२२ ভারতী । বৈশাখ, ১৩১৮ প্রার্থনা | তব গানের সুরে হৃদয় মম রাখ হে রাখ ধরে তারে , দিয়োন কভু ছুটি। তব আদেশ দিয়ে রজনী দিন দাও হে দাও ভরে প্রভু আমার বহু ছটি। তব পলকহারা আলোকদিঠি মরম পরে রাখ, যত সরমে মোর সর্ম দিয়ে নীরবে চেয়ে থাক, সকলভ ক্ষমায় তব রাখ আবৃত করে মোর যেখানে যত ত্রুটি । *‘মোরে দিয়োনা দিন মুখের আশে করিতে দিন গঙ শুধু শয়নপরে লুট। আমি চাইনি যাহা তাই দিয়োহে আপন ইচ্ছামত আমার ভরিয়া দুই মুঠি । مه র্মের যতই তৃষা ততই কৃপাবরষা এস নেমে, মোর মৃত গভীর দৈন্ত তত ভরিয়া তোল প্রেমে, মোর যত কঠিন গৰ্ব্ব তীরে হান ততই বলে ' उशि। পড়,কু পায়ে টুটি। . . g ঐরবীন্দ্রনাথ ঠাকুর। -ജ്ഞ আমেরিকায় গ্রীষ্মাবকাশ। এবার, গ্রীষ্মের "বন্ধে আমি কি কৰ্ণধ্য গ্রীষ্মাবকাশে শারীরিক পরিশ্রমের কার্য্য করিয়াছি এবং ঐ স্থানের ছাত্রের সে সময় সাধারণতঃ-র্কি রকম কাজ করে তাঁহাই আজ কিছু লিখিব। কেন না সম্ভবতঃ তাহাতে আমাদের দেশীয় যুবকগণের কিছু উপকার হইতে পারে। এখানে,গ্ৰীষ্মবিকাশে আমাদিগকে মাঠে কাৰ্য্য করিতে হয়। এদেশের शप्जज्ञा बडहे शनैौ इडेरुं न ८कन, করিম থাকে। এ সময়ে ছাত্রগণের মুক্তক্ষেত্রে ( open air ) কাজু করাই বিধি, এবং সকলেই প্রধানত নিজ নিজ শিক্ষানুযায়ী কার্য্য সংগ্রহ করে । আমাদের কলেজ বন্ধ হওয়ার অব্যবহিত পরেই কলেজ কুইতে কাজ সংগ্ৰহ করিয়া আমরা বাঁকু জন ছাত্র এখান হইতে প্রায়
পাতা:ভারতী ১৩১৮.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।