পাতা:ভারতী ১৩১৮.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७8२ ওমার কঠোর হস্তে শাসনদণ্ড পরিচালনা করিয়া মুসলমান শক্তি সংযত রাখিয়াছিলেন। কিন্তু যে দিন করুণ-হৃদয় ওথমান সিংহাসনে আরোহণ করিলেন, সেই দিন হইতে বিশৃঙ্খ লার স্বত্রপাত হইল । ওমার যেমন স্বীয় ব্যবহার দ্বারা প্রজাপুঞ্জকে বিলাসিত-বর্জন করিতে শিক্ষা দিতেন, তেমনি যেখানেই বিলাসিভার উন্মেষ দেখিতেন সেখানেই কঠোর ভাবে তাহার দমন করিতেন । জেরুজালম নগর অবরোধের সময় এক উদ্ভূপৃষ্ঠে ওমার তথায় গমন করিয়াছিলেন । উক্ট্রপৃষ্ঠে তাহার আসবাবের মধ্যে ছিল, কিছু ফল ও শস্য পরিপূর্ণ দুইটি থলি, চৰ্ম্মনিৰ্ম্মিত একটি জলাধার ও একখানি থালা । জেরুজেলমের অধিবাসী히 उँोशब्र বাসের জন্ত এক মনোরম প্রাসাদ সজ্জিত করিয়া রাখিয়াছিল, কিন্তু ওমার নগরের বহির্ভাগে এক তাম্বুর মধ্যে মৃত্তিকায় আসীন হইয়া নাগরিকগণের সঠিত সাক্ষাং করিয়া ছিলেন – সুসজ্জিত প্রাসাদে পদপিণ করেন নাই । স্বীয় রাজত্বকালে বিলাসিভার আবির্ভাব হইতে দেখিয়া ওথমান ক্ষুঃ হইলেন, কিন্তু তাহ! নিবারণ করিবার সামর্থ্য র্তাহার ছিল না । কঠোর কার্য্যে তিনি নিতান্তই অপুটু ছিলেন। ওমারের মৃত্যুর পূৰ্ব্বেই সমস্ত আরব ও পারস্যদেশ, সিরিয়া, মিশর, ও আফ্রিকা দেশ এবং শাই প্রাস দ্বীপ মদিনার খলিফার পদানত হইয়াছিল। পূৰ্ব্বে হিন্দুকুশ ও পশ্চিমে আটলাণ্টিক মহাসাগর পর্যন্ত সৰ্ব্বত্র মুসলমানের বিজয়-বৈজয়ন্তী উদ্ভট্টীয়মান হইয়াছিল। এতবড় সাম্রাজ্যের যাহার প্রতিষ্ঠাতা, দেশবিদেশ লুণ্ঠন করিয়া অপরিমিত ভারতী । শ্রাবণ, ১৩১৮ ধনরত্ব যাহার স্বদেশে আনিয়াছে, ওমারের কঠোর শাসন অপম্ব ত হইবার পরেই তাহাবা বিলাসিতীয় মগ্ন হুইয়া পড়িল । ওথমান তাহার প্রতিবিধান করিতে সক্ষম হইলেন না। এদিকে ওথমান আর এক ভুল করিয়া বসিলেন। তিনি উপযুক্ত লোক দিগকে অগ্রাহ করিয়া স্বীয় আত্মীয়-স্বজনদিগকে উচ্চ রাজকাrর্য প্রতিষ্ঠিত করিতে লাগিলেন। যে সমস্ত বীর মুসলমান সামাজ্য স্থাপনে সহায়তা করিয়াছিলেন, তাহারা ও থমানের অবঙ্গে লায় ক্ষুণ্ণ হইলেন । আবার বিলাসিত। বুদ্ধির সহিত দেশের ধারিদ্র্য ও বাড়িতে লাগিল । চতুৰ্দ্দিকে অসন্তোষ ধুমিত হইয়। উঠিল । মহম্মদের সঙ্গী আবুদার নামক এক ব্যক্তি কোরাণ হইতে বচন উদ্ধত কবিয় প্রমাণ করিতে লাগিলেন, অর্থ সমস্ত অমর্থের মূল, সুতরাং বল প্রয়োগ করিয়া ধনীগণকে তাক দের প্রয়োজনীতিরিক্ত অর্থ দরিদ্রগণেব মধ্যে বিতরণ করিতে বাধ্য করা উচিত । অন্ত এক প্রচারক আবিভূতি ইষ্টয়; প্রচার করিতে লাগিলেন মহম্মদ সত্বরই পৃথিবীতে প্রত্যাগমন করিয়া মুসলমানদিগের উপর যে সমস্ত ধ্ৰুবু ও অত্যাচার করিতেছে তাছা দিগকে বিনাশ করিবেন। সেই শুভদিনের প্রত্যাশায় মুসলমান প্রজ রাজশক্তিকে অবহেলা ও স্বণ করিতে শিখিল । মুখে মুখে মহম্মদ যে সমস্ত উপদেশ দান कटिङन, 3रुाद्र छोडिङबझा८डडे अि' लिनिवक श्ठेब्राझ्टाि, द्धि यादउँौब जेखि 4° সংকলিত হইয় গ্রন্থাকার ধারণ করে নাই | আবুবকর এই সমস্ত বচন একত্র করিয়া গুচার করেন। আবুবকরের সংকলিত