ఫిని 8 উপায় পড়ে আছে, আপনার ভাইয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দিন না— 馨 রা। রাজা কি রাজি হবেন ? মা । আপনার কথায় রাজা রাজি হবেন না—কি বলেন ? কিন্তু আগে সে কথা বলবেন না,—আগে বিয়েট ভেঙ্গে দিন । পঞ্চনদের রাজা এদের অপমান করেছিলেন, এই কথাটা স্মরণ করিয়ে দিলেই এটা সহজে সিদ্ধি হবে। রা। যদি না হয় ? মা। তখন অন্ত উপায় ভাব যাবে, – আমি থাকতে আপনার কোন ইচ্ছাই বিফল হবেনা—এ বেশ জানবেন। দেখুন না এখনি 'আমি কি কাণ্ড করে আসি ! রাণী । যা ও মাতঙ্গিনী, তুমিই আমার প্রকৃত সখী, বন্ধু, হিতাকাঙ্কিণী—তোমা উপকার জীবনে ভুলব না। মাতঙ্গিনী স্বগত) রাজারাণীর কপার ভারতী । আষাঢ়, ১৩১৮ যে ভোলে সেও নিৰ্ব্বোধ—আর আপনার লাভচুকু বুঝে যে তাদের মন যুগিয়ে ন চলে—সে আরও নিৰ্ব্বোধ ! ( প্রকাতে ) মহারাণি, আপনার কাজেই যেন এজীবনট কাটিয়ে যেতে পারি ? তাহলেই জ, বনট সার্থক জ্ঞান করব । চল্লেম তবে — (মাতঙ্গিনীর প্রস্থান ও প্রতিষ্করিণীর প্রবেশ ) প্রতি । মহারাণি, মহারাজ প্রমোদ ভবনে এসে আপনার অপেক্ষা করছেন । রাণী । এবই মধ্যে ! যা ও প্রতিস্থাবি৭ি —সংবাদ দাও—আমি এখনি আসছি । ( প্রতিহারিণীর প্রস্থান । , ( রাণীর আয়নার সম্মুখে দাড়াইয়। সাজসজ্জা নিরীক্ষণ করিতে করিতে ) কিছুরই ত ক্রট মনে হচ্ছে না, আয়নায় ड झनछे; ब्लगभगर्छे क८व्र प्टt%६-यश्वन ! —ধাই—আর দেরী করব না । প্রস্থান । পঞ্চম দৃশ্ব । [ পুষ্পসজ্জিত প্রমোদ গৃহ ; ফুল রচিত সিংহাসনে রাজ রাণী উভয়ে উপবিষ্ট ; নিকটে সখীগণ নৃত্যগীত করিতেছে। রাঙ্গ সত্যুষ্ণ নয়নে রাণীর দিকে চাহিয়া উভয়ে গুণ গুণ করিয়া কথা কহিতে কহিতে মাঝে মাঝে সবুধে সাঙ্গ পুপ,প হইতে পুপ গ্রহণ করি। মৃত্যুকারিণীদিগকে পারিতোধিক বর্ষণ করিতেছেন। ] সর্থীগণের গান । গা ও আমাদের রাঙ্গ রাণীর জয় ! এমন মুখের রাজ্য কোথা ত্রিভুবনময় ! 鬱 কুলে হেপায় নাহি কঁাট, মেঘে নাহি আঁধাগ্ন ঘটা আলোক মধুর স্নিগ্ধ ছটা, প্রখর ওপ্ত নয় । छ्ब्रू छब्र छघ्र छघ्र है।
পাতা:ভারতী ১৩১৮.djvu/৩২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।