ঐ । ( মুদ্রিত নেত্ৰে ) কোথায় গেল কোথায় গেল, তাকে যে ধরতে পাচ্ছিনে— রা। শাস্ত হও ভ্রাতঃ । হায় ! এখনো যুদ্ধের মধ্যেই বিরাজ করছেন । একি এর বক্ষ থেকে একি রত্ন হাতে খুলে এল, জলে ধুয়ে যেন তারার মত জলছে– একি একি ! এ যে আমারই ভ্রাতার কবচ ! ভ্রাতঃ, বৎস, বীর, এতদিন যে আমি তোমারই অপেক্ষায় ছিলেম! প্রিয়ত,প্ৰাণাধিক আজ কি মৃত্যুতে তোমাকে পেলেম ! (নত হইয়া গ্রুবকুমারকে বক্ষে ধারণ । রাজার প্রবেশ ও স্তস্তিতভাবে দণ্ডায়মান ) ब्रांछ ! म ठा उ८६-नव न ठl ! श्रोंxt: অন্তরের ভিতর থেকে এ কথায় যে প্রত্যয় अश्रार्बनि। তবু সত্য, তবু সত্য ! দুশ্চাবিণি— রাজ ! ( সচকির্তে ও সন্ত্রমে উঠয়। लैंब्लिाहेब्र) श्रृिंड1-भश्ॉब्रtछ -cडाँमा प्रेझे সস্তান,—এ তোমারি— মহা । (মসিতে হাত দিয়া) চুপ, নিল্প জা, চুপ, পাপীয়সি—বিধাতাপুরুষকে শত ধিক্কার যে তুই আমার সস্তান । এই অস্ত্রে আজ-নী এ হস্ত তোর পাপরক্তে কলঙ্কিত করব না – । (দ্রুতবেগে নিষ্ক্রমণ, দ্বারদেশে সেনাপতিকে দেখিয়া নেপথ্য হইতে ) সেনাপতি চামুণ্ড মন্দিরে এখনি বলিদানের আয়োজন করতে বল—আর ঐ দৈনিকের মৃতদেহ চণ্ডালহন্তে সমর্পণ কর। সেনা । ( নেপথ্য হইতে ) যথtদেশ– । উভয়ের প্রস্থান । রাজ । তবু ধৈর্য্য ধরতে হবে—উঃ কি করব-কি উপায় ! কি করে বাচাব ! ( একটি बुक"ज कूफ़ाहेब्र) ७ई *ांठांब ७हे ब्रख् १ि८ब्रहे ভারতী । আশ্বিন, ১৩১৮ পত্র লিখি—সময় নেই সময় নেই ! অবসাদ ক্ষণকাল দুরে থাক ;– মৃত্যু মুহূৰ্ত্ত বিলম্ব কর→ ভগবান বল দাও-বল দাও ( বর্ষফলকখণ্ডে ভূমির রক্ত লইয়া গাছের পাতায় পত্র লিথিয় ) কাকে দেব-কে নিয়ে যাবে?—বুঝি সব বৃথা হোল,— এখনি এসে পড়বে, ঐ বুঝি ՎԶ:ժ11 - বিদুষকের প্রবেশ । উঃ ভগবান রক্ষা করলেন ! ধন্য তার দয়া ! বিদু। হামির সঙ্গে পথে দেখা—সে আমাকে এই সব ওষুধ বিষুধ দিয়ে এখানে পঠালে –আর নিজে শিবিকার চেষ্টায় গেল । —উঠন—আপনি উঠন আমি সেবা করছি। বেদবেদান্ত কিছু শিথি মা শিখি বৈদ্যশাস্ত্রটা এক রকম দখল করেছি—বিশ্বাস করবেন। রাজ । ( উঠিয়: ) বিদূষক, দাও ওষুধ আমাকে দf ও—আর তুমি শীঘ্র ষাও,—এই পত্র নিয়ে এখন ছুটে যা ও । বিদু । আবার ছুটতে হবে ? (বক্ষে হাত দিয়া ) উঃ এখনো যে নিশ্বাস পড়ছেন!! এ কি এ যে রক্তে লেখা ! কোথায় যাব ? রাজ । যা ও বিদুষক, শীঘ্ৰ যাও—আব সময় নেই— এই পত্র এখনি মহারাজকে দিতে হবে—যদি পত্ৰখানি না দিতে পার ত মুথে বলে—এ সৈনিক তারই সন্তান, আমাদের যুবরাজ-রাজপুত্র মরেন নাই । বিদু। ধ্রুবকুমার আমাদেরই রাজপুত্ৰ ! রাজ। ই বিদূষক যাও, সেই কথাই মহারাজকে শীঘ্ৰ বল ; মইলে শক্রর ইতি থেকে একে বাচাতে পারব না ; শীঘ্ৰ যাওঁ
পাতা:ভারতী ১৩১৮.djvu/৫৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।