ce& vE নগেন্দ্রবাবু রমানাথকে স্কুলে ভৰ্ত্তি করিয়া দিয়াছিলেন, সে হারুর সঙ্গে একক্লাশে পড়িত। পড়াশুনায় রমানাথের খুব মন ছিল, এজন্ত নগেন্দ্র বাবু তাছাকে খুব ভালবাসিতেন এবং ভাল ভাল জিনিস কিনিয়া দিতেন । হারুর মনে ইহাতে খুব ছিংস হইত, সে রাতদিন রমানাথকে জব্দ করিবার ফল খুজিম বেড়াইতে লাগিল। होङ्ग জানিত, রমানাথ খুব গাছপালা ভালবাসে ; সে তাহার কাছে কত রকম গাছের নাম করিত, স্কুলে যাইবার সময় পথে কত রকম গাছ চিনাই য়া দিত, কত রকম ফুলের নাম করিক্ত,—কোন ফুল কথন ফোটে, কোন ফুলের কি রকম রঙ, তাহাজের বাড়িতে কি কি গাছ আছে, সব বলিত । একদিন শনিবারে স্কুল হইতে ফিরিবার সমৰ হার রমানাথকে সঙ্গে লইয়া নারিকে৪:ডাঙ্গার এক বাবুর বাগান-বাড়িতে গেল । মালী ছাড়া আর কেহই তখন সেখানে ছিল না। দুজনে ঘুরিয়া ঘুরিয়া সব দেখিতে লাগিল ; কত রকমের ফলফুলের গাছ, কত রকমের লতাপাত,—দেখিয়া রমানাথের আনন্দ আর ধরে না ; এত রকমের গোলাপ গাছ সে কখনও চক্ষে দেখে নাই । হার বলিল, “এল ভাই, আমরা একট: গোলাপ-গাছ চেয়ে নিই, টবে পুতে ছাতে রেখে দেৰ--কেমন ?” রমানাথের ভারি অনন্য হইল, সে বলিল, “বেশ ভাই, বেশ ” হাঙ্ক বলিল,"তুমি ভাই, তা’ হ’লে এখানে ভারতী । আশ্বিন, ১৩১৮ একটু দাড়াও, আমি মালীর কাছে গিয়ে সব ঠিক্ করচি ” রমানাথ দাড়াইয়া রহিল। হারু মূtলীর কাছে গিয়া তাহার হাতে একৃট টাকা গুজিয়া দিয়া কহিল, "এক্ট গোলাপফুলের গাছ দিতে পার ।” মালী টাকা পাইয়া একূটার পরিবত্তে দুইটা গাছ আনিয়া হারুকে দিল । হাক তখন রমানাথকে দেখাইয়া দিয়া মালীকে চুপিচুপি কি কহিল ; তাছার পর রমানাথের কাছে গিয় তাহার হাতে দুইটা গাছ দিঃ কহিল, “ এই দেখ, কেমন গাছ এনেছি। কাউকে বোলে না ভাই যে, আমি তোমাকে গাছ দিয়েচি ৷ বলবে না ত, এT ! তোমার অfবার বলে’ দে ওয়া রোগ আছে ।” রমানাথ প্রতিশ্রুত হইল, কাহাকে ও সে বলিবে না। উভয়ে বাড়ি ফিরিল ; দুইটা ভাঙা মাটির কলসীতে মাটি ভরিয়া, গাছ পুfতয়া ছাতে রাখিয়া দিল । মালী তাহদের পিছনে পিছনে আসিয় তাহদের বাড় দেখিয়া গেল । পরদিন নংে স্ত্র বাবু বৈকালে আপিস হইতে আসিলে মালী আসিয়া তাহার কাছে গাছ-চুলির নালিশ করিল,—র্তাহারই বাড়ির এক ছেলে তাe}র মনিবের বাগান হইতে গাছ চাই ; পলাইয়া অtসিয়াছে । নগেন্দ্রবাবু, হার রমানাথ ডাকিয়া পাঠাইলেন। উভয়ে আসিলে, মণি রমানাথকে দেখাইয়া কহিল, “এই বরং আমার গাছ নিয়েচে ।” . নগেন্দ্র বাবু অবাক হইয়। রমানাথ ত সে রকমের ছেলে নয় ! ন*ে উভয়কে গেলেন ।
পাতা:ভারতী ১৩১৮.djvu/৫৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।