२ ४२ হইয়া লঘু হয় ও উপরে উঠে। চতুঃপার্শ্বস্থিত শীতল বায়ু বেগে আসিয়া সেই উত্তপ্ত বায়ুর পুৰ্ব্বস্থান অধিকার করে। এইরূপে “মৃদ্ধ মলয়ানিল” হইতে ভীষণ ঝড়ের স্বষ্টি হয়। বায়ুর এই গতি আছে বলিয়াই এক স্থানের কলুষিত বায়ু সেই স্থান হইতে শীঘ্র বিদূরিত হইতে পারে। অবস্থার পরিবর্তন। যথেষ্ট উত্তপ্ত ' হইলে কঠিন বস্তু তরলীকৃতি ও তরল বস্তু অনিলাকৃতি ধারণ করে। একখণ্ড বরফ ফ্রানেল, কম্বল অথবা করাতের গুড়ার মধ্যে রাখিলে উহাতে বহিঃস্থ তাপ প্রবেশ করিতে পারে ন!—বরফও গলে না । ইহার কারণ উক্ত দ্রব্যসকল তাপের অপরিচালক । তাপ দিলে তবে বরফ গলিতে আরম্ভ হয় ; গলিবার সময় উহার উত্তাপ ০ ডিগ্রী। যতক্ষণ পৰ্য্যস্ত ন সমস্ত বরফ গলিয়া শেষ হয়, ততক্ষণ উছার উত্তাপ • ডিগ্রীই থাকে। তাপ বরফে অনুপ্রবিষ্ট হয় বটে কিন্তু উহার উত্তাপ বুদ্ধি না করিয়া কেবলমাত্র অবস্থার বিভিন্নতা সম্পাদন করে। কঠিন হইতে তরল অবস্থায় আনিতে হইলে সকল বস্তুরই ঐরুপ তাপ গ্রহণ ও প্রচ্ছন্নভাবে বস্তুর অভ্যস্তরে উৎ রক্ষণ ধৰ্ম্ম দেখা যায়। এক গ্রাম ওজনের কঠিন, স্বয় গলনের উত্তাপে যে পরিমাণ তাপ গ্রহণ করিয়া উহা প্রচ্ছন্নভাবে রাখিয়া সেই উত্তাপেই তরলীভূত হইয়া থাকে তাছাকে ঐ কঠিনের “oto" (Latent heat, of fusion) বলিতে পারা যায়। মৌলিক ও বিশুদ্ধ ধৌগিক কঠিন পদার্থসকলেরই বিশেষত্ব এই ৰে উস্থায় নিদিষ্ট উত্তাপে গলিতে আরম্ভ হইয়া নির্দিষ্ট পরিমিত তাপের সাহায্যে সেই উত্তাপেই ○ | ভারতী । আষাঢ়, לכ9\ל मन्शूर्पङ्ग८* *णिब्र यांछ । निरब कठक७णि কঠিনের গলন-উত্তাপ ও গলন-তাপ দেওয়া গেল ৪— रुठेिन গগনের উত্তাপ পললতাপ বরফ • ডিগ্রী ৭৯ ক্যালোর দস্ত। 8२० » રોઝ , সীসক ૭૨ઉ , * , রাং 8 > ,, لانئ چا , গন্ধক ১১ 8ই , * , রৌপ্য "بوه ه ه د २> , লৌহ ) ఆe e , ર૭ , এই তালিকা দেখিলে বোধ হইবে যে বরফের গলন উত্তাপ যদি ও অতি নিম্ন, উহার গলনতাপ সৰ্ব্বাপেক্ষ অধিক । যে তাপে এক সের মাত্র বরফ গলে, সেই তাপে প্রায় পোনে তিন স্তুের দস্তা, সাড়ে পাচ সের রাং, নয় সের গন্ধক, ষোল সের সীসক, পোনে চারি সের রৌপ্য ও সাড়ে তিন সের লোহ কিন্তু বরফের গলন উত্তাপ অতি নিয় ( ০ ডিগ্রী ) বলিয়া উহা শীঘ্রই গলিতে আরম্ভ হয়। ঐ সকল বস্ত গলিতে আরম্ভ ইষ্টয়া সম্পূর্ণরূপ গলিতে যন্ত সময় ও তাপ লাগে, তাহার মধ্যে বরফের সৰ্ব্বাপেক্ষ অধিক সময় ও তাপ লাগে । বরফ গলান সৰ্ব্বাপেক্ষা ੋ | उब्रन बल बtथडे डेढॐ श्रण भूमि অনিলে পরিণত হয়। জল ১৯• ডিগ্ৰী পৰ্য্যন্ত তরল অবস্থায় থাকে। সেই উত্তাপে বর্ণ উহাতে তাপ সংযোগ করা যায়, উছার উত্তাপ না বাড়িয়া উছ জনিল বাষ্প হইয়া পড়ে, উত্তাপ সেই ১০০ ডিগ্রীই থাকে। প্রত্যেক মৌলিক ও বিশুদ্ধ যৌগিক তরল পদার্থে গলে ।
পাতা:ভারতী ১৩১৮.djvu/২৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।