এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

م۔ ھیہ co W ')۔ ح --. -حد తాలా অনেকের মনে থাকিতে পারে যে ইং ১৯৩৩ সাল জানুয়ারি মাসের অপরাহুে উত্তর বেহারে ও নেপালের অনেক স্থানে স্বভীষণ ভূমিকম্প হইয়া বহু স্থানের অতিশয় ক্ষতি করিয়াছিল ও অনেক লোকের মৃত্যুর কারণ হইয়াছিল। তখন ভূকম্পের কারণ কি জানিবার জন্য আমি অতিশয় উৎসুক হইলাম এবং প্রত্যহ এক্টবিষয় ভাবিতে লাগিলাম। উদ্বোধিত হইবার জন্য ৬পূজা ও চণ্ডী পাঠকালে yজগদম্বার নিকটে কাতরভাবে প্রার্থনা করিতে লাগিলাম। এবং সেই সময়ে অবসর কালে প্রাচ্য ও প্রতীচা পণ্ডিতদিগের লিখিত অনেক পুস্তক পাঠ করিয়া দেখিলাম, ভূকম্প সম্বন্ধে প্রাচ্য ও প্রতীচ্য পণ্ডিতেরা অনেক কথাই বলিয়াছেন। র্তাহাদের নানারূপ মত দর্শনে আমি হতবুদ্ধি হইয়া প্রকৃততত্ত্ব কি বুঝিতে পারিলাম না । কিন্তু বরাবর একাগ্রমনে এইবিষয়ের চিন্তা করিতে করিতে জ্ঞানদায়িনী e/জগদম্বাকে স্মরণ করিতে লাগিলাম। এইরূপে দিনের পর দিন মাসের পর মাস চলিয়া গেলেও আমি এ বিষয়ে নিরাশ না হইয়া প্রকুততত্ত্ব জানিবার জন্য আদ্যাশক্তির চরণে শরণাপন্ন হইলাম। বহুদিন পরে একদিন গভীর রাত্রিতে যেরূপ উদবোধিত হইয়াছিলাম আজ তাহাই লিখিয়া আমার