৩৫শ বর্ষ, প্রথম সংখ্যা । মায় আর সকলেই ឱ জলিয়া পুড়িয়া মরিতেছে ; তাই এরূপ কলঙ্কের আরোপ । বৈদেশিকগণ নীলদর্ণ চশমা চক্ষে দিয়া জাপান পানে তাকষ্টিতেছে ; ইত্যাদি।” আমি যদিও সম্পূর্ণ নির্দোষ ছিলাম তথাপি নিস্কৃতি পাইলাম না । ভারতবাসী কোন জাতির মধ্যেই গণ্য নহে—তাহাদেব কথার মূল্যই বা কি ? ইত্যাদি অনেক কথাই সে শুনাষ্টয়া দিল । আমি কোন বাক্যব্যয় না কবিয়া লেবরেটরিতে কায করিতে আরম্ভ করিলাম। বোধ হয় ঐ ঘটনার পর টঙ্গাদের মধ্যে এ সম্বন্ধে কিছু আলোচনা হইয়া থাকিবে,—পরদিন প্রাতে কলেজে যাওয় মাত্রই সেই ছেলেটি অী মাকে অভিবাদন কবিয়া পূৰ্ব্বদিনের ক্রটির জন্ত ক্ষমা • প্রার্থন কবিগ । বোধহয় সত্যই অনুতপ্ত হইয়াছিল' কারণ তারপর হইতে আমার সহিত বেশী মেশামিশি করিত ; আমাদের তোকি ওস্থ বাড়ীতে আসিত ; এমন কি ভারতে প্রত্যা বর্তন করি ও তাহার পত্র পাইয়াছি । জাপানীদের বাড়া গেলে জাপামাই ঞ্চি আর বিদেশীই কি এমন ভাবে অভ্যর্থত চষ্টয়া থাকে য়ে আমার মনে হয় পৃথিবীর অন্ঠ কোন দেশে এমন অতিথি সম্মান নাই। পরিবারস্থ যাবতীয় লোক আগন্তুকের মনস্তুষ্টির জষ্ঠ উদগ্রীবু হইয় উঠে। 卷 আত্মীয় কুটুম্বই হউক, গথিক বা ডাকপিয়নই ९ष्टक श्रीत्त्वब्र 'पात्र मर्श cश्रएभन नाइ३ বলিয়া উপস্থিত হয়। উহার অর্থ,—মীপ করুন। আগন্তককে বাড়ীর.কী পৰ্য্যন্ত হাটু, গাড়িষ্ণ অভিবাদন করিতে করিতে অভ্যর্থন করিয়া থাকে। প্রফেশরের বাড়ী গিয়াও জাপানী আকৃতি ও প্রকৃতি । 8 দেখিয়াছি তাছাদের পত্নীগণ হাটু গাড়িয়া আমাদিগকে অভ্যর্থনা করিয়াছেন । আত্নীয় স্বজন এবং বিশেষ পরিচিত্বের মধ্যে পরস্পর অভিবাদন কালে এতগুলি গদ উচ্চারিত হইয়া থাকে যে সকলগুলি উল্লেখ করিয়া বুঝাইতে গেলে প্রবন্ধ সুদীর্ঘ হইয় পড়ে। তবে মোটামুটি এই কয়েকটি বিশেষ উল্লেখ যোগ্য ;প্রাতঃকালীন, মাধ্যাঙ্গিক কিম্বা সায়াত্ত্বিক অভিবাদনের পর ক্রমে নিম্নলিখিত অর্থবোধক গদের প্রয়োগ দেখিতে পাওয়া যুায়। “গত বারের সাক্ষাতে যে ক্রট হইয়াছে মাপ করুনঃ “সে বারের সদয় অভ্যর্থনর জঙ্গু কৃতজ্ঞতা জানাষ্টতেছি, “আজ পূরিষ্কার দিন ৰুিষ বাদলের দিন, আপনি শারীরিক ভারত ?” "বাড়ীর সকলের কুশল ত?" আমার অশিষ্ট ব্যবহারের জন্ত ক্ষমা করুন," ইত্যাদি। দুই জনেই ঐ গদ গুলি আবৃত্তি করিতে থাকে ; কেহ কাহার ও উত্তরের অপেক্ষা করে না । বলা বাহুল্য প্রত্যেক গদের পরই পরস্পরের অভিবাদন চলিতে থাকে । ঘরের ভিতর অভিবাদনের সময় দুই পক্ষ মাত্র অটি গদি, অর্থাৎ কুশনের উপর হাটু গড়িয়। মনত মঙ্গকে অভিবাদন করে, মস্তক মাটিতে লাগে না কিঞ্চিৎ . উপন্ধুে থাকে। আর রাস্তাঘাটে অভিবাদনের সময় উভয়ে দাড়াইয়। শরীরের উদ্ধভাগ অর্থাৎ কোমর হইতে মস্তক পৰ্যন্ত বৃক্রভাবে অবনত করে । ঘরের ভিতরই হউক আর বাহিরেই হউক এক সঙ্গে অনেকগুলি ‘ পরিচিত ব্যক্তি থাকিলে একে একে সঙ্কুলাকেই ঐ ভাবে অভিবাদন করিতে হয় । বলাবাহুল্য পাশ্চাত্য আদিব
পাতা:ভারতী ১৩১৮.djvu/৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।