૧હર হইলে প্রাণদণ্ডে দণ্ডিত হইবে বলিয়া জাইন প্রচার করা হয় । যেরূপ পরশুরাম এক • বিংশ বার ভারত নিঃক্ষত্রিয় করিবার সময় অনেক ক্ষত্রিয় ভিন্ন ভিন্ন নাম পরিগ্রহণ গুর ভারতের স্থানে স্থানে লুক্কায়িত ছিলেন সেইরূপ জাপানেও এই সময় অনেক খৃষ্টানের অন্তরে অস্তরে খ্ৰীষ্টধৰ্ম্মে আস্থা রহিলেও বাহিরে উহারা আপনাদিগকে শিন্তোধৰ্ম্মাবলম্বী, বৌদ্ধধৰ্ম্মাবলম্বী, প্রভৃতি বলির পরিচয় প্রদান করিত। ১৬৩৭ খৃষ্টাকে সমবেত পয়ত্রিশ সংস্র খ্ৰীষ্টান গোপনে গোপনে মন্ত্রণা করিয়া রাষ্ট্রবিপ্লব উপস্থিত করে। তথম রাজশক্তি শিমাবার নামক স্থানে উহাদের সন্মুখীন হয়। এবং একে একে সমস্ত খৃষ্টানকে নিহত করে । এইরূপ নিৰ্য্যাতন এবং নিষ্পেষণের পর খৃষ্টধৰ্ম্ম জাপান ক্ষেত্র হইতে সমূলে উৎপাটিত হইয় যায়। ১৮৭৩ খ্ৰীঃ পর্যান্ত প্রায় আড়াই শত বৎসর কাল খ্ৰীষ্টধর্মের স্মৃতিতে লোকের মনে ভীতি সঞ্চার হইত । ১৮৪৪ খৃষ্টাব্দে জুই জন ক্যাথলিক পাদরী পুনরায় লুচু দ্বীপে পদার্পণ করেন । কিন্তু চাfর বৎসর পর তথা কষ্টতে হুঙ্কংয়ে বিতাড়িত হয়েন। ১৮৫৯ খৃষ্টাব্দে ফান্সেৰ সহিত সন্ধি হওয়ার পরে পুনরায় কতিপয় ক্যাথলিক পাদরী লুচু, নাগামাকি, কোবে এবং ইয়োকোহামার আদিয়া ১৮৭২ খৃষ্টাব্দে প্রচার কার্য্য আরম্ভ করেন। ১৮৭৫ খৃষ্টাব্দে তোকিও সহরের ২ছুfকজি অঞ্চলে উহাদের প্রথম গির্জা স্থাপিত হয় । ১৯৭৪ খৃষ্টাব্দে দেশী ও বিদেশী 'রোমানক্যাথলিক মিশনারি যথাক্রমে ९४v ७ष २०० जन हिष्णन । छाब्रडौ । অগ্রহায়ণ, ১৩১৮ ১৮৫৩ খৃষ্টাব্দে কমোডোর পেরি বাণিজ্য সম্বন্ধ স্থাপন মানসে আমেরিকা হইতে জাপানে আইসেন। রেভারেগু গোহার নামক জনৈক খ্ৰীষ্টান পাদরী র্ত তার সঙ্গে ছিলেন । সাস্তারে নামক জনৈক জাপানী খ্ৰীষ্টানের সাহায্যে তিনি প্রটেষ্টাণ্ট খ্ৰীষ্টধৰ্ম্ম প্রচারে প্রয়াস পান । আমেরিকানদের ভিতর সাস্তারো সামুয়েল পাটি নামে পরিচিত ছিলেন । উহাদের সংস্পর্শে যাহারা আদিত তাঙ্গদেরই ভিতর উহার! ধৰ্ম্মবীজ বপনে প্রয়াস পাইতেন । কিন্তু কিছুতেই কৃতকাৰ্য্য হইতে পারেন নাই । ১৮৫৯ খৃষ্টাব্দে আমেরিক এবং জাপানের মধ্যে সন্ধি স্থাপিত হওয়ার পর ব্রাউন, হেপ বারণ, বাৰ্ব্বেক, এবং উইলিয়ামস নামক চাবি জন বিথ্যাত পাদরা আমেরিকা হইতে জাপানে প্রেরিত হন । ক্রমে ডাক্তার গ্রিন এবং ডেভিন উহাদের সহিত যোগ দিয়া ওসাকা, কোবে, নাগামা’ক কানাগাওয়ায় ( ইয়োকে tহাম ) আডড ফেলেন । ক্রমেই মিশনারি সংখ্যা বুদ্ধি পাইতে থাকে। ১ ৬৯ খৃষ্টাব্দে আমেরিক এবং ইংল গু হইতে জাপানে ১৫ জন স্ত্রী ও পুরুষ মিশনারি প্রেরিত হয়। এইরূপে দলে দলে পাদরীগণ আসিয় যথাসাধ্য প্রয়াস পাইলেও এত কাল পর্য্যন্ত কাৰ্য্যতঃ বিশেষ কোন ফল দেখা যায় নাই । ১৮৮২ খৃষ্টাব্দে ইউরোপ এবং আমেরিকার ১৮টি মিশনবোর্ডের ৬৯ জন পুরুষ এবং ১৩৫জন স্ত্রীলোক মিশনারি জাপানে প্রচার কার্য্যে নিয়োজিত ছিলেন । ১৯০৩ খৃষ্টাকে প্রোটেষ্টান্ট মিশনারি স্ত্রীপুৰৰ মোট ৮৮২ জন ছিলেন ; এতদ্ব্যতীত পেী (25tళి ఆరి ఇi | ५4द३
পাতা:ভারতী ১৩১৮.djvu/৭৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।