৩৫শ বর্ষ, প্রথম সংখ্যা । সাহায্যে পরিধেয় বস্ত্র বেশ অর্ণটিয়া রাখে। জাপানে মেয়েরা আমাদের আলতার স্তায় লাল তরল পদার্থে অধর রঙাইয়া থাকে। গৃহকার্য্যে রত। জাপানকস্তা। • . মেয়ের সে দেশে অতি সামান্তই f ধাতব অলঙ্কার ব্যবহার করে । যাহাদের অবস্থা ভাল তাহারা সাধারণতঃ ঘড়ীর সঙ্গে একছড়া সোনার সরু চেন এবং সুবর্ণ নেকটাইপিন পরে। যাদ্ধাদের সঙ্গতি নাই তুহার স্ববর্ণের পরিবর্তে পিত্তল চেন ও পিত্তল পিন ব্যবহার কুরে ,ঐ পিনদ্বারা উহার কম্ফটার কিম্বা কিমোনো গলার নীচে অাটিয়া লয়। শীতের সময় উলের এবং গ্রীষ্মের সময় রেশমী কম্ফটার ব্যবহৃত হয়। আজকাল জাপানী অনেকে আংটি ব্যবহার করিতে আরম্ভ করিয়াছে। সৌখিন "বাৰু এবং জাপানী আকৃতি ও প্রকৃতি । 8& মেয়েদের কাহারও কাচারও দুই হাতে ৫৭টি আংটিও সময় সময় দেখিতে পাওয়া যায়। সাধারণ লোকের ভিতর আংটি ও চেনের প্রচলন কম । তবে মুটে মজুরের নিকটেও লোহার ঘড়ী ও চেন আছে। পরিচ্ছদের বা হার স্ত্রীপুরুষ উভয়ের মধ্যেই বেশ দেখা যায় । কোথাও যাইতে হইলে যে কুেণন শ্রেণীর মেয়েই এত মূল্যবান পরিচ্ছদে ভূষিত হয় যে উচ্চশ্রেণী নিম্নশ্রেণী বুঝিবার যে নাই । অনেক সময় টামের ভিতরে জাকাল পরিচ্ছদধারিণী চাকরাণ ও ইতর শ্রেণীর মেয়েদিগকে স্থান দিগ্ন অতি বিশিষ্ট ভদ্র লোককে শু দাড়াইয়া থাকিতে হয়।ণ্টমে স্থানাভাব হইলে পুরুষ আরোহিগণ মেয়েদিগকে, বলিতে দিয়া নিজের দাড়াইয়া থাকে কয়েক বৎসৰ পূৰ্ব্বে লোকের ভিতর, এই অভ্যাস বেশ দেখিতে, পাইতাম । ক্রমেই জাপগণ উদ্ধত স্বভাব হওয়ায় পূৰ্ব্বাভ্যাসের ব্যতিক্রম ঘটিতেছে । ”
- বাহিক চেহার এবং পরিচ্ছদ সম্বন্ধে, অtজ এই পৰ্য্যস্ত বলিয়াই উহাদের প্রকৃতি সম্বন্ধে ছু চার কথা বলিব । अखाने তমসাচ্ছন্ন প্রাচীন জাপান সৰ্ব্বপ্রথম তাৎকালিক সুসভ্য ভারতের সভ্যতালোকে উদ্ভাসিত হইয়াছিল। তখন ভারতের , যাহা কিছু জাপানীদের নিকট আদশরূপে বিবেচিত হইত। উহার,ভারতকে তেনজিকু ( স্বৰ্গ ) এবং ভারতবাগীকে তেলজিকু জিন (স্বৰ্গবাসী) বলিত। বেশীদিনের কথা নয় ১৮৫৩ খৃষ্টাব্দে আমেরিকার কমোডোর পেরি বাণিজ্য উপলক্ষে নৌবাহিনী লইয়া জাপানের তীরে আসিয়া উপস্থিত হয়েন ; সেই সময় হইতে জাপানীদের ভিতর পাশ্চাত্যের সভ্যতা প্রবেশ করিতে থাকে। কুটনীতি