wgw; পাকাইরা পাকাইয়া উঠিতে লাগিল এবং চোখের জলের সমস্ত রাস্ত যেন ঠালিয়া বন্ধ করিয়া ধরিল । রসিক চলিয়া গেলে বংশী দিনরাত্রি অবিশ্রাম খাটিয়া সৌরভীর পণ এবং এই বাইসিকূল কিনিবার টাকা সঞ্চয় করিয়াছিল। তাহার একমুহূৰ্ত্ত আর কোনো চিন্তা ছিল না । ক্লান্ত ঘোড়া যেমন প্রাণপণে ছুটিয়া গম্যস্থানে পৌঁছিয়াই পড়িয়া মরিয়া যায় তেমনিই যেদিন পণের টাকা পূর্ণ করিয়া বংশী বাইসিকূলটি ভি, পি, ডাকে পাইল সেই দিনই আর তাহার হাত চলিল না, তাহার তাত বৃন্ধ হইয়া গেল ;–গোপালের পিতাকে ডাকিয় তাহার হাতে ধরিয়! সে বলিল, আর একটি বছর রসিকের জন্ত অপেক্ষা করিও-এই তোমার হাতে পণের টাকা দিয়া গেলাম, আর যেদিন রসিক আসিবে তাহাকে এই চাকার গাড়িটি দিয়া বলিয়ে, उच्नसौं । পৌষ, שמסיל দাদার কাছে চাহিয়াছিল, তখন হতভাগ नांना निष्ठ श्रृंicब्र नाहे कि इ उाहे रलिग्न মনে যৈন সে রাগ না রাখে ! দাদার টাকার উপহার গ্রহণ করিলে नां, ७कनिन ७ई **थ कृब्रिश ब्रमिक চলিয়া গিয়াছিল—বিধাতা তাহার সেই কঠোর শপথ শুনিয়াছিলেন । আজ যখন রসিক ফিরিয়া আসিল তখন দেখিল দাদার উপহার তাহার জন্ত এতদিন পথ চাহিয়া বসিয়া আছে--কিন্তু তাছা গ্রহণ করিবার দ্বার একেবাবে রুদ্ধ । তাহার দাদা যে র্তাতে আপনার জীবনটি বুনিয়া আপনার ভাইকে দান করিয়াছে রসিকের ভারি ইচ্ছা করিল সব ছাড়িয়া সেই তাতের কাছেই আপনার জীবন উৎসর্গ করে, কিন্তু হায়, কলিকাতা সহরে টাকার তাড়কাটে চিরকালের মত সে আপনার জীবন বলি দিয়া অtসিয়াছে । ঐরবীন্দ্রনাথ ঠাকুর পথহারা । দিবসের কাজ শেষ হয়ে গেল ঘনাইয় এলে রাত্রি, তাড়াতাড়ি তাই গৃহপানে ধাই অজানা পথের যাত্রী। জ্যোৎস্না বিরল বহুদূর পথ মাছুষ না যায় চেন, ফিরিবার কথা মনে রাখে নাই দিবসের বেচাকেন । ट्धंख्छ छद्र१ 5टिtउ 5i८श्नl ক্ষীণ হয়ে আসে দৃষ্টি, প্ৰলয় বজ্র ধ্বনিছে গগনে মাথায় ঝরিছে বৃষ্টি। ঘাটে বাধা আছে খেয়া তরীখান্ মাঝি চলে গেছে ঘর, ঘন গৰ্জ্জনে নদী কল্লোল আছাড়ে শ্রবণপন্ন । পাথের কেবল নয়নের জল সাথে নাই ‘কানা কড়ি, বাজারের মাঝে অঞ্চল খুলি সঞ্চয় গেছে পড়ি। পথ কোথ।” ওগো “পণ কোথা" এর সীমা কোথা এর আছে, थांछ। 5ङ्ग१ क्लॉक श्रुर्ण१ लु५tद कांश्ॉब्र कt८छ् ! ঐইন্দির দেবী ।
পাতা:ভারতী ১৩১৮.djvu/৯০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।