পাতা:ভারতী ১৩১৮.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী । বৈশাখ, ১৩১৮ • অকৃতজ্ঞ । করালাপাড়ার চক্ৰবৰ্ত্তাদিগের প্রকাও পরিবার যখন জ্ঞাতি-সুলভ মামলা-মোকদ্দমায় উৎপন্ন যাইতে বসিয়াছিল, সেই সময় দুই, শরিক তারাশঙ্কর ও মুরারিমোহন আপনাদিগের অংশগুলি জ্ঞাতিবর্গের হস্তে তুলিয়া দিয়া আপোৰে মোকদম মিটাই কাশীৰাসের জন্ত দেশত্যাগ করিল। এই মহামুভবতা ও ত্যাগ-স্বীকার দেখিয়া , भैं८मझ প্রবীণগণ যেমন বিস্ময়াৰুিষ্ট হইলেন, উকিলগণু ঠিক .য়েই পরিমাণে এই উভয় পরিবারের নির্বন্ধিত দেখিয়া শিহরিয়া উঠিলেন। • . তুরাশঙ্কর নিৰ্ব্বিরোধ প্রকৃতির লোক,— আদালতে অমিলাবর্গের অত্যধিক অর্থলালস দেখিয়া ও উকিলগণেঃ নানাবিধ জেরা ও জুলুমের মধ্যে পড়িয়া সে বেচার - সন্ত্রস্ত হইয়া পড়িয়ছিল। মুরারিমোহন আমোদ প্রবণ— আইনের" কুট রহস্তের মধ্যে প্রবেশ . করিয়া সে দিশাহারা হইয়া পড়িত,—তাই প্রকাও পরিবারের এই দুইটি শরিক মামলা মিটাইয়া, এজমালিত্বের বন্ধন ছিন্ন করিয়া, কাণতৃে দশাশ্বমেধের ঘাটের নিকট বাসা লইল । 纖 পাশাপাশি দুইটি ছোট বাড়িতে নুতন করিয়া সংসার পাত হইল । সরিকগণের কলহের তুমুল কোলাহল, আদালতের রুদ্র . শাসন, উকিলের উৎপীড়ন সব ছাড়িয়া প্ৰণষ্ট . শান্তিমুখ ফিরিয়া পাইর উড়য়ু পরিকল্পই যেন নিশ্বাস ফেলিয়া বাচিল । কিন্তু গঙ্গার ঘাটে বায়ু-সেবন ও মন্দিরে দেবতা-দর্শন করিলে মনে শাস্তি মিলিলেও সংসারের অভাব তাহীতে ঘুচে না ! দেশে থাকিতে ক্ষেত্রের চাউল, পুষ্করিণীর মৎস্ত ও বাগানের তরীতরকারী যেমন অনায়াসলভ্য ছিল, এখন আর তেমনটি নাই ! ’ এখানে চাকুরির অবলম্বন নহিলে অন্ন মেলা দায় । এদিকে চক্ৰবৰ্ত্তী বংশে কাহারও নামের পিছনে বিশ্ববিদ্যালয়ের ছাপ ত কোন কালে ছিলই না, উপরন্তু বিদ্যালয়ের সহিতও বড় একটা সম্পর্ক রাখিবার কখনও প্রয়োজন মনে হয় নাই—কাজেই নানা চেষ্টায় সামাপ্ত চাকুর্মিাত্র জুটিল ! তারাশঙ্কর আসিয়া ডাকিল, “মুরারি !” মুরারি বলিল,"দাদা, এ দেশে এসে অষ্টায় করেছ, দেখছি। অল্প খরচে এখানে চলে ভাবতাম, তা ঐ যে দেখছি সহরের মতই সব হয়ে পড়েছে—” "অরাশঙ্কর বলিল, “কিন্তু কোথায় যাওয়৷ যায়Wল ?—দেশের জমি জমাট এমন করে ছেড়ে আসা ভাল হয়নি, মনে হচ্ছে—” মুরারি বলিল, “ছেড়ে এসেছি বলেই ছু পয়সী তবু যাহোকৃ হাতে ঠেকেছে—ন হলে এ মোকদমায় তুমি কি মনে কর কিছু বাকি থাকবে। উকিল পেয়াদ মিলে সমস্ত विषग्नु, -श्रांद्र १ifफुi१|ाग्न उीझ लां★हे प! कि-८५८ग्न বসবে ! দেখে এর পর আর সকলের অবস্থাটা s" 受 g তারাশঙ্কর বলিল, “ছেলেপিলেণ্ডলে যে পেট পুর খেতে পায় না—”