, ৩৫শ বর্ষ প্রথম সংখ্যা । না . আর কতদিন—আর কতদিন এমন নিরুদ্যমে নিশ্চেষ্টভাবে বসিয়া রহিবে ? সাত সমুদ্র উনপঞ্চাশ্ন নদী পার হইয়া আসিয়া বিদেশিনীরা এত করিতেছেন—আমরা এখনও কি অপরের কার্য্যকলাপের প্রশংসায় শুধু হতভম্ব হইয়া বসিয়া থাকিব ? তাহদেব প্রশংসাযোগ্য কৰ্ম্মশীলতার অনুকরণ করিব না, ক্টাচাদেব কার্য্যকুশলতা নিজেদের মধ্যে সঞ্চাব করিব না ? পাষ্টীয় রমণীদের এক একটির জীবন চরিত অনুসন্ধান করিয়া দেখ কি স্বর্থত্যাগ, কি কৃচ্ছ স্বীকার, কি দৃঢ় প্রতিজ্ঞ, কি অক্লন্ত-অধ্যবসায়—কি মন্ধের সাধন কিম্বা শবীর পতন এই পণেব উদযাপনে তাহ পূর্ণ। এ সব গুণ কি আমাদের মধ্যে নাই ? এ সব কি আমরা পাবি না ? কেন পারিব. না ? ঠাঙ্গাদেব মত কৃচ্ছসাধন কর, তপস্যা কর, প্রতিজ্ঞ লও, ব্রতনিয়ম রাগ এবং পরম্পরের সছি ত যোগ রক্ষা কর । ভারত-স্ত্রী-মহীমণ্ডল এক পাড়ীর মেয়েgiद्र। সহিত, আর এক পাড়ার মেয়েদের সংযোগ করিয়া দিবে, এক সহবের স্ত্রীদের : সহিত আর এক সহরের স্ত্রীগণকে ਸੋ করিবে,—এক প্রদেশের মহিলাদের मश्र्डि আর এক প্রদেশের মহিলীগণের সন্মিলন করিয়া দিবে এবং ভারতমহাদেশের নাৰীগণের সহিত অন্তান্ত মুহাদেশের নারীগণের আধ্যাত্মিক মিলন সংঘটন করিবে। শুনিয়া প্রীত হইবেন যোগাযোগ । 聯 ○○ বিশাল নগরীর পাড়ায় পাড়ায় শাখা স্থাপন করিয়া অন্তঃপুরশিক্ষা ও নিঃস্বনামীগণের নির্বাহের জন্ত ভাণ্ডার খোলার বন্দোবস্ত আপনার করিতে পারেন।. আপনাদের মধ্যে যে কেহ কখন মফস্বলে যাইবেল সেখানেই মহিলাদের একত্র করিয়া উদ্দেগু বুঝাইয়া শাখা স্থাপন করিয়া দিয়া কাৰ্য্য চালাইয়া আদিতে পারেন । সৰ্ব্বদ। লক্ষ্যটি মনের সামনে ধরিয়া রাখিতে হইবে। শ্বশুর শ্বাশুড়ী দেবর ননদ প্রভৃতি পরিবারের সকলের সেবায় রত থাকিলেও সতী স্ত্রীর হৃদয়পট হইতে পতির মুষ্টি যেমন একমুহূর্বের, জষ্ঠ ও তিরোহিত হয় না, তেমনি আমাদের সকলের মনে সকল গৃহকাৰ্য্য, সকল সামাজিক উৎসব আমোদ প্রমোদের মধ্যে এই কৰ্ত্তব্য:
- ভাবটি বরাবর ধারণ করিয়া রাখিতে ईश्न 總
যে আমরা আমাদের ভগ্নীদের মধ্যে শিক্ষাবিস্তারের সদনুষ্ঠান করতে থাকিব। কষ্ট্রে দিনপল্ল হয় অথচ কিছু বিদ্যা আছে পাড়ার পাড়ায় এমন রমণীর অমুসন্ধান করিয়া তাহদের সেই পাড়ায় শিক্ষাকার্য্যে নিযুক্ত করাইব । শিক্ষিতাদের বারব্রত দেওয়াইব যে যাহার যে বিষয়ে যেটুকু জানা আছে তিনি ততটুকুই নিয়মপুৰ্ব্বক অন্যদের দান করবেন। ইংরেজ মেমের রিডিং ক্লব করেন। তাহার মেম্বরের নিজেদের অনেক সময় এই রূপ নিয়মে আবদ্ধ করেন যে, প্রতিদিন এক ইংলণ্ড সহর হইতে একটি প্রবাসিনী হিন্দু ঘণ্ট একটু গম্ভীর বিষয়ক কিছু পাঠ ক্ষরিবেন রমণীর চিঠি আসিয়াছে, তিনি ভারত-স্ত্রীমহামণ্ডলের সভ্য হইতে অভিলাষিণী এবং ইংলণ্ডে ,র্তাহার ইংরেজ সণিগণকে लझेग्न ঈগর একটি শাখা স্থাপনের অনুমতি গার্থিনী। —শুধুই নভেল নাটক নহে। যিনি যেদিন নিয়ম ভঙ্গ করেন আপনার দৈনিক লিপিতে তাহ টুকি রাঞ্চি। নিয়মভঙ্গের প্রায়শ্চিত্র স্বরূপ সভাকে অর্থদও দেন। মনে করুন