dès স্বেদবিন্দু ঝরিয়া পড়িতে লাগিল, একটু উঠিয়াই আবার সে পড়িয়া গেল । আমি বলিয়া উঠিলাম—হায় হায় ! এত কালের অনভ্যাস তাছার সকল শক্তি হরণ করিয়াছে । আহা অবলা ! চলিতে সে পরিবে না ! আমার সঙ্গী বলিল—দেখ দেখ তাহার নয়নে জ্যোতি ! ধীরে ধীরে বেচার কঁাপিতে কঁাপিতে ईाष्ट्रेड उद्र ब्रि। उँणि। ર আমার ঘুম ভাঙিয়া গেল । কোথাও কিছু নাই ; পূৰ্ব্বে ও পশ্চিমে শুধু উধর ক্ষেত্র ও শুষ্ক ঝোপ । লাল পিপড়ে লাল বালির মধ্যে ব্যস্তভাবে আনাগোনা করিতেছিল। গরম ভীষণ। আমি কৃষ্ণচুড়ার পাতার ঝালরের ফাকে ফ*াকে দেখিলাম আকাশ যেন হাজার কোটি নীল চোখ সবুজ পাতার জাফরির কাকে রাখিয়া উকি মারিয়া জামায় দেখিতেছে । আমি সটান গুইয়। স্বপ্নের কথা ভাবিতে ভাবিতে আবার ঘুমাইয় পড়িলাম। সেই পাগল-কর রক্ত নাচানো গরমে মাথার মধ্যে স্বপ্ন আবীর খেলা জুড়িল । আমি দেখিতে লাগিলাম যেন একটা মরুভূমি ধুধু করিতেছে। একটি নারী মরুবালুক ভাঙিয়া ভাঙিয়া একটা কালো মদীর পাড়ে আসিল, সে পাড় অতি উচু, অতি খাড়া ! এখানে তাহার সহিত এক বৃদ্ধের সাক্ষাৎ হইল, বুড়ায় দীর্ঘ শুভ্র দাড়ি, হাতে একটা পেচানো লাঠি, তার উপরে ভারতী । والأنا لا واة etf * লেখা 'যুক্তি’ । বৃদ্ধ নারীকে জিজ্ঞাসা कब्रिट-छूमि कि क्रां७ ? নারী বলিল-আমি ননী ; আমি স্বাধনতার রাজ্যে যাইতে চাই । বৃদ্ধ বলিল—সে রাজ্য ত তোমার সম্মুখেই— নারী বলিল—আমি ত এই কালে নদীর উচু পাড়ের ওপারে কিছুই দেখিতে পাইতেছে Fill II বৃদ্ধ বলিল-ওপারে, দূরে ? নারী বলিল—কিছুই না। কখনো কখনো অনেক দূরে যেন একটি বৃক্ষচ্ছায়াসমাকীর্ণ পাহাড় দেখিতে পাইতেছি মনে হয়,—পাহাড়ের মাথার গাছের চুড়ার রৌদ্রের ঝিকিমিকি যেন চোখে ঠাহর হইতেছে । বুদ্ধ বলিল—ঐ ঐ, ঐ স্বাধীনতার রাজ্য । নারী জিজ্ঞাসা করিল—কেমন করিয়া আমি ঐ দেশে যাইতে পারিব ? বৃদ্ধ বলিল—উপায় আছে, কিন্তু সে এক মাত্র উপায় । শ্রমের পাড়ি বাহিয়া, কষ্টের শ্ৰোত ভাঙিয়া । নান্তঃ পস্থtঃ বিস্ততে জয়নায় । নারী । কোনো পুল নাই ? বুদ্ধ । না | নারী । জল কি গভীর ? বুদ্ধ। অতি গভীর। নারী । স্রোত কি প্রখর ? বৃদ্ধ। অত্যন্ত । যে কোনো মুহূর্তে তোমার পদস্খলন হইতে পারে এবং তুমি অতলে ডুবিতে পার । নারী। কেছ কি এ মুদী উত্তীর্ণ श्हेब्रांप्इ ?
পাতা:ভারতী ১৩১৮.djvu/৫৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।