৩৫শ বর্ধ, প্রথম সংখ্যা । ৮০ মাইল দূরে (Lewistởn) লুইস্টন নামক স্থানে যাত্রা করিলাম। পূৰ্ব্বে কখনও এমন কার্যে বাহির না হওয়ায়, এসম্বন্ধে আমার বিন্দুমাত্র অভিজ্ঞতা ছিল না, তাই কোন কোন জিনিষ সঙ্গে নেওয়া প্রয়োজন, তাহার তালিকার জন্ত, একজন বন্ধুব শরণাপন্ন হইতে হইল এবং তাহার পরামর্শ মত জিনিষপত্র প্যাক করিয়া লইলাম। জিনিষ প্যাক করার মধ্যেও, বেশ একটু চাতুৰ্য আছে, যত সুন্দরূপে এবং ছোট করিয়া প্যাক করিতে পার ততই তোমার বাহাদুরী। কারঃ এই সমস্ত জিনিষ কয়েক মাইল আমাদের আপনাদিগকেই বহন করিতে হইবে। জিনিষ পত্রাদি প্যাক হইলে, চামড়পর ব্যাগ হাতে ও বিছানার মোট স্কন্ধে করিয়া, আমরা বার জন ষ্টেশন অভিমুখে চলিলাম, ষ্টেশনে পেছিবার অল্পক্ষণ পরেই গাড়ি পাওয়া গেল, এবং রাত্রি প্রায় আট ঘটিকার সময় আমাদের গাড়ি লুইপটন সহরে পৌছিল। আমাদের কার্য্যস্থল, সহর হইঠে, શાક আট মাইল দূরে পাহাড়ের উপর" এই আট মাইল হাটিয়া কিম্বা মালগাড়ী (Wagon) করিয়া অতিক্রম করিতে হইবে ; রাত্রি হওয়ায় সেদিন আর ঐ আট মাইল সুতিক্রমের *প্রয়াস না, করিয়া, একটা হোটেলে স্থান লওয়া গেল। হোটেলে আহারাদির পর विाम पt६ दनिप्राहि $मन गमत्र उनिप्ड "for" awson (Ringling Brothers). রিংগি ব্রাদার্সের স্ববিখ্যাত সারকাম্ এক জনীর জন্ত তামুগা দেখুইতেছে ; লুইস্টন ক্ষুদ্র সহর • প্রতি বৎসরে আমেরিকায় গ্রীষ্মাবকাশ। ২৩ এখানে সার্কাস'আসে না. তাই সকলেই এই সুযোগে সার্কাস দেখিতে ছুটয়াছে। ইহাদের মধ্যে আমেরিকার আদিম অধিবাসী রেড় ইণ্ডিয়ানগণের সংখ্যা কম নহে। তামীয়া দেখিলার ইহাদের বড়ই, সখ। আমি পূৰ্ব্বে কখনও দুই তিন শত আদিম অধিবাসী একত্র দেখি নাই, তাই আমিও ইহাদিগকে দেখিবার জন্ত উৎসুক হইয়া উঠিলাম। . 象 সার্কাসে যাইবার আমার বড় ইচ্ছা নাই অনেকবার সার্কাশ দেথিয়ছি, আর গেলেই টাকা খরচ , তাই আমরা কয়েকজন বাছিজ চতুর্দিকে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। কিছুদূর অগ্রসর হইতেই রক্তবু পোষাকপরিস্থিত প্রকাও উষ্ণৗষধারী • কয়েকটি শিখকে দেখিতে পাইলাম ; অনেকদিন পরে-দেশের লোকের মুখ দেখিয়া যথেষ্ট আনন্দ হইল . এবং এই সার্কাসে "ইহারা কি কাজ করে তাই জানিবার জন্ত উংস্থক হইলাম, তাই অগ্রসর হইয়। হিন্দি ভাষায় জিজ্ঞাসা করিলাম, তাহারা কি হিন্দুস্থানের লোক ? তাহারাও দেশীয় লোক দেখিয়া আমাদের সহিত আলাপে প্রবৃত্ত হইল, এবং অবশেফে আমাদিগন্ধুে সার্কাণ দেখাইরা তবে ছাড়িয়া দিল। এইরূপে বিনা পয়সায় *.আমাদের সার্কাশ দেখা হইয় গেল। ইহার এই সার্কাশের পাশ্বে নানা প্রকারের বাদ্যযন্ত্র নিয়া এমন একটা বিপর্যায় গোলযোগ করে, যে তাহার - তাল, মান মুর কিছুই থাকেন ; সার্কাস কোম্পানি ইহাকে হিন্দু ব্যাও বলে । এই হিন্দুব্যাণ্ড • শুনিবার জন্ত অজস্র লোক ১০ সেণ্ট (পচু মান ) খরচ করিতেছে।
পাতা:ভারতী ১৩১৮.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।