8や ভারতী । বৈশাখ, ১৩১৮ এখন প্রাচীন সরলতার স্থান দখল যাহারা চীনাদের বিশ হাজার অক্ষর হাওলাত করিয়াছে । করিয়া লইয়া কায চালাইতেছে তাহীদের ভাবতীয় ছাত্ৰগণ জাপানে গিয়া প্রথম সেই ভিত্তিহীন ভাষাকে অতি প্রাচীন সুসভ্য প্রথম তাহাদের ‘বাহিক ভদ্রব্যবহারে ভাষা বলিয়া প্রশংসা করিতে হইবে । স্থর কথা আপ্যায়িত হইয়া আননে আটখানা, হয়। প্রথম বৎসর আমিও দেশে বন্ধুবান্ধধদের নিকট চিঠিপত্রে এবং সংবাদ পত্র স্তস্তে, জাপানের যশোগীতি ছাড়া আর কিছু লিখিবার পাইতাম না। ক্রমে যখন উহাদের ভিতরে প্রবেশ করিতে লাগিলাম তখন দেপিতে পাইলাম যে উহাদের চরিত্রের দুইটি দিক প্লাছে। উখরা উহাদের নিজেদের ভিতর এক রূপ আর বৈদূেশুিকদের নিকট অন্তরূপ। নিজেদের কাছে ভিতরে বাহিরে সমান, একমন এক প্রাণ,-ক্টার বৈদেশিকদের সম্বন্ধে ಗಇಡ್ಲಘಷ অfর ভিতরে অন্তরূপ । উহাদের ধাহা তাহ কোন বৈদেশিক কিছুতেই নিম্বা করিতে পারি:ব না । কাচা কিম্বা পচা অহাৰ্য্য হউক মুখ ফুটিয়া বালুবার যো নাই । উলঙ্গ হইয়৷ ১৫৷২০ জন এক ঘরের ভিতর স্নান করুক সে রীতিরও প্রশংসা করিতেই হইবে । বারাস্তরে উহাদের স্নানাগার, বুর্ণনা করিবার ইচ্ছ। রহিল। গীত উন্মাদের ক্রদমের ছায় এত ইলেও অতি মিষ্টি মিষ্টি , ( উন্মাই উন্মাই ) «សំ : উঠিতে হইবে। 'Gladstone was a great politician* এই কথা জাপানীরা উচ্চারণ করিবে,— গুরাদোছুতোমু ওয়াজু এ গুরেতে পোরিতেশিয়াকু” । তৎক্ষণাৎ বলিত্বে হইবে “মহাশয় আপনার ইংরাজী উচ্চারণ কি চমৎকার! আপনি অতি দক্ষ।” ( নাক,লুক ত্ত্বেজুি) । যাহাঁদের নিজেদের কোন অক্ষর নাই এবং তাহাঁদের যাহা কিছু সবই ভাল বলিতে হইবে। এই সকল বিষয়ে যদি ঠিক মত প্রকাশ করিতে যাই তাহ হইলে উহারা অস্তরে অস্তরে ঘুণ করে এবং এমন কি উহারা উহাদের দেশে? শঐ বলিয়া মনে করে। আমাদের মনে হয় প্রত্যেক জাপানীরই প্রগাঢ় এবং অকৃত্রিম স্বদেশানুরাগ, আছে বলিয়াই উহার স্বদেশের কিছুই মন্দ দেখে না। একদিন কোন বৈদেশিক ইংরাজী কাগজে “কোরিয়াতে জাপানীর অত্যাচার" শাষক প্রবন্ধে জাপানের অনেক কথা ‘প্রকাশিত হয় । চীনাগণ ছাড়া জাপান প্রবাসী অস্ত্যন্ত বৈদেশিক বিশ হাজার অক্ষর আয়ত্ত না করিয়া সাধারণতঃ ইংরাজী ভাষার সাবাদ পত্রাদি পড়িয়া * থাকে ; আমিও তেমনি করিতাম। আমার সহtধ্যায়ী কয়েকজন আমি উক্ত' প্ৰবন্ধটা অবগত আছি কিনা—সে সম্বন্ধে আমার কি মত, জিজ্ঞাসা করিল। আমি অপ্রতিকর মত প্রকাশ করিবার পরিবর্তে “ এ কথা সে কথায় বিষয়টি চাপা দিতে চেষ্টা করিলাম। কিন্তু উহার ছাড়িবার পাত্র নহে। অগত্যা নিজের কোন মত প্রকাশ না করিয়া ইংলওঁ, মাকি৭ এবং চীনের সংবাদ পত্রাদির এবং কোরিয়ান ছাত্রগণের মত এবং হেগ কনফারেন্সের দুই একটি কথা বলিলাম মাত্র । সকলেই রাগে লাল হইয় উঠিল—এবং একজন সক্রোধে বলিল, যে ফ্রাহীদের উন্নতি দেখিয়া পৃথিবীর
পাতা:ভারতী ১৩১৮.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।