৩৫শ বর্ষ প্রথম সংখ্যা । জাহাজখানা দুর-সমুদ্রে গিয়া পড়িল । সমুদ্রটি সবুজ মাৰ্ব্বেল-ট্রবিলের মত দিব্য সমতল । আমাদের চোখের সাম্নে দিয়া উপকূল-ভূমি যেন পলায়ন করিতে লাগি, যাহারা বড়-একটা ভ্রমণ করে না—তাহীদেরই মত আমরা মনে মনে আনন্দ ও গৰ্ব্ব অনুভব করিতে লাগিলাম । 畿 দাগ-উঠানো সেই লম্বা কোর্তাটুীর ভিতর হইতে আমার পিতার উদরটি স্ফীত হইয়া উঠিয়াছে—আর সেই "বেঞ্জিন"-তৈলের গন্ধটা চতুদিকে ব্যাপ্ত হইয়াছে ; .আমার তখন সেই রবিবার-গুলার কথা মনে পড়িতে | এই সময়ে হঠাৎ আমার পিতার নজরে পড়িল,-পরিপাটী পরিচ্ছদ-পবিহিত দুইটি মহিলাকে, দুইজন ভদ্রণেtক সমুদ্র-গুগলী (Oystcr)* দিবেন কি না জিজ্ঞাসা করিতেছেন । তৎক্ষণাং জীর্ণবস্ত্র-পরিহিত একজন ধ্ৰু নাবিক, ছুরির এক:ঘারে. গুগলীর খোলাগুলার মুখ খুলিয়া দিয়া সেই ভদ্রলোক দুইটির নিকট আনিয়া ধরিল-পরে তুহার সেই গুগলিগুলা মহিলাদের দিলেনপ মাংগাদ্বয়, একটা পাতল রুমালের উপর খোলা গুলা রাখিয়া, এবং পাছে "গাউনে? দাগ লাগে এইজন্স মুখ বাড়াইয়া অতি সওপণে তাহ! আহার করিলেন ।. তারপর ৩tড়াতাড়ি, তাহার জলটুকু পান করিয়া, খোলাওল সমুদ্রে নিক্ষেপ করিলেন। আমার পিতা বোধ হয়, চলন্ত জাহাজের উপর, বিশিষ্ট লোকদের ধরণে, এইরূপ 象 -سي---- - 爆 পায় না। 橡 鱷 চয়ন—আমার জুল-কাক । 畿 (to গুগুলী অtহার দেখিয়া মুগ্ধ হইয়াছিলেন ; তিনি এই অtহারে, এতই শ্রেষ্ঠত্বের পরিচয়— মার্জিত রুচির পরিচয় পাইয়াছিলেন যে, তিনি আমার মা ও ভগিনীদিগের নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন – - --তোমাদের কিছু গুগলী দিব কি ? অর্থব্যয়ের ভয়ে মা ইতস্তত করিতে ছিলেন ; কিন্তু আমার ভগিনী দুইটি তৎক্ষণাং রাজি হইলেন । মা বলিলেন :-— —-আমীর ভয় হয়, পাছে আমার পেটের অমুখ করে । শুধু মেয়েদের দেও, কিন্তু বেশ ন-বৈধ খেলে তুমুখ করবে। পরে আমার দিকে ফিরিয়া, আরও এই কথা বলিলেন — • • 畿 —আর জোসেফকে আদর্দুেই ૧િ૭ નওতে ছেলেদের বিগড়ে দেওয়া হয়। . . আমি মায়ের পাশে বসিয়xছলাম , ছেলেমেয়ের মধ্যে এইরূপ পার্থক্য করাটা আমার অন্তায় বলিয়া মনে হইল। আমি দেধিতে লাগিলাম—পিতা কি করেন । পিতা, কেতা ফুরস্তভাবে তার দুই মেয়েকে ও জামাইকে, সেই জীণ-বস্ত্র বৃদ্ধ নাবিকের নিকট লইয়া গেলেন। 橡 . সেই মহিলা ছুইটি চলিযা গেলে, আমার পুিত, আমার ভগিনীদিগকে বলিয়া দিলেন – જીની কি রকম করিয়া, থাইতে হয়। জল গড়াইয়া পড়িবে না, অথচ খাইতে হইবে। এমন কি, তিনি নিজে দৃষ্টান্ত দেখাইবার জন্ত, খপু করিয়া একটা গুগলি হাতে কাঁরয়া লইলেন। এবং সেই মহিলাদ্বয়ের Sgg DBSBBB BS BBBBBBB BBB BBmS BBB BB BBB BBBB DD DDDD
পাতা:ভারতী ১৩১৮.djvu/৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।