম হইলে, জল তিন ' পোয়ার বেশি। এ স্থলে ( ১ ) $ ( ২ ) বিয়োগ করিলে, জল – বায়ু=তিন পোল্পী হয় ; অতএব জলের ওজন = তিন পোয়1+ বায়ু। কিন্তু বায়ুটুকু এত লঘু যে তিন পেস্থার সহিত যুক্ত হইলে বড় একটা বেশি পার্থক্য হয় না । তিন পোয়ীর তুলনায় বায়ুর ওজনটি ছাড়িয়া দিলে বিশেষ ক্ষত্তিও হয় না। এক ঘড়ী জল হইভে যদি এক বিন্দু জল ফেলিয়া দিই তাছা হইলে বড় ও জলের ওজন কম বোধ হয় না । ইহা আমাদের বোধ শক্তির দোষ সন্দেহ নাই । স্বল্প তুলাদণ্ড আমাদের ষ্ঠায় অকৰ্ম্মণ্য নহে। ঐ যন্ত্রের সাহায্যে মন্ত্যন্ত লঘু বস্তুর ও গুরুত্ব পরিমিত হইতে পারে । নিয়ে যে হিসাব দেওয়া গেল তাহাতে অনিলের লঘুত্ব বুঝা যাইবে।” যে আয়তন ( ; • • • লিটার ) জলের S DD ggD DD DBS gDS DD BDDDSABB DD DDBBB D DD DDS BB S SYBB DDD DD DDS DDD DDDD DS DD DD DDD DD DDD DD ttt BBB DDD
পাতা:ভারতী ১৩১৮.djvu/২৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।