२४* আহার্য্য গ্রহণ করিতে হইত। খাওয়৷ ও থাকা সম্বন্ধে বেশই সুবিধা হইয়া গেল, কিন্তু স্বানের অসুবিধা ঘুচিল না । স্নান করিবার खैश्च y মাইল পথ চলিয়া সহরে যাইতে হইত, অন্ততঃ সপ্তাহে একদিনও ত স্নান- *করা প্রয়োজন ! সাধারণতঃ এদেশীয় লোকে তাহাই করিয়া থাকে ৷ জলাভাবে আমাদের স্নানের ব্যাঘাত হইত তাহী নহে ৷ মাঠে জল সেচমের ( Irrigation ) জন্য এখানে সৰ্ব্ব স্থানেই জলের কল বর্তমান ; কিন্তু গ খুলিয়া কল্পের নীচে বসিয়া স্নান করা দেশের ভারতী । বৈশাখ, ১৩১৮ রীতি ও আইন বিরুদ্ধ। অথচ মজা এই, স্নানাগারে বা নদীতে কিম্বা ঝরণায় সকলে একত্র উলঙ্গ অবস্থার স্নান করা দোষের নহে ; কলেজে ব্যায়াম মন্দিরে কলের জলের *34th (shower bath ) #TCB Toto •একত্র উলঙ্গ অবস্থায় স্নান করিয়া থাকে । কিন্তু মেয়েদের সম্বন্ধে অন্তরূপ ব্যবস্থা । প্রত্যেক মেয়ের জন্ত স্বতন্ত্র জানাগার আছে, মেয়ের কেহই ছেলেদের মত এক সঙ্গে স্নান করে না। আমরা কলেজের ছাত্র—সেজন্ত আমাদের ‘বাগানে কেন্তু কেহ স্তণ্ডউইচ খাইতেছেন, কেহ বা জলের জালা হইতে জল তুলিয়া জল প্লান করিতেছেন । একটু অহঙ্কারও আছে ; আমাদের উপরিস্থ কৰ্ম্মচারিগণ আমাদিগকে একটু ভিন্ন চক্ষে দেখিয় থাকেন। আমাদের মানের জন্ত কোন একটা সুবিধা করিতেই হইবে ; চিন্তা করিয়া, আমরা একটা কলের সঙ্গে একটা লম্বা রবারের নুল সংযুক্ত করির একটি উচ্চ খুঁটির সঙ্গে অপর ভাগ সংযুক্ত । করিয়া তৎসঙ্গে একটি' কেরোদিন তৈলের টিনের এক পাশে চালুনির স্তায় ছিদ্র করিয়া একটি “লাউয়ার বাথ প্রস্তুত করিলাম। এ দেশে আসিয়া অবধি ঠাণ্ড জলে বড় স্নান ੇ নাই, আর.এখানে ঠাণ্ড জলে স্নান করাটা যে বড় উপভোগ্য তাহীও নহে। এ স্থানে দিনে মান 'করা' স্থবিধাজনক নহে ও আমাদেরও সময় নাই, তাই প্রত্যং রাত্রে স্বান করিতাম। " அ প্রথম প্রথম কাজ করিয়া বড়ই ক্লান্ত হইয় পড়িতাম ; দুই তিন সপ্তাহ কঞ্জি
পাতা:ভারতী ১৩১৮.djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।