こや* ভদ্রলোকটি কোনো কথা না কহিয়া ব্যাগ হইতে কতক গুলা কাগজ পত্র বাহির করিয়া আমার সামনে ধরিল ৷ কাগজের উপর দৃষ্টিপাত করিয়া প্রথমে মনে হইতে লাগিল—যাহা দেখিতেছি সব ভুল—মনের উদ্বেগে বোধ হয় মস্তিষ্ক উত্তেজিত হইয়া উঠিয়াছে ! কিন্তু শেষে যতই ভালো করিয়া দেখিতে লাগিলাম ভুলটা ততই সত্য হইয়া উঠিতে লাগিল। এ কী ! এ যে লাইফ ইন্স,রেন্সের কাগজ! আমি চীংকার করিয়া বলিয়া উঠিnান —“এ সব কাগজ আমীয় দেখাচ্চেন কেন ?” —“অজ্ঞে এই তো আমার কাজ ! দেখুন, মানুষ মাত্রেরই ভবিষ্যৎ অনিশ্চিত ; সেই জন্তে প্রত্যেকের কর্তব্য ভবিষ্যতের জন্ত সংস্থান করা । তা ছাড়া আপনি বিদ্বান, বুদ্ধিমান—একথা নিশ্চয় আপনি বোঝেন যে আপনি যখন মানুষ হয়ে জন্মেছেন তখন মনুষ্য সমাজের উপর আপনার একটা কৰ্ত্তব্য আছে । ভগবান না করুন, আপনি যদি অকালে মারা যান তার জন্তে তো একটা সংস্থান রাখা চাই। সে সংস্থান কত সহজে কত জল্পে হবার উপায় রয়েচে– এক গুণ দিলে দশগুণ পাবার সম্ভাবনা । আর যদি দীর্ঘজীবী হন, তাতেও ক্ষোভ নেই ;– আপনার অর্থের লাভ থেকে কত দরিদ্র অন্ন পাবে, কত অনাথ, বিধবা, অপগণ্ড সাহায্য লাভ করবে ;–এ সমস্ত—” —“থামুন ! থামুন !” ,আমি চীৎকার করিয়া বলিয়া উঠিলাম—“থামুন।” প্রথমট আমি এমনি থত্মত খাইয়া গিয়াছিলাম যে उiब्रडौ | শ্রাবণ, ১৩১৮ লোকটা কি বকিয়া যাইতেছে তাহ ভালে বুঝিতে পারিতেছিলাম ন—ভtহাকে বাধ। দিতেও পারিতেছিলাম না। আমার ধৈৰ্য্যের বঁধি ভাঙিা গেল । আমি অধৈর্য হইয়া বলিয়া উঠিলাম—“আপন সন্তোষপুরের জমিদার নন ?” —“আন্দ্রে না ! আমি ইন্স মেন্সের দালাল !” আমি ক্রোধ কম্পিত কণ্ঠে বললাম – “cস কথা আগে বলেন নি কেন ?” —“আজ্ঞে বলবার সময় দিলেন কৈ ৷” তাই তো, সে কথা ঠিক । দোষটা আমারই বটে। এক লজ্জিত হইয়া বিরক্তির স্বরে বললাম -“যান মশায় ! এখন আমার याँ छ छाtिछ् ।।' লোকটা আবার কি বলিতে যাইতেছিল, আমি ধমক দিয়া উঠিলাম ; সে ধীরে ধীরে 5អ៊ុទ្ធ cចតុ আমার মনের মধ্যে একটা অমুশোচনা তীরের ফলার মতে বিধিতে লাগিল ;– কেবলই মনে হষ্টতে লাগিল-মিছামিছি দশ দশট টাকা নষ্ট করিলাম। নানারূপ প্রবোধ দিয়া চিত্তটা স্থির করিয়া লই বার চেষ্টা করিতেছি এমন সময় মামাব সহিস একথান চিঠি আনিয়া হাতে দিল । মাম লিথিয়াছেন—“কোনো বিশেষ কাৰণে সন্তোষপুরের জমাদার আজ কলিকাতার আসিতে পারিলেন ন! * , আমি বুঝলাম আমার নিতান্তই পণিং लूAl-नईta छर्श्व म९छ *{<र्भ ? ● ॐीभशिशांक १itत्रt*/t५/५ ।।
পাতা:ভারতী ১৩১৮.djvu/৩৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।