পাতা:ভারতী ১৩১৮.djvu/৮৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br○や সেবারে বিশ্বেখর পশ্চিমে যাইব বলিয়াছিল, কিন্তু কাৰ্য্য গতিকে যাওয়া হয় নাই । উভয়ে এবার বহু তীর্থ ঘুরিলেন । সাবিত্ৰী, গায়ত্রী পুস্কার, ভাস্কর, কামাখ্যা, চন্দ্রনাথ, হরিদ্বার প্রভৃতি কষ্টসাধ্য তীর্থ গুলিও এবাবে সারা হইল। মাসিমার এসব তীর্থে এত দিন পর্য্যটন হয় নাই, এবারে বাহির হইয়াছেন ত’ সব সারিয়া যাইলেন ভাবিয়াছিলেন । যাবজ্জীবন গৃহ কোটরে নিবন্ধ বিশ্বেশ্বর যেন এক নুতন घथएडब बौदइहेश পড়িয়াছিল, আজ এখানে, কাল সেখানে, কখনও স্বনি কখনও দেবদর্শন কখনও পৰ্ব্বতারোহণের আনন্দে সে এক প্রকার আত্মবিস্তৃক্ত হইয়াছিল । চন্দ্রনাথ গিয়া বলিল "মাসিম আর কোথাও গিয়ে কাজ নাই, এস এইখানে একটা ঘর বেঁধে আমরা থাকি।” মাসিম একটু হাসিলেন মাত্র। সমস্ত পশ্চিম ভ্রমণ করিয়া সে সুখী ও যতদূর হইল, দুঃখিতও ততদূর হইল । সেবারে দুর্ভিক্ষের করলে মুষ্টি পশ্চিমকে গ্রাস করিয়াছিল। একদিন মাসীকে বলিল "মাসিম আমাদের দেশে বাস না করে এই সব দেশে বাস করলে ত হয়।” মাসিম বলিলেন “কেন ?” “দেখদিখি কি গরীব দেশ ! হা অন্ন স্থ{ অন্ন করে সাধারণ লোক গুলো কি করে বেড়াচ্চে। কার কি করতে পাবি বলে কাজ খুঁজে বেড়াতে হয়না, দরিদ্রতা যে কি তা পশ্চিমে দুর্ভিক্ষের সময় এলে বোঝা যায় ।” মাসিমা একটু দুঃখস্থচক হাস্ত করিয়া বলিলেন “আমাদের দেশে কি গরীব নেষ্ট ক্ষেপ?” “কোথায়! যারাও আছে, এদের সঙ্গে डांझेडौ । পৌষ, `న్ని তাদের তুলনাই হয় না। আমাদের ... শষ্যগুমেলা স্বজলা সুফলা, কিছু না থাকুল অনাহারে মরুতে হয় না।” “ত সত্য কিন্তু একবার রামশঙ্কর টচ{যদের কথা মনে করে দ্যাথ দেখি ।” “তা দেখেছি। কিন্তু এসব দেশ চলে কোন দিন তারা মরে যেত, বাঙলার গ্রাম বলেই এখনো ভদ্রতা রেখে দিন কাটাচে। দ্যাথ মসিীমা, যে দেশে অভাব নেই সে দেশে কিছু করা যায়না, করতেও লজ্জা হয়। যারা গ্রহণ করবে তারাও লজ্জা পায়, কেননা, তারাত কায়ক্লেশে এক রকমে দিন কাটাচ্চে, সাধারণের চোখে একবারে ভিক্ষুকের বেশ তারা সহজে ধরতে চায় না । যে দেশে সে সঙ্কোচ মাত্র নাই, সাহায্য অভাবে যার দিন রাত্রি মরে যাচ্চে সেই দেশে এসে বাস করা উচিত। বিনা আয়াসে অনেক কাজ করতে

  • iाँव्र! यांग्न ।”

মাসী হাসিয়া বলিলেন “কি কাজ করতে পারা যায় ? কি করতে চাস ?” বিশ্বেশ্বর অধোবদন হইল, লজ্জার আভাসে তাটাব আগগুকৰ্ণমূল ঈষৎ রাঙা হইয়া উঠিল। মুখে বড় বড় কথা বলা তাহার সাধ্যের অতীত। ভবের আধিক্যে যেখানে হৃদয় অত্যন্ত আলোড়িত, সেখানে সে একবারে বাক্যহীন হইয়া পড়ে । এষ্টজন্তই দেশে একটা অতিথিমওপ প্রস্তুত করাইতে করাষ্টতে সহসা সে কার্য সে স্থগিদ রাখিয়াছে । প্রথমতঃ নিজে কি করিয়৷ লোকের কঠি প্রচার করিবে যে আমি একটা মন্ত দার্থ ধনবান লোক, যে কেহ সাহায্য চাও অংশই আশ্রয়ে আইল, আমি তোমাদের দুঃখ **