পাতা:ভারতী ১৩১৮.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७br ভারতী । অtধtঢ়, ১৩১৮ সুন্দর | পশ্চিম আকাশের পরে তখনে সুর্য্যাস্তের ধূসর আভা ছিল ; আমাদের আশ্রমে শালবনের মাথার উপরে সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ শাস্তি সমস্ত বাতাসকে গভীর করে তুলছিল। আমার হৃদয় একটি বৃহৎ সৌন্দর্যের আবির্ভাবে পরিপূর্ণ হয়ে উঠেছিল। আমার কাছে বর্তমান মুহূৰ্ত্ত তার সীমা হারিয়ে ফেলেছিল ; আজকে কার এই সন্ধ্যা কত যুগের সুদূর অতীতকালের সদ্ধার মধ্যে প্রসারিত হয়ে গিয়েছিল । ভারতবর্ষের ইতিহাসে যেদিন ঋষিদের আশ্রম সত্য ছিল ; যেদিন প্রত্যহ স্বৰ্য্যের উদয় এদেশে তপোবনের পর তপোবনে পার্থীর কাকলি এবং সামগানকে জাগিয়ে তুলত ; এবং দিনের অবসানে পাউলবর্ণ নি:শব্দ গোধূলি কত নদীর তীরে কত শৈলপদমূলে শ্রাস্ত হোমধেন্থগুলিকে তপোবনের গোষ্ঠগৃহে ফিরিয়ে আনৃত, ভারতবর্ষের সেই সােল ' জীবন এবং গভীর সাধনার দিন আজকের শান্ত সন্ধ্যার আকাশে অত্যন্ত সত্যরূপে প্রত্যক্ষ হয়ে উঠেছিল। • আমার এই কথা মনে হচ্ছিল,আৰ্য্যাবপ্তের দিগন্তপ্রসারিত সমতল ভূমিতে স্বর্ধ্যোদয়ে স্বৰ্য্যাস্তে ৰে আশ্চৰ্য্য সৌন্দর্ঘ্যের মহিম! প্রতিদিন প্রকাশিত হয় আমাদের আর্য্যপিতামহের তাকে এক দিয়ও এক বেলাও উপেক্ষা করেননি। প্রাতঃসন্ধ্যা ও সারংসন্ধ্যাকে তার অচেতনে বিদায় দিতে পারেন নি। প্রত্যেক যোগী এবং প্রত্যেক গৃহী তাকে হৃদয়ের মধ্যে গ্রহণ করেছেন। কিন্তু কেবল ভোগীর মত নয়, ভাবুকের মত নয়। সৌন্দর্যাকে তারা পূজার মন্দিরে অভ্যর্থনা করে নিয়েছেন । সৌন্দর্য্যের মধ্যে যে আনন্দ প্রকাশ পায় তাকে তারা ভক্তির চক্ষে দেখেছেন—সমস্ত চাঞ্চল দমন করে, মনকে স্থির শান্ত করে উষা ও সন্ধ্যাকে স্তর অনন্তের ধ্যানের সঙ্গে মিলিত করে নিয়েছেন। আমার মনে হল নদীসঙ্গমে সমুদ্রতীরে পৰ্ব্বতশিখবে যেখানে তার প্রকৃতির মুম্বর প্রকাশকে বিশেষ করে দেখেছেন সেইখানে তার আপনার ভোগের উদ্যান রচনা করেননি ; সেখানে তারা এমন একটি তীর্থস্থান স্থাপন করেছেন, এমন কোনো একটি চিহ্ন বেথে দিয়েছেন , যাতে স্বভাবতই সেই স্বনারের মধ্যে ভূমীর সঙ্গে মামুধের মিলন হতে পারে । এই মুম্বরের মহানৃরূপকে সহজ দৃষ্টিতে যেন প্রত্যক্ষ করতে পারি এই প্রার্থনাট আমার মনের মধ্যে সেই সঙ্ক্যার আকাশে জেগে উঠছিল । জগতের মধ্যে সুন্দরকে আপনার ভোগবৃত্তির দ্বারা অসত্য ও ছোট না করে, ভক্তিবৃত্তির দ্বারা সত্য ও মহৎ করে যেন জানতে পারি। অর্থাৎ কেবলি তাকে নিজের করে নেবার খর্ব বাসনা ত্যাগ করে, আপনাকেই তার কাছে দান করবার ইচ্ছা ধেন আমার মনে স্বাভাবিব হয়ে ওঠে ।

  • ठ१न जावाब्र uहे कथा? मरन *"