Q R লোকের মত লোক বটে; জুলু জানে কেমন করিয়া কাৰ্য্য সিদ্ধি করিতে হয় । এবং প্রতি রবিবারে আমার পিতা যখন দেখিতেন, দিগন্ত হইতে কৃষ্ণবর্ণ ঘন উঠাইয়৷ ধূমের সর্পগুলা আকাশের উপর ধূম বমন করিতেছে, তখন তিনি তাধু সেই চিরকেলে বুলিটি বলিভেন :– . —“যদি জুল ঐ জাহাজের মধ্যে থাকে তাহলে কি মজা হয়, অ্যা ?” এমনকি,তিনিপ্রতীক্ষা করিয়া থাকতেন, কখন জুলু রুমাল নাড়িয়া তার নাম ধরিয়া বলিয়া উঠিলে ;– , g * —ওঃ ফিলিপ ! 龟 জুল নিশ্চয়ই'প্রত্যাগমন কুরিবে এইরূপ মনে করিয়া, তারা কত মতলবই আঁটিতেন । .এমন কি, জুলকাকার অর্থে, অনতিদুরে একটা বাগান-বাড়ী-ও ক্রয় করিবেন, স্থির করিলেন। ইহা, খরিদ করিবার জন্ত দর-দস্তুরের কথাবার্তা চালাচলি এরই-মধ্যে যে আরম্ভ হয় নাই একথা আমি নিশ্চয় করিয়া বলিতে পারি না । @ আমার বড় ভগিনীটির বয়স ২৮ এবং অন্তটির বয়স ২৬ বৎসর। এখনও তাঁহাদের বিবাহ হয় নাই। এইজষ্ঠ সকলেরই মনে একটা কষ্ট ছিল। ' . . 輸 অবশেৰে । দ্বিতীয়টির জন্য একটি বর জুটল।. ৰরটি মাফিসে কাজ করে, ধনবান নহে কিন্তু সন্ত্রাস্ত বংশের । .আমার ধ্রুব বিশ্বাস ছিল, জুলু-কাকার সেই পত্ৰখানি তাকে দেখাইলেই, সে আর ইতস্তত করিবে না। ফলেও তাঁহাই চুইল। পত্ৰখানি দেখিবামাত্র সে বিবাহের ভারতী । বৈশাখ, ১৩১৮ প্রস্তাবটা আগ্রহের সহিত গ্রহণ করিল ; এবং uहेक्रश्न श्ज्ञि इहेग, बिबांश्ब्र अश्छेनप्ले इंझेब्र গেলেই সকলে একসঙ্গে জর্সি-দ্বীপে বেড়াইতে যুইৰেন। জদি বেশী দূর নহে। একটা ছোট ডাক্ জাহাজে করিয়া সমুদ্র দিয়া সেই বিদেশ-ভূমিতে পৌছান যাইবে—সে দ্বীপট ইংরাজদিগের। দুই ঘণ্টার মধ্যেই একজন ফরাসী, কোন এক প্রতিবেশী-জাতির দেশে গৃিয় তাহদের রীতি-নীতি আচার-ব্যবহার ( অতি জঘন্ত হইলেও ) অনুশীলন করিতে পরিবে-এ একটু কম সুবিধা নহে। গুন যায় নাকি,সে দ্বীপটা ব্ৰিটানীয় ধ্বজ-পতাকায় আচ্ছন্ন । এখন এই জর্সি ভ্রমণটাই আমাদের এক মাত্র চিস্তা, একমাত্র কথোপকথনের বিষয়, 喙 একমাত্র সাধের স্বল্প হইয়া দাড়াইল। অষ্টপ্রহর ঐ কথা, লইয়াই আমরা ব্যাপৃত থাকিতাম । অবশেষে যাত্রী করা গেল। মনে হয় যেন কল্যকার কথা। গ্রাভিয়ের জাহাজ-ঘাটে ডাকৃ-জাহাজখানা ধূমোদগীর করিতেছে ; আমাদের তিনটা পেট রা জাহাজে উঠানে হইতেছে—আমার পিতা ব্যতিব্যস্ত হইয় তাহার তদারক করিতেছেন ; আমার মা, ত্রস্তভাবে আমার অবিবাহিতা ভগিনীটির বাহু ধরিয়াছেন ;–এই বড় ভগিনীর বিবাহ হইয়া যাওয়াম, এক নীড়ে পালিত দুটি পক্ষীশাবকের একটি চলিয়া যাইবার মত, আমার ছোট বোনুটি অত্যন্ত কাতর হইয়া-পড়িয়াছে। আর আমাদের পশ্চাতে, নবদম্পতি—তাহার বরাবর থশ্চাতেই থাক্লিয়া যাইতেছে । এইবার জাহাজের শিটি দিল। আমর জাহাজে..উঠিয়া পড়িলাম। জেটি ছাড়িঃ
পাতা:ভারতী ১৩১৮.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।