২৬ ভারতী। পচান এক প্রকার উদ্ভিজ্জাণুর (Bacterea or Fungus ) কাৰ্য্য, এই উদ্ভিদtণু সৰ্ব্বস্থানে বর্তমান, ইহা সৰ্ব্বদা বাতাসে ভাসমান অবস্থায় আছে ; ইহারা ইহাদের সুবিধা মত আহার ও স্থান, পাইলেই সে স্থানে, সংখ্যা বৃদ্ধি করিতে আরম্ভ করে ; ইহার জৈব পদার্থের উপর জীবন ধারণ করিয়া থাকে। ফলে কোন প্রকারের আঘাত লাগিলে সে স্থান নরম হইয় পড়ায় উহাদের আধিপত্য বিস্তারের স্ববিধা হয়। বাতাসের দ্বারা নীত হইয়া, উহারা তখন ঐ স্থানে প্রবেশ করিবার সুবিধা পৃয় ; একবার একটা ফলে প্রবেশ, করিতে" পরিলেই সেই ফল হইতে , অন্ত ফলে অতি সহজেই প্রবর্তিত হইয় থাকে। বৃক্ষ ছোট"হইলে ফুলের পোকা নিবারণের পক্ষেও অনেব মুবিধা। বৃহৎ বৃক্ষ হইতে vপাকা' মারা বিশেষ ব্যয় ও আয়াস সাধ্য। ফলের গাছ বড় হইলে পোকাও সহজে বৃদ্ধি পায় কারণ ইহার লুকাইবার যথেষ্ট স্থান পায় । পিচকারী বা পম্পযোগে কোন প্রকার বিষাক্ত রাসায়ণিক আরক সিঞ্চনের দ্বাব গাছের ফলের পোকা নষ্ট করা হয়। ‘ বৃক্ষ . . বড় হইলে অসুবিধা। এই সমস্ত বিবেচনা করিয়াই ফলের গাছ এমনভাবে বাড়িতে দেওয়া হয়. যে, “যাহাতে অন্ততঃ তাহার অৰ্দ্ধেক ফল হস্তের সাইয্যেr—এক চতুর্থাংশ কোন উচ্চস্থানে দাড়াইয়া,—এবং অপর চতুর্থাংশ মইএর সাহায্যে পাড়া যায়। এ • প্রসঙ্গে গাছ ছুটি সম্বন্ধে . এইটুকু বলিয়াই আমি-নিবৃত্ত হইলাম ; কারণ, বিষয়টি একটা বিশেষ বিজ্ঞানের অন্তভূক্ত ; অল্প পরিসর ঔষধ সিঞ্চনেরও বৈশাখ, ১৩১৮ প্রবন্ধে তাহার স্থানসন্ধুলান একপ্রকার অসম্ভব ব্যাপার। ' এ দেশের বিশ্ববিদ্যালয়ে বহুদেশীয় ছাত্র দেখিতে পাই ; তঁtহাদের সঙ্গে একত্র আমরা অধ্যয়ন করিতেছি ; কিন্তু ভারতীয় ছাত্রেরা মুন্তান্ত বিদেশীয় ছাত্র অপেক্ষা ভাল ইংরেজী জানে বলিয়া এখানে তাহদের বিলক্ষণ খ্যাতি আছে । অপর দেশীয় ছাত্ৰগণ যদিও ইংরেজি তেমন ভাল জানে না ; কিন্তু তথাপি ইহারা সকলেই প্রায় ভারতীয় ছাত্রাপেক্ষা অধিক শিক্ষিত্ত । ইহাদের মধ্যে অনেকেই উচ্চ বিদ্যালয় (high school) হইতে বিশ্ববিদ্যালয়ে *isste §to ; fog High School Chemistry Physics Botany of বিষয়ে মামাদের দেশীয় ডিগ্রীধারী ছাত্র অপেক্ষাও ইহাদের প্রকৃষ্টতর জ্ঞান থাকে ; ইহার ল্যাবরেটরির কার্য্য শিক্ষকের বিনা সাহায্যেই করিতে পারে ; আমরা কিন্তু পরীক্ষা মন্দিরে কোন প্রকারের যন্ত্র প্রস্তুত করিতে হইলে প্রতি পদেই শিক্ষককে বিরক্ত করিয়া তুলি। t জtশান ও আমেরিকার ভারতীয় ছাত্রেরা অনেকেই আপনাকে বিজ্ঞাপিত করিবার জন্ত বিশেষ ভাবে চেষ্ট কবিয়া থাকেন । তাহার আপনার সুম্বন্ধে যাহা ইচ্ছা লিখিয়া দেশের পত্রিকাদিতে প্রকাশর্থে পাঠান।. লিখিয়া পাঠান যে, তিনি প্রথম বিভাগে,উত্তীর্ণ হইয়৷ ছেন, এবং এত নম্বর পাইয়াছেন.ইত্যাদি। কিন্তু প্রকৃতপক্ষে এ সকল উক্তি একেবারে ড়িত্তিহীন ; কারণ এখানে পরীক্ষার কোন শ্রেণী বিভাগ নাই; শুধুই প্রথম বিভাগ আছে। এখানে অনেক ছাত্রই পুরা নম্বর
পাতা:ভারতী ১৩১৮.djvu/৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।