১৫শ বর্ষ, প্রথম সংখ্যা । করিবার পর আর তেমন ক্লাস্তি বোধ হইত না; ভালোই লাগিত। * নানাবিধ আমোদ প্রমোদেরও অভাব ছিল না, অপৰ্য্যাপ্ত ফল যত ছুছাঁ আহার করিতাম, কেবল যে এদেগীয় পিচ আপেল প্রভৃতি ফল তাহাই নঙ্গে যথেষ্ট পরিমাণে তরমুজাদিও থাইতাম ; এ সমস্ত কল এত জন্সিয়াছে যে ইহার বিক্রয় করির উঠিতে পারিতেছে না, গাছেই প্রায় পাঁচতেছে। আঙ্গুর ফলের ত অভাবই মাই যত ইচ্ছা খাইতাম ! কাজ করিতে করিতে তৃষ্ণাৰ্ত্ত হওয়াতে তরমুজ ভক্ষণ । প্রথমে আমরা বৃক্ষ ছেদনের • কাৰ্য্য করিতাম। যখন গাছ ছাঁটার সময় উত্তীর্ণ হইয়৷ গেল, অর্থাৎ ঘৈ সময়ের পরে গাছ ছাটিলে মফল অপেক্ষ কুফলই সম্ভাবনা,—তখন আমাদের মধ্যে অনেকেই কার্য্যাস্তরে চল্লিয় আমেরিকায় গ্রীষ্মাবকাশ । ૨ જ গেলেন ; যে কয়জন আমরা অবশিষ্ট ছিলাম, তাহাদিগকে পরিদর্শনের o (Inspector) কাৰ্য্য করিতে হইত। এ কার্য্যে আমরা প্রত্যেকে একটি করিয়ী ঘোড়া পাইয়াছিলাম, ঘোঁড়ায় চড়িয়া আমাদিগকে বৃক্ষাদি পরিদর্শন কল্পিত হইত। কোন গাছে, কোন অনিষ্টকর পোকা আছে কি না,কোন ব্যাঞ্জাম, পীড়ার লক্ষণ দেখা যায় কিনা ইত্যাদি। প্রত্যছু কাৰ্য্যান্তে আমাদিগকে পরিদর্শনের • রিপোর্ট দিতে হইত। ঘোড়ায় চড়া অভ্যাস ছিল না তদুপরি ভোর সাড়ে ছয়টা হইতে •বিকাল ছটা পর্যন্ত ঘোড়ার উপর থাকিতে श्ड डाई প্রথমু সপ্তাহে শরীরে ਬੋ দেন হইঙ্গছিল । ক্রমশ তাইতে অভ্যস্ত হইয়া আসিলাম । এই পত্র পড়িয়া সকলেই বুঝিতে পারবেন আমি এখানে কলেজে উদ্ভিদবিদ্যা ঐবং কৃষ্টি f«»i ( Hortccuuure * Agriculture) 'भूथिएडष्ट्रि, उश्भबि बथानख्द भाप्ठ बाहेब्र কৃষকদের সঙ্গেও কার্য্য করিতেছি । আমার ইচ্ছ। দেশে যাইয়া কোন প্রকারের চাকুরির চেষ্টা না করিয়া, নিজেই কিছু জমী সংগ্ৰহ করিয়া, কাৰ্য্য করিব। কৃতকাৰ্য্য হইলে উন্নও • প্রণালীতে কৃষিকাৰ্য্য করিতে অনেকেই অগ্রসর হুইবেন জানি না দেশে জমী পুইৰ কি না, শুনিয়াছি, এখনো দেশে অনেক পতিতু জমী আছে, যদি আমাকে কেহ জনী সংগ্ৰহ বিষয়ে সাহায্য করেন, তাহার নিকটু চির বাধিত श्र । ঐনিরুপমচন্দ্র গুহ ।
পাতা:ভারতী ১৩১৮.djvu/৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।